তাওহিদের রোকন
তাওহিদের রোকন দুইটি।
১তাগুত বর্জন।
২,ইমান অর্জন।
কুরআন থেকে দলিল
১#
"দ্বীন গ্রহণের ব্যাপারে কোন বলপ্রয়োগ নেই। নিশ্চয় হিদায়াত বিভ্রান্ত থেকে সুস্পষ্টভাবে পৃথক হয়ে গেছে।সুতরাং যে ব্যক্তি তাগুতকে বর্জন করল এবং আল্লাহ তায়ালার উপর ইমান আনলো নিঃসন্দেহে সে সুদৃঢ় বন্ধনকে আঁকড়ে ধরলো। যা বিচ্ছিন্ন হবার নয়।"
(সুরা আল-বাকারাহ ২৫৬)
২#
"আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহ তায়ালার এবাদত কর এবং তাগুতের দাসত্ব থেকে বিরত থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে।"
(সুরা নহল আয়াত ৩৬)
৩#
"যারা তাগুতি শক্তির পূজা-অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্যে রয়েছে সুসংবাদ। অতএব, আমার বান্দাদেরকে সুসংবাদ দিন ।"
(সুরা যুমার আয়াত ১৭)
সম্মানিত তাওহিদবাদি ভায়েরা!
পবিত্র কুরআনুল কারিমে তাগুত শব্দটি ৮ বার এসেছে। এখানে তিনটি আয়াতের শুধু তরজমা দেওয়া হলো।বাকি তাগুত সম্পর্কে আটটি আয়াতসম্বলিত সংক্ষিপ্ত কিছু আলোচনা আলাদা সিরিজে লিখা হবে ইনশা আল্লাহ।
ইয়া আল্লাহ!
আপনি আমাদের মত দূর্বল,গুনাহগার ও অধম বান্দাদেরকে আমরণ তাওহিদের অটল অবিচল থাকার তাওফিক দান করুন!!
আমিন!ইয়া রাব্বাল আলামিন!!
তাওহিদের রোকন দুইটি।
১তাগুত বর্জন।
২,ইমান অর্জন।
কুরআন থেকে দলিল
১#
"দ্বীন গ্রহণের ব্যাপারে কোন বলপ্রয়োগ নেই। নিশ্চয় হিদায়াত বিভ্রান্ত থেকে সুস্পষ্টভাবে পৃথক হয়ে গেছে।সুতরাং যে ব্যক্তি তাগুতকে বর্জন করল এবং আল্লাহ তায়ালার উপর ইমান আনলো নিঃসন্দেহে সে সুদৃঢ় বন্ধনকে আঁকড়ে ধরলো। যা বিচ্ছিন্ন হবার নয়।"
(সুরা আল-বাকারাহ ২৫৬)
২#
"আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহ তায়ালার এবাদত কর এবং তাগুতের দাসত্ব থেকে বিরত থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে।"
(সুরা নহল আয়াত ৩৬)
৩#
"যারা তাগুতি শক্তির পূজা-অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্যে রয়েছে সুসংবাদ। অতএব, আমার বান্দাদেরকে সুসংবাদ দিন ।"
(সুরা যুমার আয়াত ১৭)
সম্মানিত তাওহিদবাদি ভায়েরা!
পবিত্র কুরআনুল কারিমে তাগুত শব্দটি ৮ বার এসেছে। এখানে তিনটি আয়াতের শুধু তরজমা দেওয়া হলো।বাকি তাগুত সম্পর্কে আটটি আয়াতসম্বলিত সংক্ষিপ্ত কিছু আলোচনা আলাদা সিরিজে লিখা হবে ইনশা আল্লাহ।
ইয়া আল্লাহ!
আপনি আমাদের মত দূর্বল,গুনাহগার ও অধম বান্দাদেরকে আমরণ তাওহিদের অটল অবিচল থাকার তাওফিক দান করুন!!
আমিন!ইয়া রাব্বাল আলামিন!!
Comment