ইসলামকে কি আমাদের জীবনের মূল টার্গেট বানাতে পেরেছি ?
শাইখ ড. ইয়াদ আল কুনাইবী হাফিজাহুল্লাহ
শাইখ ড. ইয়াদ আল কুনাইবী হাফিজাহুল্লাহ
আপনার কি সন্তান আছে ? কে আপনার কাছে সবচেয়ে প্রিয় ? এই মুহুর্তে তাঁর আমার সাথে তাঁর উত্তম আচরণ, হাসি মুখ, আপনাকে সংবর্ধনা ও তাঁর সাথে আপনার ভালবাসার কথা চিন্তা করুন।
অতঃপর ধরুন এই ছেলেটি বা মেয়েটি ... হারিয়ে গেছে।
তখন কি আপনার কোন কিছু ভাল লাগবে ? তাকে সম্ভাব্য সব জায়গায় খোজা ও তাকে ফিরিয়ে আনার চিন্তা ব্যতিত একটি মুহুর্ত কি সাচ্ছন্দে থাকতে পারবেন ? নাকি এটাই আপনার জীবনের মূল টার্গেট হয়ে যাবে ? জাগ্রত হবেন ও ঘুমাবেন একমাত্র তাঁর চিন্তা মাথায় নিয়ে। ঠিক এমনই হবে যখন ইসলাম আমাদের জীবনের মূল টার্গেট হয়ে যাবে।
আমাদের রয়েছে হারানো ইসলামী গৌরব ... উঁচু মর্যাদার ধ্বসে পড়া স্তম্ভ ... আমরা বস্তবেই আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বস্ত হতে পারব না যতক্ষন না ইসলামই আমাদের জীবনের মূল টার্গেট পরিনত হয়।
তখন, অবসর সময়ে আল্লাহর দ্বীনের জন্যে আমাদের আমলগুলো "দ্বায়িত্ব আদায়" মূলক হবে না ! যেমন আমাদের হারানো সন্তানকে খুজাটাও দ্বায়িত্ব পূরণ মূলক নয়। বরং অবিরাম পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক স্থানেই তাকে ফিরিয়ে আনার জন্যে চেষ্টা করতেই থাকি। যাতে নেই কোন ক্লান্তি, অবসাদ বা দূর্বলতা। যখনই আমরা দূর্বল হয়ে পড়ি বা শরীর অবসাদ গ্রস্থ হয়ে পড়ে, তখনই অন্তরে সন্তানের প্রতি ভালবাসা জেগে উঠে এবং আমরা নতুন থেকে নতুন উদ্যমতায় আবার উঠে দাঁড়াই। আশাগুলো আমাদেরকে তাড়িয়ে নিয়ে চলে।
যদি আপনি জানতে পান যে সন্তানকে ফিরিয়ে আনার জন্যে বিশাল পরিকল্পনা করতে হবে, তা আপনি করেন। এটা জন্যে কোন বিদ্যা অর্জন করতে হবে আপনি তাও করেন অথবা কষ্টে ধৈর্য ধরতে হবে আপনি তা থেকেও পিছিয়ে যান না ... কেননা এছাড়া আপনার কোন পথ নেই ... সে আপনার হারানো কলিজার টুকরো ... !
আপনি যদি বুঝেন যে, তাকে ফিরিয়ে আনার মাধ্যমগুলো গ্রহন করতে আপনার জীবন শেষ হয়ে যাবে তাতেও আপনি কার্পন্য করবেন না। এমনকি যদি জানেন যে মৃত্যুর পূর্ব মুহুর্তে একবারের জন্যে তাকে দেখতে পাবেন, তাহলেও ... গুরুত্বপূর্ন হচ্ছে সে আর হারানো থাকবে না।
আপনার কোন কাজই ভাল লাগবে না, সুখী হবেন না এবং কোন একটা দিন আপনি বালিশে মাথা রাখতে পারবেন না যতক্ষন না আপনার এই অনুভূতি হয় যে তাকে ফিরিয়ে আনার অগ্রগতির ক্ষেত্রে আজকে আপনার সর্বোচ্চ চেষ্টাকে ব্যয় করেছেন ...
ঠিক তেমনই অবস্থা হবে, হারানো ইসলাম যার জীবনের মূল টার্গেটে পরিনত হয়েছে ... সন্তান হারানোর শোকে ক্রন্দনকারীনী ও ভাড়াটে ক্রন্দনকারীনীর মধ্যে অবশ্যই পার্থক্য বিদ্যমান।
হে আল্লাহ! ইসলামের হারানো হুকুমত, খিলাফাহ ও সম্মান ফিরিয়ে আনা আমাদের জীবনের মূল টার্গেট বানিয়ে দিন।
Comment