বিসমিল্লাহির রহমানির রহীম
শুরু করছি---
তোমার উপর ভরসা রেখে---
হে রব্বুল আলামীন..।
নিশ্চয় সকল প্রশংসা তোমারই,
নিজেদের উপর জুলুমকারী আমরা শুধু
তোমারই মুখাপেক্ষী।
কি হলো! কি হলো! কি হলো!
অন্তর হঠাৎ প্রকম্পিত হল!
সাবধান! সাবধান! সাবধান!
ইয়াওমুল কিয়ামাহ'র ব্যাপারে সাবধান!
হে লোকসকল! তোমাদের নির্ভয়তা আমাকে বিস্মিত করে।
মনে হয় পড়ে আছি অচেনা কোন জনপদে, নিরুদ্বেগদের ভীড়ে।
যারা শুধু খায় ও পান করে
আর ভাবে- আমরা তো আছি বেশ নিরাপদে!
কখনোই নয়! নিরাপত্তার এ অনুভূতিটাই তোমার ধ্বংস!
তুমি বরং করো কাজের কাজ- ডিম পেড়ে তা দিতে হও রাজহংস!
মানুষের উপর দীর্ঘদিন অতিক্রান্ত হলে ঈমানের মরীচা -
সৃষ্টি করে তাদের অন্তরে ভুয়া নিরাপত্তা।
শুরু করছি---
তোমার উপর ভরসা রেখে---
হে রব্বুল আলামীন..।
নিশ্চয় সকল প্রশংসা তোমারই,
নিজেদের উপর জুলুমকারী আমরা শুধু
তোমারই মুখাপেক্ষী।
কি হলো! কি হলো! কি হলো!
অন্তর হঠাৎ প্রকম্পিত হল!
সাবধান! সাবধান! সাবধান!
ইয়াওমুল কিয়ামাহ'র ব্যাপারে সাবধান!
হে লোকসকল! তোমাদের নির্ভয়তা আমাকে বিস্মিত করে।
মনে হয় পড়ে আছি অচেনা কোন জনপদে, নিরুদ্বেগদের ভীড়ে।
যারা শুধু খায় ও পান করে
আর ভাবে- আমরা তো আছি বেশ নিরাপদে!
কখনোই নয়! নিরাপত্তার এ অনুভূতিটাই তোমার ধ্বংস!
তুমি বরং করো কাজের কাজ- ডিম পেড়ে তা দিতে হও রাজহংস!
মানুষের উপর দীর্ঘদিন অতিক্রান্ত হলে ঈমানের মরীচা -
সৃষ্টি করে তাদের অন্তরে ভুয়া নিরাপত্তা।
Comment