মুসলিম উম্মাহ যে বিষয়টি কে সবচেয়ে বেশি পিছনে ফেলে রাখছে তা হলো ই'দাদ। অথচ ই'দাদ হলো মুসলিম উম্মাহর জন্য দায়েমী ফরজ। জিহাদের মওকা সবসময় হোক বা না হোক কিন্তু একজন মুসলিমের সর্বদাই ই'দাদ পূর্ণ করে রাখা চাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ই'দাদ এর কতটা গুরত্ব দিয়েছেন। দেখুন ৷
واعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم.لا تعلمونهم .الله يعلمهم
অর্থঃ হে মুমিনগণ! তোমরা তাদের মুকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-ছাউনি প্রস্তুত করে রাখো।যা দ্বারা তোমরা তোমাদের শত্রু ও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার শত্রুদের ভীত-সন্ত্রস্ত করে রাখবে। এবং তাদের ছাড়া ঐ সব লোকদেরও যাদের ব্যাপারে আল্লাহ ই অবগত আছেন।
সুরা আনফাল ।আয়াত:৬০
প্রিয় পাঠক! আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা চাইলেই আমাদের বিজয় দিতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদেরকে প্রস্তুতি গ্রহন করতে বলেছেন।
উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফতি তাকি উসমানী দাঃবাঃ লেখেন:
"গোটা মুসলিম উম্মাহর প্রতি এটা এক স্থায়ী নির্দেশ যে, তাঁরা যেন ইসলাম ও মুসলিমদের প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে সব রকম প্রতিরক্ষা শক্তি গড়ে তোলে। কুরআন মাজিদ সাধারণভাবে 'শক্তি' শব্দ ব্যবহার করে বোঝাচ্ছে যে, রণপ্রস্তুতি বিশেষ কোন অস্ত্রের উপর নির্ভরশীল নয়। বরং যখন যে ধরনের প্রতিরক্ষা শক্তি কাজে আসে, তখন সেইরকম শক্তি অর্জন করা মুসলিমদের জন্য অবশ্য কর্তব্য (ফরয) ৷
কিছু দূর গিয়ে হযরত লেখেন ,
আফসোস আজকের মুসলিম বিশ্ব এ ফরয আদায়ে চরম অবেহেলা প্রদর্শন করছে ৷ ফলে আজ তাঁরা অন্যান্য জাতির আশ্রিত ও বশীভূত জাতিতে পরিণত হয়েছে ৷
(তাফসিরে তাওযিহুল কুরআন, সুরা আনফাল ৬০)
প্রিয় পাঠক! কি বুঝলেন ? আমরা খুব ইসলাম পালন করছি ৷ তাই না ?
এভাবে হিসাব কষলে দেখা যাবে আরো কত ফরজ বিধান আমাদের দ্বারা অবহেলিত হচ্ছে ৷
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন ৷ আমিন৷
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ই'দাদ এর কতটা গুরত্ব দিয়েছেন। দেখুন ৷
واعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم.لا تعلمونهم .الله يعلمهم
অর্থঃ হে মুমিনগণ! তোমরা তাদের মুকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-ছাউনি প্রস্তুত করে রাখো।যা দ্বারা তোমরা তোমাদের শত্রু ও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার শত্রুদের ভীত-সন্ত্রস্ত করে রাখবে। এবং তাদের ছাড়া ঐ সব লোকদেরও যাদের ব্যাপারে আল্লাহ ই অবগত আছেন।
সুরা আনফাল ।আয়াত:৬০
প্রিয় পাঠক! আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা চাইলেই আমাদের বিজয় দিতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদেরকে প্রস্তুতি গ্রহন করতে বলেছেন।
উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফতি তাকি উসমানী দাঃবাঃ লেখেন:
"গোটা মুসলিম উম্মাহর প্রতি এটা এক স্থায়ী নির্দেশ যে, তাঁরা যেন ইসলাম ও মুসলিমদের প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে সব রকম প্রতিরক্ষা শক্তি গড়ে তোলে। কুরআন মাজিদ সাধারণভাবে 'শক্তি' শব্দ ব্যবহার করে বোঝাচ্ছে যে, রণপ্রস্তুতি বিশেষ কোন অস্ত্রের উপর নির্ভরশীল নয়। বরং যখন যে ধরনের প্রতিরক্ষা শক্তি কাজে আসে, তখন সেইরকম শক্তি অর্জন করা মুসলিমদের জন্য অবশ্য কর্তব্য (ফরয) ৷
কিছু দূর গিয়ে হযরত লেখেন ,
আফসোস আজকের মুসলিম বিশ্ব এ ফরয আদায়ে চরম অবেহেলা প্রদর্শন করছে ৷ ফলে আজ তাঁরা অন্যান্য জাতির আশ্রিত ও বশীভূত জাতিতে পরিণত হয়েছে ৷
(তাফসিরে তাওযিহুল কুরআন, সুরা আনফাল ৬০)
প্রিয় পাঠক! কি বুঝলেন ? আমরা খুব ইসলাম পালন করছি ৷ তাই না ?
এভাবে হিসাব কষলে দেখা যাবে আরো কত ফরজ বিধান আমাদের দ্বারা অবহেলিত হচ্ছে ৷
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন ৷ আমিন৷
Comment