সরিষা দানা পরিমান ঈমান এর উদ্ধ্যেশ্য
ড: ইয়্যাদ আল-কানিয়ী তাকাব্বালাহুল্লাহ
ড: ইয়্যাদ আল-কানিয়ী তাকাব্বালাহুল্লাহ
হাদীসের মধ্যে এসেছে আল্লাহ তায়ালা এমন ব্যাক্তিদেরকে আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন যাদের অন্তরে শরিষার দানা পরিমান ঈমান আছে। (সহীহ)
অনেকে ধারনা করেন যে, তারা হচ্ছে এমন ব্যক্তি যাদের অন্তরের শরিষার দানা পরিমান এর আল্লাহর উপর বিশ্বাস বা সঠিক ইসলাম আছে। এবং এই বিশ্বাসটা সন্দেহের সাথে মিশ্রিত। এই ধারনাটা অনেক বড় ভুল ধারনা।
যার অন্তরে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বা ইসলামের সত্বতার ব্যপারে সামান্যতম সন্দেহ আছে সে কখনোই মুসলিম নয়। এবং সর্বসম্মতিক্রমে কখনোই জান্নাতে যাবে না।
তাহলে শরিষার দানা পরিমান ঈমান দ্বারা উদ্ধেশ্য কি হবে?
উদ্ধ্যেশ্য হচ্ছে ( অন্তরের আমাল ) যেমন আল্লাহ তায়ালার মহাব্বত, ভয় ও সম্মান।
{{ যার অন্তরের তাওহীদের পূর্ন বিশ্বাস আছে এবং ইসলামের সত্যতার ব্যপারেও অতঃপর তার অন্তরে উপরের বিষয়গুলো আছে যদিও দূর্বল। এবং সেই সাথে কোন কুফুরী আকীদাহ বা আমাল ও কাজ নেই, সেই ব্যাক্তিরাই শরিষার দানা পরিমান ঈমানের দ্বারা উদ্ধ্যেশ্য হবে।
সুতরাং সে আল্লাহকে ভালবাসে কিন্তু তা দূর্বল এবং সেই সেই সাথে তার ভালবাসায় কোন ঘৃনা মিশ্রিত হয় না।
সে আল্লাহকে ভয় করে কিন্তু তার ভয়টা দূর্বুল যা তাকে গোনাহ থেকে বাধা দেয় না। কিন্ত তাই বলে তার দূর্বল ভয়ের সাথে কোন ঠাট্টা-বিদ্রুপ মিশ্রিত হয় না।
এখন যার আল্লাহর প্রতি ঈমান ও ইসলাম গ্রহন দূর্বল হলেও বিন্দু পরিমান সন্দেহ আছে তাহলে সে মুসলিম নয়। সমস্ত উম্মাহ একমত যে শরিষার দানা পরিমান ঈমান তাওহীদের দৃঢ় বিশ্বাষ ও কুফুরী আকীদা ও আমল না থাকাকেই বুঝাবে।
Comment