মোল্লাদের 'তাওয়াক্কুল-তত্ত্ব'কে কেউ কেউ ট্রিট করেন এবং আতঙ্কে ভোগেন যে এরা ক্ষমতায় গেলে জীবনবিমুখী কি অন্ধকার না নেমে আসে! বিজ্ঞানের পাঠশালায় তালা নাকি ঝুলে!! হয়তো বা ঝাড়ফুঁকের মেডিসিন দিয়ে তারা হাসপাতাল চালাবে!!!
তো এমনটা যারা ভাবেন তারা তালেবানের ইমারাতে ইসলামিয়া সরকারের #করোনা সতর্কতা ও চিকিৎসার বিশাল কর্মসূচির খোঁজখবর নিয়ে দেখতে পারেন।
বাংলাদেশে ধর্মের নামে কিছু কুসংস্কার আর আধুনিক বিজ্ঞানবাদের নামে নিরেট বস্তুবাদের দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে ইসলামপন্থীরা যে বয়ান দিচ্ছেন তাতে তারা জাতির জন্য যতটা #সাইকোলজিক্যাল ভূমিকা রেখেছেন তার বিপরীত পুরো রাষ্ট্র, মিডিয়া আর এনজিও মিলেও কি সে পরিমাণ #বায়োলজিক্যাল ভূমিকা রাখতে সফল হয়েছেন।
আতঙ্কেও তো লোক মারা যায়, এখন হুজুরদের মোটিভেশনের কারণে অতঙ্কে লোক মরবে না, আল্লাহ না করুন মরলে মরবে বায়োলজিক্যাল উদ্যোগের ব্যর্থতায়।
মানুষের মুখে মুখে দু'আ ধরাতে পারছেন হুজুররা, এ রাষ্ট্র কি পেরেছে করোনার উপশমে মেডিকেল ইকুইপমেন্টের ব্যাপক ও যথাযথ প্রয়াস নিতে? রাস্তায় রাস্তায় লাঠালাঠি করে কি করোনার আপদ দূর হবে?
ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
Comment