عن أبى هريرة رضي الله عنه أنه سئل رسول الله صلى الله عليه وسلم: أي العمل أفضل؟ قال: إيمان بالله ورسوله قيل: ثم ماذا؟ قال: الجهاد في سبيل الله. قيل: ثم ماذا؟ قال: حج مبرور . (فتح الباري برقم: ٢٦ ومسلم برقم: ٨٣)م
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল, ‘কোন্ আমলটি উত্তম?’ তিনি বললেনঃ ‘আল্লাহ্ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনা। ’ প্রশ্ন করা হল, ‘তারপর কোনটি?’’ তিনি বললেনঃ 'আল্লাহ্*র রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হল, ‘তারপর কোনটি। ’ তিনি বললেনঃ ‘মকবূল হাজ্জ।
(ফাতহুল বারী, হাদীস নং ২৬, মুসলিম, হাদীস নং ৮৩,)
وقال عبد الله بن عمر رضي الله عنهما: لسفرة في سبيل الله أفضل من خمسين حجة.(المصنف لإبن أبي شيبة: ٥/٣٠٤ وكتاب الجهاد لإبن المبارك: ٢/١٨٦ وسنده صحيح علي شرط البخاري.
আব্দুল্লাহ ইবনে উমর রাঃ বলেন, আল্লাহর রাস্তায় ভ্রমণ করা ৫০টি হজ্জ থেকে উত্তম। অর্থাৎ ৫০বার হজ্জ করা থেকেও শ্রেষ্ঠ ইবাদত হল এক বার জিহাদ ফী সাবিলিল্লাহে বের হওয়া।
(আল-মুসান্নাফ লিইবনে আবি শাইবাহ: ৫/৩০৪, কিতাবুল জিহাদ লিইবনিল মুবারক: ২/১৮৬, এ হাদীসের সনদ বোখারির শর্তে সহীহ্)
وقال عمر بن الخطاب رضي الله عنه : عليكم بالحج ، فإنه عمل صالح أمر الله به ، والجهاد أفضل منه . (المرجع السابق: ٥/٣١٠—٣١١ بإسناد صحيح)م
উমর ইবনুল খাত্বাব রাঃ বলেন, তোমাদের জন্য হজ্জ করা আবশ্যক, কারণ এটা এমন নেক আমল যার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দিয়েছেন। আর জিহাদ হল তার চেয়েও শ্রেষ্ঠ আমল।
(আল-মুসান্নাফ লিইবনে আবি শাইবাহ: ৫/৩১০-৩১১, সনদ সহীহ্)
وقال أنس بن مالك رضي الله عنه : غزوة في سبيل الله أفضل من عشر حجج لمن قد حج. (المرجع السابق :٥/٣٠٣—٣٠٤ وإسناده إلي أبي سليمان الحراني على شرط الشيخين)
আনাস ইবনে মালেক রাঃ বলেন,আল্লাহর রাস্তায় জিহাদ করা হাজীর দশটি হজ্জ থেকেও শ্রেষ্ঠ।আল-ø
(আল-মুসান্নাফ লিইবনে আবি শাইবাহ: ৫/৩০৩-৩০৪)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল, ‘কোন্ আমলটি উত্তম?’ তিনি বললেনঃ ‘আল্লাহ্ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনা। ’ প্রশ্ন করা হল, ‘তারপর কোনটি?’’ তিনি বললেনঃ 'আল্লাহ্*র রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হল, ‘তারপর কোনটি। ’ তিনি বললেনঃ ‘মকবূল হাজ্জ।
(ফাতহুল বারী, হাদীস নং ২৬, মুসলিম, হাদীস নং ৮৩,)
وقال عبد الله بن عمر رضي الله عنهما: لسفرة في سبيل الله أفضل من خمسين حجة.(المصنف لإبن أبي شيبة: ٥/٣٠٤ وكتاب الجهاد لإبن المبارك: ٢/١٨٦ وسنده صحيح علي شرط البخاري.
আব্দুল্লাহ ইবনে উমর রাঃ বলেন, আল্লাহর রাস্তায় ভ্রমণ করা ৫০টি হজ্জ থেকে উত্তম। অর্থাৎ ৫০বার হজ্জ করা থেকেও শ্রেষ্ঠ ইবাদত হল এক বার জিহাদ ফী সাবিলিল্লাহে বের হওয়া।
(আল-মুসান্নাফ লিইবনে আবি শাইবাহ: ৫/৩০৪, কিতাবুল জিহাদ লিইবনিল মুবারক: ২/১৮৬, এ হাদীসের সনদ বোখারির শর্তে সহীহ্)
وقال عمر بن الخطاب رضي الله عنه : عليكم بالحج ، فإنه عمل صالح أمر الله به ، والجهاد أفضل منه . (المرجع السابق: ٥/٣١٠—٣١١ بإسناد صحيح)م
উমর ইবনুল খাত্বাব রাঃ বলেন, তোমাদের জন্য হজ্জ করা আবশ্যক, কারণ এটা এমন নেক আমল যার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দিয়েছেন। আর জিহাদ হল তার চেয়েও শ্রেষ্ঠ আমল।
(আল-মুসান্নাফ লিইবনে আবি শাইবাহ: ৫/৩১০-৩১১, সনদ সহীহ্)
وقال أنس بن مالك رضي الله عنه : غزوة في سبيل الله أفضل من عشر حجج لمن قد حج. (المرجع السابق :٥/٣٠٣—٣٠٤ وإسناده إلي أبي سليمان الحراني على شرط الشيخين)
আনাস ইবনে মালেক রাঃ বলেন,আল্লাহর রাস্তায় জিহাদ করা হাজীর দশটি হজ্জ থেকেও শ্রেষ্ঠ।আল-ø
(আল-মুসান্নাফ লিইবনে আবি শাইবাহ: ৫/৩০৩-৩০৪)
Comment