পুলিশের সাথে এলাকাবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ও শিশুসহ আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে গোপালপুর পৌর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, গতরাতে গোপালপুর পৌর এলাকার কোনাবাড়ী আবঙ্গী থেকে মাদক বিক্রির মিথ্যা অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৩৭ পিস ইয়াবা দিয়ে আসামী সাজিয়ে ধরে আনে পুলিশ। পরে সকালে তার পরিবারের সদস্যরা গোপালপুর থানায় আটক ব্যক্তির সাথে দেখা করতে এলে পুলিশের সাথে তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে থানা থেকে বের করে দেয়। এই ঘটনা ছড়িয়ে পরলে স্থানীয় নারী-পুরুষরা গোপালপুর থানা ঘেরাও করে। পুলিশ সাধারণ জনতার উপর প্রায় ২৭ রাউন্ড গুলি ছুঁড়ে।
পরে উত্তেজিত জনতা গোপালপুর পৌর এলাকায় ছড়িয়ে পরে বেশ কিছু গাড়ি ভাঙ্গচুর ও সড়ক অবরোধ করে। এসময় পুলিশের সাথে তাদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ৬ পুলিশ সদস্য, ১ শিশু এবং নারীসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশের উপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে সুমন ও সোহেল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানায়, মাদক বিক্রির অভিযোগে আটক আসামীকে মুক্তির জন্য এলাকাবাসী যানবাহন ভাংচুর ও পুলিশের উপর হামলা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় পুলিশের উপর স্থানীয়রা হামলা করলে ৬ পুলিশ সদস্য আহত।(সূত্র: নিউজ কক্সবাজার)
Comment