আকিদা সিরিজ - আপনিও শামিল হোন আকিদার দরসে!
এই পৃথিবীতে আপনি কেন এসেছেন? এখানে আপনার দায়িত্বও বা কি? জীবনে আপনি কিভাবে সফল হবেন? এই অনিবার্য প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ছোট্ট একটি শব্দে। আর সে শব্দটি হল আকিদা।কিন্তু কি এই আকিদা, কেন এই আকিদার ভিতরেই লুকিয়ে আছে যাবতীয় জীবন জিজ্ঞাসার জবাব? কেন আমাদের উভয় জগতের সাফল্যের মূল চাবি কাঠি এই আকিদার হাতে? চলুন প্রথমেই প্রশ্নগুলোর উত্তর জানা যাক।
প্রিয় ভাই! আকিদা হল একজন বিশ্বস্ত ও শক্তিধর প্রশাসক যা মানুষের সকল কাজ-কর্ম চাল-চলন ও চিন্তা-ভাবনাকে নিয়ন্ত্রণ করে, মানুষ যত কথা বলে, যত কাজ করে এমন কি মানুষের অন্তরের অাবেগ অনুভূতি পর্যন্ত নির্ভরকরে এই আকিদার উপর, তাই কারো আকিদায় যদি সমস্যা থাকে তবে তার সব কিছুতেই সমস্যা দেখা দিবে তার কথা-কাজ চিন্তা সব কিছু ভুল পথে পরিচালিত হবে।
পক্ষান্তরে আকিদা যদি শুদ্ধ হয় তাহলে তার কথা-কাজ চিন্তা সবকিছু সঠিক পথে পরিচালিত হবে, তাই পবিত্র কুরআনে কারিমে প্রথমে আকিদার পরিশুদ্ধির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কুরআনে এমন কোনো সূরা নেই চাই তা মাক্কি হোক বা মাদানী, যেখানে মানুষের হৃদয়ে বিশুদ্ধ আকিদার শিখর গেড়ে দেওয়ার চেষ্টা করা হয়নি, বিশেষ করে মাক্কি সূরা গুলোতে আকিদা নিয়ে অন্ত্যত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।
বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে বিপর্যয় মুসলিম সমাজের যে অবক্ষয় সবকিছুর অন্যতম মৌলিক কারণ হল মুসলমানরা তাদের বিশুদ্ধ আকিদা বিশ্বাস থেকে অনেক দূরে সরে পড়েছে। আমাদের মনে রাখতে হবে মুসলমানদের শক্তি পরাক্রম ও সক্রিয় অস্তীত্বের মূল রহস্য হল বিশুদ্ধ আকিদা। এই আকিদা থেকে তারা যত দূরে সরে পড়বে ধ্বংস ও পতনের দিকে তারা ততই এগিয়ে যাবে।
প্রিয় ভাই ও বোনেরা! বিশুদ্ধ আকিদা আপনার উভয় জগতের সাফল্য ও কামিয়াবির মূল চাবি কাঠি, যার আকিদার ভ্রান্তি আছে তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেনা ,তার কোনো ইবাদত কবুল হবেনা ,তার আমল হাশরের ময়দানে মিযানের পাল্লায় উজন করা হবেনা এক কথায় তার দুনিয়া ও আখেরাত দুটোই বরবাদ হয়ে যায়, আল্লাহ তা'য়ালা বলেন,
لَِٕنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَٰسِرِينَ
" আপনি যদি শিরকে লিপ্ত হন, আপনার আমল বরবাদ হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তভুর্ক্ত হবেন।'(সূরা যুমার, ৩৯:৬৫)
তাই একজন মুসলমানের জন্য বিশুদ্ধ আকিদা শিখার গুরুত্ব তার জীবনের চেয়েও বেশি, আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে বাংলা ভাষাভাষীর মুসলিম ভাই বোনদের মাঝে বিশুদ্ধ আকিদা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা একটি মোবারক সিরিজ শুরু করতে যাচ্ছি।
এই সিরিজের অধীনে আমরা ইসলামের মৌলিক আকিদা সমূহ কুরআন সুন্নাহর আলোকে ধারাবাহিক ভাবে পেশ করব ইনশাআল্লাহ..............।
