আকিদার ক্ষেত্রে হুকুমঃ সর্বপ্রথম আকিদাহ বিশুদ্ধকরণ এবং তাওহীদের দিকে আহবান
পৃথিবীতে আগত সমস্ত নবী-রাসূল ('আলাইহিমুস সালাম) সর্বপ্রথম আকিদা শুদ্ধকরণ ও মানুষদের তাওহীদের প্রতি আহ্বান কর্মসূচী দিয়ে তাদের কাজ শুরু করেছেন। লক্ষ্য করুন, নবী ইউসুফ 'আলাইহিস সালামকে যখন তাঁর জেলখানার সঙ্গীদ্বয় স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছিলেন তখন তিনি তাদের প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরপর তাদের প্রার্থিত বিষয়ে কথা বলেছেন। তিনি তাদের বললেন,
مَا تَعْبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسْمَآءًۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ أَمَرَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ ٤٠
"হে আমার কারা সঙ্গীদ্বয়, বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ? তোমরা তাঁকে (আল্লাহকে) বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের 'পিতৃপুরুষরা করেছো, যাদের ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাযিল করেননি। হুকুম (আইন, বিধান) দেয়ার একমাত্র মালিক আল্লাহ। তিনি (আল্লাহ) নির্দেশ দিয়েছেন যে, 'তাঁকে ছাড়া আর করো ইবাদাত করো না। এটিই সঠিক দ্বীন (জীবনব্যবস্থা), কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।" [আল-কুরআন, সূরা ইউসুফ, আয়াতঃ ৩৯-৪০]
সূত্রঃ মুক্তিপ্রাপ্ত দলের পাথেয়।
পৃথিবীতে আগত সমস্ত নবী-রাসূল ('আলাইহিমুস সালাম) সর্বপ্রথম আকিদা শুদ্ধকরণ ও মানুষদের তাওহীদের প্রতি আহ্বান কর্মসূচী দিয়ে তাদের কাজ শুরু করেছেন। লক্ষ্য করুন, নবী ইউসুফ 'আলাইহিস সালামকে যখন তাঁর জেলখানার সঙ্গীদ্বয় স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছিলেন তখন তিনি তাদের প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরপর তাদের প্রার্থিত বিষয়ে কথা বলেছেন। তিনি তাদের বললেন,
مَا تَعْبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسْمَآءًۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ أَمَرَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ ٤٠
"হে আমার কারা সঙ্গীদ্বয়, বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ? তোমরা তাঁকে (আল্লাহকে) বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের 'পিতৃপুরুষরা করেছো, যাদের ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাযিল করেননি। হুকুম (আইন, বিধান) দেয়ার একমাত্র মালিক আল্লাহ। তিনি (আল্লাহ) নির্দেশ দিয়েছেন যে, 'তাঁকে ছাড়া আর করো ইবাদাত করো না। এটিই সঠিক দ্বীন (জীবনব্যবস্থা), কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।" [আল-কুরআন, সূরা ইউসুফ, আয়াতঃ ৩৯-৪০]
সূত্রঃ মুক্তিপ্রাপ্ত দলের পাথেয়।
Comment