কারোর ব্যাপারে সমকাম প্রমাণিত হয়ে গেলে তাকে ও তার সমকামী সঙ্গীকে শাস্তি স্বরুপ হত্যা করতে হয়। আব্দুল্লাহ বিন আবব্বাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ছাঃ) ইরশাদ করেনঃ
مَنوَجَدتُمُوهُ يَعمَل عَمَلَ قَومِ لُوطٍ فَقتُلُو ا الفاَعِلَ وَالمَفعُولَ بِهِ
“কাউকে সমকাম করতে দেখলে তোমরা উভয় সমকামীকেই হত্যা করবে”। (আবূ দাউদঃ ৪৪৬২, তিরমিযীঃ ১৪৫৬, ইবনে মাজাহঃ ২৬০৯)
উক্ত হত্যার ব্যাপারে সাহাবাদের ঐকমত্য রয়েছে। তবে হত্যার ধরনের ব্যাপারে তাদের পরস্পরের মধ্যে মতানৈক্য রয়েছে। আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ছাঃ) ইরশাদ করেনঃ
اُرجُمُو الأَعلَي وَالأَسفَلَ، اُرجُمُوحُمَا جَمِيعَا
“উপর-নীচের উভয়কেই রজম করে হত্যা করো”। (ইবনু মাজাহঃ ২৬১০)
আবূ বকর, ‘আলী, ‘আব্দুল্লাহ বিন যুবাইর (রাঃ) এবং হিশাম বিন আব্দুল মালিক (রাঃ) সমকামীদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। মুহাম্মাদ বিন মুনকাদির (রঃ) থকে বর্ণিত তিনি বলেনঃ
كَتَبَ خلَدُبنَ الوَلِيدُ إِلَى أَبِي بَكرٍ الصِّدِّيقِ-رَضِيَ اللّحُعَنهَ- أَنَّهُ وَجَدَرَجُلاً فِي بَعضِ ضَوَاحِي العارَبِ يُنكَهُ كَمَا تُنكَهُ المَرأَةُ، فَجَمَعَ لِذَلِكَأُبُوبَكرٍ أَصحاَبَارَاسُ لِ اللَّهَِسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيهِ وَسَللَّم ، وَفِهِم عَلِيُّبنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللّحُعَنهَ فَقَالَ عَلِيٌ -رَضِيَ اللّحُعَنهَ- إِنَّهَذَا ذَنبٌ لَم تَعمَل بِهِ إُمَّةٌ إِلَّا أُمَّةٌ وَاحِدَةً، فَفَعَللَّهُ بِهِم مَا قَد عَلِمتُم، أَرَى أَن تَهرِ قَهُ بِالنَّارِ، فَاجتَمَعَ رَأَيُ أَصحَابِرَسُلِ اللَّهِ-َسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيهِ وَسَللَّم-أَن يُّحرَقَ بِالنَّارِ، فَأَمَرَبِهِ أَبُو بَكرٍ أَن يُّحرَقَ بِالنَّارِ
“খালিদ বন ওয়ালীদ (রাঃ) একদা আবূ বকর (রাঃ) এর নিকট এ মর্মে একটি চিঠি পাঠালেন যে, তিনি আরবের কোন এক মহল্লায় এমন এক ব্যক্তিকে পেয়েছেন যাকে দিয়ে যৌন উত্তজনা নিবারণ করা হয় যেমনিভাবে নিবারণ করা হয় মহিলা দিয়ে। তখন আবূ বকর (রাঃ) সকল সাহাবাদেরকে একত্রিত করে এ ব্যাপারে তাদের পরামর্শ চেয়েছেন। তাদের মধ্যে আলী (রাঃ) ও উপস্থিত ছিলেন। তিনি বলেনঃ এ এমন একটি গুনাহ যা বিশ্বে শুধুমাত্র একটি উম্মতই সংঘটন করেছে। আল্লাহ তা’আলা ওদের সঙ্গে যে ব্যবহার করেছেন তা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত। অতএব আমার মত হচ্ছে, তাকে আগুনে জ্বালিয়ে দেয়া হবে। উপস্থিত সকল সাহাবারাও উক্ত মতের সমর্থন করেন। তখন হযরত আবূ বকর (রাঃ) তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ফরমান জারি করেন”। (বায়হাক্বী/শু’আবুল ঈমান. হাদীস ৫৩৮৯)
আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ
يُنظَرُ أَعلَى بِنَاءٍفِي القَريَةِ، فَيُرمَى اللُّوطِيُّ مِنهَا مُنَكَّسًا، ثُمَّ يُتبَعُ بِلحِجَارَةِ
