Announcement

Collapse
No announcement yet.

Important || তালিবান ও আল-কায়েদার মধ্যকার সম্পর্ক নিয়ে উত্থাপিত আপত্তিসমূহের জবাব (৫) || মুনশি আব্দুর রহমান

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Important || তালিবান ও আল-কায়েদার মধ্যকার সম্পর্ক নিয়ে উত্থাপিত আপত্তিসমূহের জবাব (৫) || মুনশি আব্দুর রহমান

    তালিবান ও আল-কায়েদার মধ্যকার সম্পর্ক নিয়ে উত্থাপিত আপত্তিসমূহের জবাব (৫)
    মুনশি আব্দুর রহমান




    ১ম অধ্যায় | ২য় পরিচ্ছেদ (২)

    চতুর্থ দলিল: উলামায়ে দেওবন্দের সাক্ষাৎ ও মুফতি শের আলী শাহর বিবরণ

    মোল্লা উমর রহিমাহুল্লাহ শাইখ উসামা রহিমাহুল্লাহ’র নিরাপত্তার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন, তা মুফতি শের আলী শাহ এর বিবরণ থেকে জানতে পারি। তিনি এক মজলিসে বলেন-

    “জেনারেল মাহমুদ, আহমাদ শাহ সহ যেই উলামাদেরকে আমীরুল মুমিনিন মোল্লা উমর রহিমাহুল্লাহ’র কাছে পাঠানো হয়েছিল আমি তাঁদের হয়ে অনুবাদের কাজ করেছিলাম। মুফতী তাকী উসমানী হাফিজাহুল্লাহ মুতাকাল্লিম ছিলেন। আমি তাঁর উর্দুকে পশতুনে আর মোল্লা উমরের পশতুনকে উর্দুতে অনুবাদ করে দিয়েছিলাম। যখন উলামাগণ আমীরুল মুমিনিনের ঈমানী শক্তিকে দেখলেন মাওলানা সলিমুল্লাহ খান এবং সব উলামাগণ কাঁদতে লাগলেন। আল্লাহর কসম! সাহাবীদের মত লোক যেন এই যমানায় চলে এসেছে। এক পর্যায়ে মোল্লা উমর রহিমাহুল্লাহ বললেন, আমি মাওলার কাছে দোয়া করি তিনি যেন উসামার (রহিমাহুল্লাহ) হায়াতকে বৃদ্ধি করে দেন। যদি সে মারা যায় তাহলে মানুষ বলবে তালেবান তাঁকে মেরে ফেলেছে। আমি সারারাত কান্নাকাটি করেছি। মদীনা মুনাওয়ারাহ থেকে যে লোক জিহাদ করার জন্য এসেছে কিভাবে আমি তাকে কাফিরের হাতে তুলে দিতে পারি?” [14]

    পঞ্চম দলিল: মোল্লা উমর রহিমাহুল্লাহ’র মুখপাত্র শায়খ আব্দুল হাই মুতমাইনের বর্ণনা, মোল্লা উমর রহিমাহুল্লাহ’র দৃষ্টিতে শায়খ উসামা রহিমাহুল্লাহ ছিলেন মহান মুজাহিদ।

    মোল্লা উমর রহিমাহুল্লাহ’র দৃষ্টিতে শায়খ উসামা রহিমাহুল্লাহ ছিলেন মুসলমানদের খাদেম এবং মহান মুজাহিদ, ফলে মোল্লা উমর রহিমাহুল্লাহ’র সামনে শায়খ উসামা রহিমাহুল্লাহ’র বিরোধীরা পর্যন্ত তাঁকে এ উপাধিতেই সম্বোধন করতেন।

    মোল্লা উমর রহিমাহুল্লাহ’র অফিসিয়াল মুখপাত্র মোল্লা আব্দুল হাই একবার মোল্লা উমর রহিমাহুল্লাহ’র সঙ্গে শায়খ উসামা রহিমাহুল্লাহ’র সাক্ষাতের মজলিসে উপস্থিত থাকতে পেরেছিলেন।

    মজলিসে আরো উপস্থিত ছিলেন, মোল্লা উমর রহিমাহুল্লাহ’র ঘনিষ্ঠ বন্ধু, তালিবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা উবাইদুল্লাহ রহিমাহুল্লাহ এবং মোল্লা মুহাম্মাদ নবী মুহাম্মাদী রহিমাহুল্লাহ নামে আরো একজন জিহাদী কমান্ডার।

    সেই মজলিসের বর্ণনা দিয়ে মোল্লা আব্দুল হাই মুতমাইন (রহিমাহুল্লাহ)
    লিখেছেন:
    "মোল্লা উমর (রহিমাহুল্লাহ) একটি আলাদা কামরায় মোল্লা উবাইদুল্লাহ এবং জনাব নবী মোহাম্মাদীর সঙ্গে বসে ছিলেন। আমি শায়খ উসামা (রহিমাহুল্লাহ), তাঁর ছোট ছেলে এবং তাঁর সাথীদেরকে সঙ্গে নিয়ে সে কামরায় প্রবেশ করলাম, তখন মোল্লা উমর (রহিমাহুল্লাহ) তাঁদেরকে স্বাগতম জানালেন...