এই পৃথিবীতে আপনি কেন এসেছেন? এখানে আপনার দায়িত্বও বা কি? জীবনে আপনি কিভাবে সফল হবেন? এই অনিবার্য প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ছোট্ট একটি শব্দে। আর সে শব্দটি হল আকিদা।কিন্তু কি এই আকিদা, কেন এই আকিদার ভিতরেই লুকিয়ে আছে যাবতীয় জীবন জিজ্ঞাসার জবাব? কেন আমাদের উভয় জগতের সাফল্যের মূল চাবি কাঠি এই আকিদার হাতে? চলুন প্রথমেই প্রশ্নগুলোর উত্তর জানা যাক।
প্রিয় ভাই! আকিদা হল একজন বিশ্বস্ত ও শক্তিধর প্রশাসক যা মানুষের সকল কাজ-কর্ম চাল-চলন ও চিন্তা-ভাবনাকে নিয়ন্ত্রণ করে, মানুষ যত কথা বলে, যত কাজ করে এমন কি মানুষের অন্তরের অাবেগ অনুভূতি পর্যন্ত নির্ভরকরে এই আকিদার উপর, তাই কারো আকিদায় যদি সমস্যা থাকে তবে তার সব কিছুতেই সমস্যা দেখা দিবে তার কথা-কাজ চিন্তা সব কিছু ভুল পথে পরিচালিত হবে।
পক্ষান্তরে আকিদা যদি শুদ্ধ হয় তাহলে তার কথা-কাজ চিন্তা সবকিছু সঠিক পথে পরিচালিত হবে, তাই পবিত্র কুরআনে কারিমে প্রথমে আকিদার পরিশুদ্ধির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কুরআনে এমন কোনো সূরা নেই চাই তা মাক্কি হোক বা মাদানী, যেখানে মানুষের হৃদয়ে বিশুদ্ধ আকিদার শিখর গেড়ে দেওয়ার চেষ্টা করা হয়নি, বিশেষ করে মাক্কি সূরা গুলোতে আকিদা নিয়ে অন্ত্যত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।
বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে বিপর্যয় মুসলিম সমাজের যে অবক্ষয় সবকিছুর অন্যতম মৌলিক কারণ হল মুসলমানরা তাদের বিশুদ্ধ আকিদা বিশ্বাস থেকে অনেক দূরে সরে পড়েছে। আমাদের মনে রাখতে হবে মুসলমানদের শক্তি পরাক্রম ও সক্রিয় অস্তীত্বের মূল রহস্য হল বিশুদ্ধ আকিদা। এই আকিদা থেকে তারা যত দূরে সরে পড়বে ধ্বংস ও পতনের দিকে তারা ততই এগিয়ে যাবে।
প্রিয় ভাই ও বোনেরা! বিশুদ্ধ আকিদা আপনার উভয় জগতের সাফল্য ও কামিয়াবির মূল চাবি কাঠি, যার আকিদার ভ্রান্তি আছে তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেনা ,তার কোনো ইবাদত কবুল হবেনা ,তার আমল হাশরের ময়দানে মিযানের পাল্লায় উজন করা হবেনা এক কথায় তার দুনিয়া ও আখেরাত দুটোই বরবাদ হয়ে যায়, আল্লাহ তা'য়ালা বলেন,
لَِٕنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَٰسِرِينَ
" আপনি যদি শিরকে লিপ্ত হন, আপনার আমল বরবাদ হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তভুর্ক্ত হবেন।'(সূরা যুমার, ৩৯:৬৫)
তাই একজন মুসলমানের জন্য বিশুদ্ধ আকিদা শিখার গুরুত্ব তার জীবনের চেয়েও বেশি, আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে বাংলা ভাষাভাষীর মুসলিম ভাই বোনদের মাঝে বিশুদ্ধ আকিদা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা একটি মোবারক সিরিজ শুরু করতে যাচ্ছি।
এই সিরিজের অধীনে আমরা ইসলামের মৌলিক আকিদা সমূহ কুরআন সুন্নাহর আলোকে ধারাবাহিক ভাবে পেশ করব ইনশাআল্লাহ..............।
Comment