“সমকামীকে মহল্লার সর্বোচ্চ প্রাসাদের ছাদ থেকে উপুড় করে নিক্ষেপ করা হবে। অতঃপর তার উপর পাথর মারা হবে। (ইবনু আবী শাইবাহ, হাদীস ২৮৩২৮ বায়হাক্বী ৮/২৩২)
সমকামীর জন্য পরকালের শাস্তি হচ্ছে আল্লাহ তা’আলা তার প্রতি রহমতের দৃষ্টিতে *কখনো তাকাবেন না। রাসূল (ছাঃ) ইরশাদ করেনঃ
اَيَنظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلً أَوِ امرَأَةًفِى الدُّبُر
“আল্লাহ তা’আলা এমন ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে কখনো তাকাবেন না যে সমকামে লিপ্ত হয় অথবা কোন মহিলার মলদ্বারে গমন করে”। (ইবনু আবী শায়বাহ, হাদীসঃ ১৬৮০৩; তিরমিযীঃ ১১৬৫)
"ইবনে আব্বাস বলেন, অবিবাহিত কাউকে যদি সমকামিতায় পাওয়া যায় তাহলে তাঁকে পাথর মেরে হত্যা করতে হবে।" (আবু দাউদঃ ৪৪৪৮)
"যে কাউকে লুতের কওমের মতো করতে দেখলে যে দিচ্ছে আর যে পাচ্ছে দুজনকেই হত্যা কর।" (তিরমিজিঃ ১৫২)
কোরআনের আয়াতসমূহঃ
"এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।" (আরাফঃ ৮১-৮২)
"সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসেবে যাদের সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।" (শুয়ারাঃ ১৬৫-১৬৬)
"স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ! তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাঁর স্ত্রী ছাড়া। কেননা, তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।" (কুরআন ২৭ :৫৪-৫৭)
"আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহীমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা লুতের জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয় এর অধিবাসীরা অপরাধী।" (২৯:৩১)
مَنوَجَدتُمُوهُ يَعمَل عَمَلَ قَومِ لُوطٍ فَقتُلُو ا الفاَعِلَ وَالمَفعُولَ بِهِ
“কাউকে সমকাম করতে দেখলে তোমরা উভয় সমকামীকেই হত্যা করবে”। (আবূ দাউদঃ ৪৪৬২, তিরমিযীঃ ১৪৫৬, ইবনে মাজাহঃ ২৬০৯)
উক্ত হত্যার ব্যাপারে সাহাবাদের ঐকমত্য রয়েছে। তবে হত্যার ধরনের ব্যাপারে তাদের পরস্পরের মধ্যে মতানৈক্য রয়েছে। আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ছাঃ) ইরশাদ করেনঃ
اُرجُمُو الأَعلَي وَالأَسفَلَ، اُرجُمُوحُمَا جَمِيعَا
“উপর-নীচের উভয়কেই রজম করে হত্যা করো”। (ইবনু মাজাহঃ ২৬১০)
আবূ বকর, ‘আলী, ‘আব্দুল্লাহ বিন যুবাইর (রাঃ) এবং হিশাম বিন আব্দুল মালিক (রাঃ) সমকামীদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। মুহাম্মাদ বিন মুনকাদির (রঃ) থকে বর্ণিত তিনি বলেনঃ
كَتَبَ خلَدُبنَ الوَلِيدُ إِلَى أَبِي بَكرٍ الصِّدِّيقِ-رَضِيَ اللّحُعَنهَ- أَنَّهُ وَجَدَرَجُلاً فِي بَعضِ ضَوَاحِي العارَبِ يُنكَهُ كَمَا تُنكَهُ المَرأَةُ، فَجَمَعَ لِذَلِكَأُبُوبَكرٍ أَصحاَبَارَاسُ لِ اللَّهَِسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيهِ وَسَللَّم ، وَفِهِم عَلِيُّبنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللّحُعَنهَ فَقَالَ عَلِيٌ -رَضِيَ اللّحُعَنهَ- إِنَّهَذَا ذَنبٌ لَم تَعمَل بِهِ إُمَّةٌ إِلَّا أُمَّةٌ وَاحِدَةً، فَفَعَللَّهُ بِهِم مَا قَد عَلِمتُم، أَرَى أَن تَهرِ قَهُ بِالنَّارِ، فَاجتَمَعَ رَأَيُ أَصحَابِرَسُلِ اللَّهِ-َسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيهِ وَسَللَّم-أَن يُّحرَقَ بِالنَّارِ، فَأَمَرَبِهِ أَبُو بَكرٍ أَن يُّحرَقَ بِالنَّارِ
