অনেক হাদিস থেকে প্রতীয়মান হয় যে, ‘লা ইলাহা ইল্লাল্লা’হ বলাই জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট। এর থেকে কোনো কোনো ভাই ধারণা করেছেন যে, শুধু তাওহিদের স্বীকারোক্তিই নাজাতের জন্য যথেষ্ট। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ হলো পুরো ইসলামের শিরোনাম। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র স্বীকারোক্তি প্রদানের অর্থ হলো, পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেয়া, শুধু তাওহিদের স্বীকারোক্তিই নয়। তথাপি তাওহিদের দাবিই হলো, আল্লাহর সকল আদেশ-নিষেধকে বিনা বাক্যব্যয়ে মেনে নেয়া। এজন্যই তো কেউ যদি ইসলামের সুপ্রমাণিত কোনো বিধানের প্রতি অস্বীকৃতি নিয়ে ‘লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাহলে সে মুমিন বলে গণ্য হবে না। মুমিন সে-ই, যে পুরো ইসলামের সামনে নতি স্বীকার করেছে, ইসলামের সকল বিধান প্রশান্ত অন্তরে মেনে নিয়েছে। হাঁ, কারো যদি সকল কিছু মেনে নেয়া সত্ত্বেও আমল ও কর্মে ত্রুটি থাকে, তবুও সে মুমিন থাকবে; যদিও তাকে গুনাহগার মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।
সুত্র: ফেইজবুক
সুত্র: ফেইজবুক
Comment