তাওহিদুল হাকিমিয়্যাহর পরিচয়
শাব্দিক অর্থঃ হাকিমিয়্যাহ মানে শাসন-কর্তৃত্ব।
পারিভাষিক অর্থঃ إفراد الله تعالي وحده بالحكم والتشريع
'ফায়সালাকারী ও সংবিধানদাতা হিসাবে একমাত্র আল্লাহ তায়ালাকে গ্রহণ করা। '
তাওহিদুল হাকিমিয়্যাহর প্রকৃতি
এটার দু'টি অর্থ রয়েছে -১ম অর্থঃ " বিশ্বজগতের শাসন, কর্তৃত্ব ও পরিচালনায় আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। " এটা তাওহিদুর রুবুবিয়্যাহর অন্তর্ভূক্ত।
আল্লাহ তায়ালা বলেন-
أَلا لَهُ الخَلقُ وَالأَمرُ تَبارَكَ اللَّهُ رَبُّ العالَمينَ
'জেনো রাখো সৃষ্টি ও কৃতিত্ব তারই। মহিমাময় সকল জাহানের রব আল্লাহ। (সুরা আরাফ, ৭-৫৪)
দ্বিতীয় অর্থঃ আইন, বিধি-বিধান ও বিচার-ফায়সালায় বান্দা একমাত্র আল্লাহ তায়ালার শরণাপন্ন হবে, আল্লাহর নাজিলকৃত শরিয়াহকেই নিজেদের সংবিদাধান হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিরুপে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। " এই অর্থে তাওহিদুল হাকিমিয়্যাহ তাওহিদুল উলুহিয়্যাহর অন্তর্ভূক্ত। আর এই পর্বের আলোচনার বিষয়।
আল্লাহ তায়ালা বলেন-
فَلا وَرَبِّكَ لا يُؤمِنونَ حَتّى يُحَكِّموكَ فيما شَجَرَ بَينَهُم ثُمَّ لا يَجِدوا في أَنفُسِهِم حَرَجًا مِمّا قَضَيتَ وَيُسَلِّموا تَسليمًا
'কিন্তু নাহ! আপনার রবের শপথ! তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিচার-বিসম্বাদের বিচারভার আপনার উপর অর্পণ না; অতঃপর সিদ্ধান্ত সম্বন্ধে মনে কোন দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।'
(সুরা নিসা, ৪-৫৮)
তাওহিদুল হাকিমিয়্যাহ থেকে বিচ্যুতির ধরন
🌐 কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র বিধানদাতা হিসেবে মেনে না নেয় এবং গাইরুল্লাহর বিধান দেওয়ার আছে মনে করে, তাহলে নিঃসন্দেহে সে কাফির।
🌐 যারা জেনেবুঝে আল্লাহর নাজিলকৃত শরিয়ার বাদ দিয়ে মানুষের হাতেগড়া সংবিধান দিয়ে মানুষের বিচার ও শাসনকার্য পরিচালনা করে তারা ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কাফির হয়ে যায়।
🌐 যে ব্যক্তি জেনে-বুঝে স্বেচ্ছায় আল্লাহর নাজিলকৃত শরিয়াহ বাদ দিয়ে মানবরচিত কোন সংবিধানের কাছে বিচার নিয়ে যায়, সে কুফুরিতে লিপ্ত হয়।
🌐 যারা আল্লাহর হালালকৃত কোন বস্তুকে হারাম করে এবং আল্লাহর হারামকৃত কোন বস্তুকে হালাল করে তারা কুফুরিতে লিপ্ত হয়।
সূত্র-
১. আকিদা সিরিজ - ৬ষষ্ঠ পর্ব - তাওহিদুল হাকিমিয়্যাহ পরিচয় ও প্রকৃতি - উম্মাহ নেটওয়ার্ক
https://m.youtube.com/watch?v=yJIx7o...NdtE5&index=12
অনলাইনে দেখুন
২, তরজমাতুল কোরআন।
৩, অনলাইনে পড়ুন https://jpst.it/2WjP7
............................
||আগামী পর্ব ||
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট ১০ |
||২য় পর্ব||
হাকিমিয়্যাহ নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান |
চলবে ইনশাআল্লাহ...
বিগত পর্বের লিংক 🔗
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট -১ | তাওহিদের পরিচয় ও প্রকারভেদ
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ২ | তাওহিদের শর্তসমূহ
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ০৩ | তাওহিদের রুকন সমূহ
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ৪ | তাগুতের পরিচয় ও প্রকারভেদ
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ৫ | ঈমান ভংগের কারণ সমূহ
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ৬ | শিরকের পরিচয় ও প্রকারভেদ
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ৭ | কুফরের পরিচয় ও প্রকারভেদ
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট ০৮ || কাফিরের পরিচয় ও প্রকারভেদ || ঈদুল আজহার হাদিয়া
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট ০৯ || মুনাফিকের পরিচয়, প্রকারভেদ ও সংশ্লিষ্ট বিষয়াদি
আপনার নেক দোয়ায় ভাইদেরকে স্বরণ রাখুন
=_=_=_=_=_==_=_=
Comment