যারা ঐক্যের মানসিকতা রাখেন, তাদের ত্যাগি হতে হয়
জেনে রাখা উচিত ভোগে নয় ত্যাগেই সফলতা।
- ধরুন একটি আমল আপনি করছেন যা ফরজ বা ওয়াজিব নয়। এবং গুরুত্বপূর্ণ কোন সুন্নতও নয় বরং তা জায়েজ এবং বিতর্কিত একটি বিষয় মাত্র। যা ছেড়ে দিলেও শরঈ দৃষ্টিকোণ থেকে কোন সমস্যাও নেই। এমন একটি/কোন আমল নিয়ে যখন সমাজে বিতর্ক হয় তখন জনকল্যাণে এবং উম্মাহর ঐক্যের স্বার্থেও তো আপনি তা বাদ দিতে পারেন তাইনা?
- সেটা করবেননা, বরং সেই বিতর্ক জিনিাগুলোকে ফরজের মত আঁকড়ে ধরে রেেখেছেন, আবার নিজেরাই ঐক্যের শ্লোগান দেন, তাহলে বলুন আপনার এই ঐক্যের ডাকে কীভাবে মানুষ সাড়া দিবে?
- উম্মাহর স্বার্থে যে বা যারা ঐক্য করতে চাচ্ছেন তাদের প্রত্যেককেই শাখা মাসআলায় কিছুনা কিছু ত্যাগ স্বীকার করতেই হবে।
- যদি এতটুকু মানসিকতাও আপনার না থাকে তাহলে আপনার জানা উচিত যে এত ছোট ও সংকীর্ণ মানসিকতা নিয়ে উম্মাহর ঐক্যবদ্ধ চিন্তা না করে নিজেকে আত্মশুদ্ধি করুন। বৃহত্তম স্বার্থ অর্জনপর জন্য ক্ষুদ্রতম অনেক কিছুই ত্যাগ করতে হয়।
জেনে রাখা উচিত ভোগে নয় ত্যাগেই সফলতা।
Comment