এটা শাইখে চরমোনাইয়ের অসঙ্গতি ছিল
তিনি বিজ্ঞ ব্যক্তিত্ব! তবে তার অবশ্যই এমন আচারণ না করা উচিত যা তার ওয়েট কমিয়ে দেয়।
•
তা ছাড়া লেকচারের প্রতিটি কথা যতটা না আক্রমনাত্মক ছিলো তার চাইতে বেশি ছিলো দলিলহীন মনগড়া ব্যখ্যা।
[আল্লাহ তায়ালা তাকে হিফাজত করুন]
•
❝গনতান্ত্রিক রাষ্ট্রে থাকা, টাকা ব্যবহার, কাবিননামা ইত্যাদি ইত্যাদি করতাছো সেখানে সমস্যা নেই, কিন্তু নির্বাচনেই এসে সমস্যা❞
একজন আহলুল ইলম থেকে এমন অপরিপক্ক ও মনগড়া লজিক মূলত এক্সপেকটেশন নয়।
•
তার তো এটা জানা থাকার কথা যে-
❝মুসলিমদের জন্য দারুল কুফরে থাকার বৈধতা আছে [শর্তসাপেক্ষে] যেমন মক্কী জীবনিটাই এর যথেষ্ট প্রমাণ।❞
কিন্তু কুফরি কোন পন্থাইয়ি অবলম্বন করার কোন শরঈ বৈধতা নেই।
[তবে হ্যাঁ বাধ্য হলে সেটা ভিন্ন, যেমনটি সুরা নাহলে বলা হয়েছে
إلا من أكره وقلبه مطمئن بالإمان..]
তাই বাংলাদেশে থাকা এক জিনিস আর এর নির্বাচনে যাওয়া আরেক জিনিস।
সহজ বিষয়টি তিনি গুলিয়ে নিজের শান নিজেই নষ্ট করে যাচ্ছেন।
Comment