~বড়দিন ফ্যাক্ট!
১.কাফিরদেরকে তাদের উৎসবের শুভেচ্ছা কিংবা অভিনন্দন জানানো আলিমদের ঐক্যমতে হারাম৷
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইজমার কথা উল্লেখ করেন।
তাছাড়া ইমাম আবু ওয়ালিদ, আজ জুয়াইনী, আলাউদ্দিন সমরকন্দী,ইবনু কাসীর, তাজউদ্দীন সুবকী সহ অনেকে ইজমা নিয়ে আলোচনা করেন৷
২.উমার ইবনুল খাত্তাব রাদিআল্লাহু আনহু বলেন,"শত্রুদের ঈদের দিনগুলোতে তাদেরকে পরিহার করো।"[আত তারীখ আল কাবীর]
৩.ইবনু নুজাইম আল হানাফী রাহিমাহুল্লাহ বলেন,"নাইরুজ এবং মাহরাজান এর উদ্দেশ্যে উপহার দেয়ার অনুমতি নেই।...বরং এটা কুফর।"[আল বাহর আর রাইক]
৪.আবু হাফস আল কাবীর রাহিমাহুল্লাহ বলেন,"যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছর আল্লাহ তা'আলার ইবাদাত করে, অতঃপর নাইরুজের দিনে, এই দিনকে সম্মানের নিয়্যাতে কোনো মুশরিককে যদি একটা ডিম ও পুরষ্কার হিসেবে দিলো, সে কুফর করলো এবং তার সমস্ত সাওয়াব বাতিল হয়ে গেলো।"
উপসংহার -
~এই দিনে কোনো খ্রিস্টানকে অভিনন্দন জানানো কিংবা পুরষ্কার দেয়া হারাম।
~কেউ এগুলোকে জায়িয মনে করলে, সে কুফরে লিপ্ত।
~কেউ বড়দিনকে সম্মান করে কিংবা তাদের এই উদযাপনকে জায়িয মনে করে তাদেরকে অভিনন্দন জানালে কিংবা উপহার দিলে সে কুফরে লিপ্ত।
১.কাফিরদেরকে তাদের উৎসবের শুভেচ্ছা কিংবা অভিনন্দন জানানো আলিমদের ঐক্যমতে হারাম৷
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইজমার কথা উল্লেখ করেন।
তাছাড়া ইমাম আবু ওয়ালিদ, আজ জুয়াইনী, আলাউদ্দিন সমরকন্দী,ইবনু কাসীর, তাজউদ্দীন সুবকী সহ অনেকে ইজমা নিয়ে আলোচনা করেন৷
২.উমার ইবনুল খাত্তাব রাদিআল্লাহু আনহু বলেন,"শত্রুদের ঈদের দিনগুলোতে তাদেরকে পরিহার করো।"[আত তারীখ আল কাবীর]
৩.ইবনু নুজাইম আল হানাফী রাহিমাহুল্লাহ বলেন,"নাইরুজ এবং মাহরাজান এর উদ্দেশ্যে উপহার দেয়ার অনুমতি নেই।...বরং এটা কুফর।"[আল বাহর আর রাইক]
৪.আবু হাফস আল কাবীর রাহিমাহুল্লাহ বলেন,"যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছর আল্লাহ তা'আলার ইবাদাত করে, অতঃপর নাইরুজের দিনে, এই দিনকে সম্মানের নিয়্যাতে কোনো মুশরিককে যদি একটা ডিম ও পুরষ্কার হিসেবে দিলো, সে কুফর করলো এবং তার সমস্ত সাওয়াব বাতিল হয়ে গেলো।"
উপসংহার -
~এই দিনে কোনো খ্রিস্টানকে অভিনন্দন জানানো কিংবা পুরষ্কার দেয়া হারাম।
~কেউ এগুলোকে জায়িয মনে করলে, সে কুফরে লিপ্ত।
~কেউ বড়দিনকে সম্মান করে কিংবা তাদের এই উদযাপনকে জায়িয মনে করে তাদেরকে অভিনন্দন জানালে কিংবা উপহার দিলে সে কুফরে লিপ্ত।
Comment