“খালিদ বন ওয়ালীদ (রাঃ) একদা আবূ বকর (রাঃ) এর নিকট এ মর্মে একটি চিঠি পাঠালেন যে, তিনি আরবের কোন এক মহল্লায় এমন এক ব্যক্তিকে পেয়েছেন যাকে দিয়ে যৌন উত্তজনা নিবারণ করা হয় যেমনিভাবে নিবারণ করা হয় মহিলা দিয়ে। তখন আবূ বকর (রাঃ) সকল সাহাবাদেরকে একত্রিত করে এ ব্যাপারে তাদের পরামর্শ চেয়েছেন। তাদের মধ্যে আলী (রাঃ) ও উপস্থিত ছিলেন। তিনি বলেনঃ এ এমন একটি গুনাহ যা বিশ্বে শুধুমাত্র একটি উম্মতই সংঘটন করেছে। আল্লাহ তা’আলা ওদের সঙ্গে যে ব্যবহার করেছেন তা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত। অতএব আমার মত হচ্ছে, তাকে আগুনে জ্বালিয়ে দেয়া হবে। উপস্থিত সকল সাহাবারাও উক্ত মতের সমর্থন করেন। তখন হযরত আবূ বকর (রাঃ) তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ফরমান জারি করেন”। (বায়হাক্বী/শু’আবুল ঈমান. হাদীস ৫৩৮৯)
আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ
يُنظَرُ أَعلَى بِنَاءٍفِي القَريَةِ، فَيُرمَى اللُّوطِيُّ مِنهَا مُنَكَّسًا، ثُمَّ يُتبَعُ بِلحِجَارَةِ
“সমকামীকে মহল্লার সর্বোচ্চ প্রাসাদের ছাদ থেকে উপুড় করে নিক্ষেপ করা হবে। অতঃপর তার উপর পাথর মারা হবে। (ইবনু আবী শাইবাহ, হাদীস ২৮৩২৮ বায়হাক্বী ৮/২৩২)
সমকামীর জন্য পরকালের শাস্তি হচ্ছে আল্লাহ তা’আলা তার প্রতি রহমতের দৃষ্টিতে *কখনো তাকাবেন না। রাসূল (ছাঃ) ইরশাদ করেনঃ
اَيَنظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلً أَوِ امرَأَةًفِى الدُّبُر
“আল্লাহ তা’আলা এমন ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে কখনো তাকাবেন না যে সমকামে লিপ্ত হয় অথবা কোন মহিলার মলদ্বারে গমন করে”। (ইবনু আবী শায়বাহ, হাদীসঃ ১৬৮০৩; তিরমিযীঃ ১১৬৫)
"ইবনে আব্বাস বলেন, অবিবাহিত কাউকে যদি সমকামিতায় পাওয়া যায় তাহলে তাঁকে পাথর মেরে হত্যা করতে হবে।" (আবু দাউদঃ ৪৪৪৮)
"যে কাউকে লুতের কওমের মতো করতে দেখলে যে দিচ্ছে আর যে পাচ্ছে দুজনকেই হত্যা কর।" (তিরমিজিঃ ১৫২)
কোরআনের আয়াতসমূহঃ
"এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।" (আরাফঃ ৮১-৮২)
"সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসেবে যাদের সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।" (শুয়ারাঃ ১৬৫-১৬৬)
"স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ! তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাঁর স্ত্রী ছাড়া। কেননা, তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।" (কুরআন ২৭ :৫৪-৫৭)
"আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহীমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা লুতের জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয় এর অধিবাসীরা অপরাধী।" (২৯:৩১)
Comment