Announcement

Collapse
No announcement yet.

ইসলাম তোমার দেশ, তুমি মুহাম্মাদের সৈনিক! || পর্ব - ১

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ইসলাম তোমার দেশ, তুমি মুহাম্মাদের সৈনিক! || পর্ব - ১

    ইসলাম তোমার দেশ, তুমি মুহাম্মাদের সৈনিক!
    পর্ব - ১

    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ.

    الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم.

    উপমহাদেশ, বিশেষত ভারতের আমার প্রিয় মুসলিম ভাইয়েরা!
    .
    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!
    .
    আমার এ নিবেদন ভারতের মুসলিমদের প্রতি। এ নিবেদন উলামায়ে কেরাম, দ্বীনের দা‘য়ী, চিন্তাবিদ, মুসলিম যুবসমাজ এবং সে সব বিবেকবান মুসলিমদের প্রতি, যারা এ অঞ্চলের মুসলিমদের দুরবস্থার কারণে ব্যথিত এবং তাদের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত। বিশেষ করে সে সব রাসূলে আরাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রেমিকদের প্রতি- যাদের হৃদয় ঈমানের আলোয় আলোকিত ও ইসলামের ভালোবাসায় ভরপুর, যারা কুফর ও শিরকের ঘোর অন্ধকারকে না ভয় পান, না তার কারণে চলার গতি কমিয়ে দেন, যারা কুফর ও নাস্তিকতার মহাপ্লাবনের মোকাবেলা করতে এবং ইসলাম বিদ্বেষীদের সকল কারসাজির স্রোতকে ইসলামের দিকেই ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।
    .
    প্রিয় ভাইয়েরা!
    .
    ভারত বিভক্তির পর থেকে আজ পর্যন্ত… এ পুরা সময়ে উপমহাদেশের ভূমিতে ইসলাম ও মুসলমানদের উপর চালানো সকল নির্যাতনের উপর একটু দৃষ্টি বুলিয়ে নিন। আহমদাবাদ ও গুজরাটের দাঙ্গা, বাবরি মসজিদের শাহাদাত, সেখানে আজ রাম মন্দির নির্মাণের এই সরকারি ঘোষণা, স্বদেশ প্রত্যাবর্তন তথা বিদেশী তাড়ানো অভিযান, এরপর বিশেষ নাগরিকত্ব আইন প্রণয়ন। এ সকল ঘটনা তো কিছু অগ্নিস্ফুলিঙ্গ মাত্র। প্রকৃতপক্ষে জুলুম নির্যাতনের এ তালিকা অনেক দীর্ঘ। আপনাদের চেয়ে এ ইতিহাস আর কারা ভালো জানবে?
    ভারতের গন্ডির ভিতরে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা আর বিদ্বেষের তালিকাও আপনাদের সামনে আছে। যাদের হাতে ক্ষমতা আর কর্তৃত্ব ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতাও আপনারা দেখতে পাচ্ছেন...!
    .
    প্রিয় ভাইয়েরা!
    .
    এসব ঘটনা কি আমাদের জন্য কোন বার্তা দেয় না? ধোঁয়া কি জ্বলন্ত আগুনের অস্তিত্বের প্রমাণ বহন করে না? এসব ঘটনা আমাদের জানিয়ে দিচ্ছে, ঐ পরিস্থিতি কোন এক সময় আসবেই, যা মূলত: এক ভয়াবহ বিপদ। তা এমন এক বিপদ, যদি উপস্থিত প্রস্তুতি নিয়ে তার সাথে টক্কর লাগাতে যাই, তবে জান নিয়ে ফিরে আসতে পারব না।
    .
    ভারতের আমার প্রিয় ভাইয়েরা!
    .
