আপনি যদি এ দেশের কোনো বড় রাস্তায় ডান দিকে গাড়ি চালানো শুরু করেন, তখন কী হবে? মানুষ হয়তো আপনাকে ধরে গাড়ি থেকে বের করবে আর জিজ্ঞাসা করবে, "কী হয়েছে আপনার?"
.
আপনি জবাব দিলেন : আমি একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমার কথা ও কাজের স্বাধীনতা রয়েছে। তাই আমার স্বাধীনতা অনুযায়ী আমি যে দিকে ইচ্ছা গাড়ি চালাতে পারবো।
.
কেউ কি আপনার এই কথা গ্রহণ করবে? উত্তর হচ্ছে না। কেউ গ্রহণ করবে না। এ থেকে বুঝা গেল যে নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু নেই। সবসময় আপনাকে যেকোনো একটি "set of rules" বা "সংবিধান" মেনে চলতে হবে।
.
মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে বিধানদাতা হিসেবে আল্লাহই সর্বোত্তম এবং এক্ষেত্রে তাঁর কোনো শরীক নেই। এই জন্য আমরা সংবিধান হিসেবে কুরআন ও সুন্নাহকে বেছে নিয়েছি। কারণ আমরা জানি যে এর মধ্যেই রয়েছে সব থেকে perfect আইন ও বিধান।
.
আমরা শুধু এটা বিশ্বাস করি না যে আল্লাহর দেওয়া সংবিধানই সর্বোত্তম এবং একমাত্র সংবিধান, বরং আমরা মুসলিম হিসেবে এটাও বিশ্বাস করি যে আল্লাহর জমিনে যদি আল্লাহর সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধান দিয়ে ফয়সালা চলে, তবে তা প্রত্যাখ্যান করতে হবে এবং সেই নিয়ম ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান অনুযায়ী শাসন প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।
.
أَفَحُكْمَ ٱلْجَٰهِلِيَّةِ يَبْغُونَۚ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُونَ
.
"তারা কি তবে জাহিলিয়্যাতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম?" (সুরা মায়েদা, ৫:৫০)
.
আপনি জবাব দিলেন : আমি একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমার কথা ও কাজের স্বাধীনতা রয়েছে। তাই আমার স্বাধীনতা অনুযায়ী আমি যে দিকে ইচ্ছা গাড়ি চালাতে পারবো।
.
কেউ কি আপনার এই কথা গ্রহণ করবে? উত্তর হচ্ছে না। কেউ গ্রহণ করবে না। এ থেকে বুঝা গেল যে নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু নেই। সবসময় আপনাকে যেকোনো একটি "set of rules" বা "সংবিধান" মেনে চলতে হবে।
.
মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে বিধানদাতা হিসেবে আল্লাহই সর্বোত্তম এবং এক্ষেত্রে তাঁর কোনো শরীক নেই। এই জন্য আমরা সংবিধান হিসেবে কুরআন ও সুন্নাহকে বেছে নিয়েছি। কারণ আমরা জানি যে এর মধ্যেই রয়েছে সব থেকে perfect আইন ও বিধান।
.
আমরা শুধু এটা বিশ্বাস করি না যে আল্লাহর দেওয়া সংবিধানই সর্বোত্তম এবং একমাত্র সংবিধান, বরং আমরা মুসলিম হিসেবে এটাও বিশ্বাস করি যে আল্লাহর জমিনে যদি আল্লাহর সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধান দিয়ে ফয়সালা চলে, তবে তা প্রত্যাখ্যান করতে হবে এবং সেই নিয়ম ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান অনুযায়ী শাসন প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।
.
أَفَحُكْمَ ٱلْجَٰهِلِيَّةِ يَبْغُونَۚ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُونَ
.
"তারা কি তবে জাহিলিয়্যাতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম?" (সুরা মায়েদা, ৫:৫০)
Comment