প্রজা তার রাজার ধর্মেই গ্রহন করে
আসুন কুফুরী শাষন ধ্বংস করি।
আসুন কুফুরী শাষন ধ্বংস করি।
হাজ্জাজ বিন ইউসুফের সময় মানুষ একে অপরকে জিজ্ঞেস করতঃ ( আজ কাকে হত্যা করা হয়েছে? কাকে ফাঁসি দেয়া হয়েছে? কাকে চাবুক মারা হয়েছে ?)
ওয়ালীদ ইবনে আব্দুল মালিক ছিল স্থাপত্যবিদ। তখনকার সময়ে মানুষ বাড়ী-ঘর ও কলকারখানা নিয়ে কথা বলত ও নদী খনন ও বৃক্ষ রোপণ সম্পর্কে জানতে চাইত। সুলাইমান ইবনে আব্দুল মালিক ছিল আশ্রয় ও মেহমানদারীর দিকে প্রশিদ্ধ, তাই মানুষ তখন উন্নত খাবার ও নিরাপত্তার খবর রাখত এবং তাদের মাজলিস সমূহ এই আলোচনা দিয়েই তাজা রাখত। কিন্তু যখন উমর ইবলে আব্দুল আজীজ খিলাফত পেলেন, মানুষ তখন প্রশ্ন করত: ( কোরআন কতটুকু হিফজ করেছ? রাত্রে কত সময় ইবাদাতে কাটাও? মাসিক কয়টা রোজা রাখ?)
-
এই জন্যই বলা হয় #প্রজা তার রাজার ধর্মেই গ্রহন করে। যদি মাদক সেবী হয় তাহলে মাদক বেড়ে যাবে। যদি ব্যভিচারী হয় তাহলে তেমনই হবে। যদি লোভী ও কৃপন হয় তাহলে জনগণ তাই করবে। আর যদি হয় নরম, দানশীল ও বাহাদুর তাহলে তেমনই হবে। এবং যদি জালেম হয় তাহলে জুলুম বেরে যাবে।
-
কিন্তু যদি দ্বীনদার, মুত্তাকী, দয়ালু ও সৎ হয় তাহলে সমাজ ও জনগণ তেমনি হয়ে যাবে। আফসোস! তা কদাচিৎ কিছু ব্যক্তি ও সময়ে দেখা যায়।
Ñ ইবনে কাসীর।
.
যদি এমনই হয় তাহলে সরকার যখন নাস্তিক, ধর্মের অবমাননাকারী, মুরতাদ, জালেম হবে তখনই সে এলাকার জনগণের মধ্যে নাস্তিকতা বেড়ে যাবে, যেথায়-সেথায় ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করা হবে, ইরতিদাদ ব্যপক ভাবে ছড়িয়ে পরবে এবং প্রতিদিন অসংখ্য জুলুম হতে থাকবে।
Comment