    বাস্তবতা হচ্ছে, আমরা মানি আর না মানি, প্রস্তুতি নেই বা না নেই, এ বাস্তবতা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, ভারতের ভূমিতে এক ভয়াবহ তুফান আমাদের দিকে ধেয়ে আসছে। এমন নির্দয় ঝঞ্ঝা ধেয়ে আসছে, যার কল্পনা করলেও হৃদয়-আত্মা কেঁপে উঠে, শরীরের পশম দাঁড়িয়ে যায়। যদি এ ভয়াবহ তুফানের মোকাবেলার প্রস্তুতিতে বেশি দেরী হয়ে যায়, তবে আল্লাহ না করুন! ভারতের ভূমিতেও সেই হৃদয় বিদারক ঘটনা ঘটবে, যা কিছুদিন পূর্বে মিয়ানমারে আমাদের রোহিঙ্গা ভাইদের উপর নেমে এসেছিল। সেটা এমনই এক বিভৎস দৃশ্য, যার কল্পনা হলে যে কোন ঈমানদার মাত্রই চেতনা হারিয়ে ফেলার উপক্রম হয়।
    .
    প্রিয় মুসলিম ভাইয়েরা!
    .
    আপনারাই বলুন… এতে কি কারো সন্দেহ আছে যে, ভারতের জমিন আমাদের উপর সংকীর্ণ করতে এবং আমাদের রক্ত নদী প্রবাহিত করতে পুরা ভারত জুড়ে প্রস্তুতি চলছে? হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতায় এবং আন্তর্জাতিক শক্তিগুলোর সহযোগিতায় তা সারা ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুলিশ, সেনাবাহিনী এবং সরকারী সকল প্রতিষ্ঠানের উপর ঐ সন্ত্রাসী দলগুলোর কর্তৃত্ব চালু করা হচ্ছে...! যাদের শ্লোগান, দৃষ্টিভঙ্গি আর নীতিই হচ্ছে, ‘হিন্দু হও নতুবা ভারত ছাড়ো’! এ শ্লোগানধারীরা মিয়ানমারের মুসলিমদের উপর চলা নৃশংস হত্যাকান্ডের প্রকাশ্য সমর্থন দিচ্ছে এবং কোন প্রকার ভয়-ভীতি ছাড়া হিন্দু গুন্ডাদেরকে মিয়ানমারের সেই হত্যাকান্ডকে রোলমডেল হিসাবে গ্রহন করতে উৎসাহ দিচ্ছে। এ পরিস্থিতিতে দু’ একটি রাজনৈতিক দল মুসলিমদের সমব্যথী হয়ে অসাম্প্রদায়িকতার গরম বক্তব্য দিচ্ছে বটে। কিন্তু কে না জানে, এ অসাম্প্রদায়িক ভাষণ আর মুসলিমদের প্রতি সমবেদনা শুধুমাত্র তাদের ক্ষমতায় আরোহণ করার একটি মাধ্যম? এরা প্রকৃতপক্ষেই আরাম পিয়াসী। তাই তো, যদি সকল মুসলিমদের উপর ‘আল্লাহ না করুন!’ বিভীষিকাময় অবস্থা চলে আসে, তবে তারা ঘরের দরজা তো বন্ধ করবেই, সাথে কানেও আঙ্গুল দিয়ে বসে থাকবে। কিন্তু মুসলিমদের গগণবিদারী চিৎকারে তাদের একজনও ঘর থেকে বের হবে না। কোন মুসলিমের জান বাঁচাতে অন্ততপক্ষে একজন গুন্ডার ধারে কাছে যাওয়ারও তাদের সাহস হবে না। এজন্য এ নরপশু হিংস্র হায়েনা হিন্দুদের থেকে যদি বাঁচতেই হয়, তাহলে অন্য কেউ নয়, স্বয়ং মুসলিমদেরই উঠে দাঁড়াতে হবে।


  • #2
    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

    মাশাল্লাহ মুহতারাম প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন।
    ভাই উপরের শিরোনামে মুহাম্মদ নামের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলে আরো ফুটে উঠতো প্রিয় ভাই।
    Last edited by Munshi Abdur Rahman; 4 days ago.
    [ গুরাবা হয়ে লড়তে চাই, গুরাবা হয়েই শাহাদাহ চাই ]

    Comment

    Working...
    X