#দারুল_হারব_দারুল_ইসলাম_পরিচিতিঃ
#দারুল_হারবঃ কুফরী বিধিবিধান ও কুরআন সুন্নাহ বিরোধী বিধি বিধান দ্বারা পরিচালিত ভূখন্ডকে দারুল হারব বলে।
#দারুল_ইসলামঃ আহকামুল ইসলাম ও কুরআন সুন্নাহর বিধি বিধান দ্বারা পরিচালিত ভূখন্ডকে দারুল ইসলাম বলে।
#উল্লেখ্য দারুল ইসলাম ও দারুল হারবের সংজ্ঞা দ্বারা এ কথা বুঝা গেল যে কোনো রাষ্ট্র দারুল ইসলাম বা দারুল হারব হওয়ার ক্ষেত্রে সে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠের ধর্মের কোনো প্রভাব থাকে না।অতএব কোনো রাষ্ট্রের ৯৮% অধিবাসী যদি কাফের হয় কিন্তু শাসক সম্প্রদায় যদি আহকামুল ইসলাম দ্বারা দেশ পরিচালনা করে,তাহলে সে দেশ দারুল ইসলাম বলে গণ্য হবে।এমনিভাবে দেশের ৯৯% অধিবাসী যদি মুসলমান হওয়া সত্ত্বেও শাসক যদি কুরআন সুন্নাহ বিরোধী আইন দ্বারা দেশ পরিচালনা করে তবে সে দেশ দারুল হারব বলে বিবেচিত।
#দারুল_হারব যেভাবে দারুল ইসলামে রুপান্তরিত হয়ঃ
আহকামুল ইসলাম জারি করার পর দারুল হারব দারুল ইসলামে পরিণত হয়।
#দারুল_ইসলাম_যেভাবে_দারুল_হারবে_পরিণত_হয়ঃ
ইমাম আবু হানিফা রহঃ এর মতে তিনটি বিষয় পাওয়া গেলে দারুল ইসলাম দারুল হারবে পরিণত হয়।
১.কুফরী আইন প্রকাশ পাওয়া।
২.পাশেই দারুল হারব থাকা।
৩.প্রথম বিজয়ের পর মুসলিম ও জিম্মীরা বিজয়ী মুসলিমদের পক্ষ থেকে জান মাল ইজ্জত আব্রুর যে নিরাপত্তা পেয়েছিল তা অবশিষ্ট না থাকা।
এই তিনটি শর্ত পাওয়া গেলে দারুল ইসলাম দারুল হারব বলে বিবেচিত হয়।
ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদ রহঃ এর মতে যেকোনো দারুল ইসলাম দারুল হারবে পরিণত হওয়ার জন্য একটা শর্তই যথেষ্ট। আর তা হলো কুরআন সুন্নাহ বিরোধী কুফরী আইন প্রকাশ পাওয়া।
এখনও যদি কেউ বলে যে বাংলাদেশ দারুল ইসলাম তবে তার জন্য শুধু #আফসোস!!
#দারুল_হারবঃ কুফরী বিধিবিধান ও কুরআন সুন্নাহ বিরোধী বিধি বিধান দ্বারা পরিচালিত ভূখন্ডকে দারুল হারব বলে।
#দারুল_ইসলামঃ আহকামুল ইসলাম ও কুরআন সুন্নাহর বিধি বিধান দ্বারা পরিচালিত ভূখন্ডকে দারুল ইসলাম বলে।
#উল্লেখ্য দারুল ইসলাম ও দারুল হারবের সংজ্ঞা দ্বারা এ কথা বুঝা গেল যে কোনো রাষ্ট্র দারুল ইসলাম বা দারুল হারব হওয়ার ক্ষেত্রে সে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠের ধর্মের কোনো প্রভাব থাকে না।অতএব কোনো রাষ্ট্রের ৯৮% অধিবাসী যদি কাফের হয় কিন্তু শাসক সম্প্রদায় যদি আহকামুল ইসলাম দ্বারা দেশ পরিচালনা করে,তাহলে সে দেশ দারুল ইসলাম বলে গণ্য হবে।এমনিভাবে দেশের ৯৯% অধিবাসী যদি মুসলমান হওয়া সত্ত্বেও শাসক যদি কুরআন সুন্নাহ বিরোধী আইন দ্বারা দেশ পরিচালনা করে তবে সে দেশ দারুল হারব বলে বিবেচিত।
#দারুল_হারব যেভাবে দারুল ইসলামে রুপান্তরিত হয়ঃ
আহকামুল ইসলাম জারি করার পর দারুল হারব দারুল ইসলামে পরিণত হয়।
#দারুল_ইসলাম_যেভাবে_দারুল_হারবে_পরিণত_হয়ঃ
ইমাম আবু হানিফা রহঃ এর মতে তিনটি বিষয় পাওয়া গেলে দারুল ইসলাম দারুল হারবে পরিণত হয়।
১.কুফরী আইন প্রকাশ পাওয়া।
২.পাশেই দারুল হারব থাকা।
৩.প্রথম বিজয়ের পর মুসলিম ও জিম্মীরা বিজয়ী মুসলিমদের পক্ষ থেকে জান মাল ইজ্জত আব্রুর যে নিরাপত্তা পেয়েছিল তা অবশিষ্ট না থাকা।
এই তিনটি শর্ত পাওয়া গেলে দারুল ইসলাম দারুল হারব বলে বিবেচিত হয়।
ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদ রহঃ এর মতে যেকোনো দারুল ইসলাম দারুল হারবে পরিণত হওয়ার জন্য একটা শর্তই যথেষ্ট। আর তা হলো কুরআন সুন্নাহ বিরোধী কুফরী আইন প্রকাশ পাওয়া।
এখনও যদি কেউ বলে যে বাংলাদেশ দারুল ইসলাম তবে তার জন্য শুধু #আফসোস!!
Comment