    জনাব মুহাম্মাদ নবী মুহাম্মাদীকে উদ্দেশ্য করে মোল্লা উমর (রহিমাহুল্লাহ) বললেন, আমার পাশে বসে থাকা ইনি হচ্ছেন, প্রতিরক্ষামন্ত্রী মোল্লা উবাইদুল্লাহ আখুন্দ, আমার ঘনিষ্ঠতম বন্ধু।"

    এরপর শায়খ উসামার দিকে লক্ষ্য করে জনাব নবী মোহাম্মাদীকে প্রশ্ন করলেন-"আপনি কি তাঁকে চিনেন?"

    মোল্লা আব্দুল হাই মুতমাইনের বর্ণনা মতে, জনাব নবী মুহাম্মাদী সৌদী সরকারের ঘনিষ্ঠ ছিলেন, ফলে তিনি শায়খ উসামার সৌদী সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে সহমত ছিলেন না।

    কিন্তু মোল্লা উমরের সামনে তিনি নিজেকে শায়খ উসামার প্রতি সহানুভূতিশীল প্রমাণ করার জন্য আরবীতে বললেন- "ইনি মুসলমানদের খাদেম এবং মহান মুজাহিদ"। [15]

    উল্লেখ্য, মোল্লা উমরের এই অফিসিয়াল মুখপাত্র মোল্লা আব্দুল হাই মুতমাইন (রহিমাহুল্লাহ) নিজের ব্যাপারে এটাও লিখেছেন যে, “তিনি শায়খ উসামার আইডিওলজি এবং নজরিয়্যার বিরুদ্ধে ছিলেন না।” [16]

    এই পাঁচটি দলিল পর্যবেক্ষণ করলে স্পষ্ট হয়ে ওঠে—শায়খ উসামা রহিমাহুল্লাহ-ই কেবল বাইআত প্রদান করেননি, বরং মোল্লা উমর রহিমাহুল্লাহ নিজেও সেই বাইআতকে হৃদয়ের গভীরতম স্থান থেকে গ্রহণ করেছিলেন এবং তাঁর প্রতি একান্ত দায়িত্বশীলতা প্রদর্শন করেছিলেন। তিনি আল-কায়েদার নেতৃবৃন্দ ও তাদের সাধারণ মুজাহিদদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। এমনকি নিজের রাষ্ট্র, সম্পর্ক ও জীবন বাজি রেখে বাইআতের মর্যাদা রক্ষা করেছিলেন।

    সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে, মোল্লা উমর রহিমাহুল্লাহ’র আমলে তালিবান ও আল-কায়েদার মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত দৃঢ়, আন্তরিক ও শরঈ ভিত্তিসম্পন্ন। এটি একটি সুস্পষ্ট ঐতিহাসিক সত্য, যা অস্বীকার করার কোনো অবকাশ নেই।​

    *****


    ​চলবে...ইনশা আল্লাহ
    সংশ্লিষ্ট টীকা ও লিংক-​​

    [14] মাওলানা শের আলী শাহ ট্রিবিউট মোল্লা উমর মুজাহিদ, জামিয়া হাফসা উর্দু ফোরাম, আগস্ট ২০১১ (সম্ভাব্য তারিখ) ইংরেজি, লিংক-



    [15] 'মারকাজুল খাত্তাবী' কর্তৃক প্রকাশিত, মোল্লা আব্দুল হাই মুতমাইন রচিত ডায়েরীর আরবী অনুবাদ "الملا محمد عمر والطالبان وأفغانستان" কিতাবের ১৮২ ও ১৮৩ নং পৃষ্ঠা।

    [16] 'মারকাজুল খাত্তাবী' কর্তৃক প্রকাশিত, মোল্লা আব্দুল হাই মুতমাইন রচিত ডায়েরীর আরবী অনুবাদ "الملا محمد عمر والطالبان وأفغانستان" কিতাবের ১৮২ নং পৃষ্ঠা।​
    Last edited by Munshi Abdur Rahman; 17 hours ago.
    “ধৈর্যশীল, সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”
    -শাইখ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

  • #3
    মহান আল্লাহ ﷻ এর নিকট দু‘আ করি আল্লাহ মুহতারাম ভাইয়ের কলমকে আরো শাণিত করে দিন ও উম্মাহর উপকার বয়ে আনে এমনসব বিশ্লেষণ দলিল পোস্ট নিয়মিত করার তাওফীক দিন। কবুল ও মাকবুল করে নিন৷ আমীন সুম্মা আমীন।

    Comment

    Working...
    X