بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
প্রসঙ্গঃ আজকের এই বিজয়ের দিনে কুরআনের একটি সূরা এবং তা থেকে প্রাপ্ত শিক্ষাসমূহ:
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
إِنَّ الْحَمْدَ لِلّٰهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوْذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ أنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَّهْدِهِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُّضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَنَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُه
আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে আজ আফগানিস্তানে পূর্ণ বিজয় দান করেছেন। আল্লাহু আকবর।
আজকের এই বিজয়ের দিনে কুরআনের একটি সূরা এবং তা থেকে প্রাপ্ত শিক্ষাসমূহ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তা'আলা বলেন:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا
তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। (সূরা নাসর)
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا
তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। (সূরা নাসর)
শিক্ষাসমূহ:
১। আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবেই। এটা অবশ্যম্ভাবী। তাই আমাদের কাজ হবে লেগে থাকা এই বিশ্বাস নিয়ে যে বিজয় আসবেই, আজ হোক বা কাল।
২। এবং যখন বিজয় আসবে, তখন লোকেরা দলে দলে আল্লাহর দিকে ফিরে আসবে। এটা খুবই স্বাভাবিক একটি মানব প্রকৃতি। মানুষ সব সময়ই বিজয়ীদের পছন্দ করে, বিজয়ীদের সাথে থাকতে ভালোবাসে। পরাজিতদের সাথে থাকতে পছন্দ করে না। সবাই শুধু সাফল্যের অংশ হতে চায়।
আজ আফগানিস্তানে ইমারতে ইসলামিয়্যাহর সফলতার এমন অনেকেই অংশ হতে চায়, যারা হয়তো এক সময় ইমারতে ইসলামিয়্যাহর সমালোচক ছিল। মুজাহিদদের মানহাজের সমালোচক ছিল। কিন্তু আজ বিজয়ের মাধ্যমে সুবোধ ফিরেছে। এটা আল্লাহ তা'আলার এক বিশাল অনুগ্রহ।
কিন্তু সত্যিকার দূর্ভাগ্য তো তাদের, যারা এ বিজয় দেখার পরও ইমারতে ইসলামিয়্যাহকে গ্রহণ করে নিতে পারছে না।
এসবের মধ্যে আমাদের জন্য মূল শিক্ষা হলো, আমরা যেন শুধু বিজয়ের সময়েই সাথে না থাকি। আমরা যেন পরাজয়ের সময়েও সাথে থাকি। নিশ্চয় বিজয়ের আগে যারা জিহাদের সাথে থাকে, আর বিজয়ের পরে যারা হয়, তারা কখনো সমান হতে পারবে না।
৩। এই বিজয় এবং দলে দলে মানুষের আল্লাহর দিকে প্রত্যাবর্তন তো আল্লাহর একান্ত অনুগ্রহ। এতে মানুষের কোনো কৃতিত্ব নেই। সকল প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা।
তাই এই মুহুর্তে আমাদের কাজ হবে যা আল্লাহ তা'আলা নির্দেশ দিয়েছেন, "তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।"
অর্থাৎ, এখন আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ তা'আলার পবিত্রতা ঘোষণা করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা।
পাশাপাশি উমারাগণ প্রদত্ত দায়িত্বসমূহ আমরা যথাযথভাবে আঞ্জাম দেয়া, যেন পুরো উম্মতের মাজলুমদের আমরা এই বিজয়ের সাথী বানাতে পারি। ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন।
-সংগ্রহিত
Comment