চরম দুর্ভিক্ষের কবলে ইয়েমেন! (ভিডিও)
আমেরিকার সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতিনিয়ত বোমা হামলার ফলে ইয়েমেনের মুসলিমদের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটেই চলেছে। কেবল হতাহতই নয়, চরম দুর্ভিক্ষের শিকার আজ দেশটির মুসলিম সম্প্রদায়। শিশুরাসহ সকল স্তরের মানুষ খাদ্য সংকটে ভুগছে। প্রায় ৮ মিলিয়ন(৮০ লক্ষ) ইয়েমেনী এ দুর্ভিক্ষের শিকার। এর মধ্যে প্রায় ৫ মিলিয়ন(৫০ লক্ষ)-ই শিশু। খাদ্যের অভাবে তাদের দেহগুলো মৃতপ্রায় হাড্ডিসার দেহে পরিণত হয়েছে। প্রতিটি মুহূর্তে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। ইউএন ফুড এজেন্সি(জাতিসংঘ খাদ্যসংস্থা)বিবৃত করেছে যে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চরম বিধ্বংসী দুর্ভিক্ষ চলছে। জাতিসংঘ পরিসংখ্যান দেখিয়েছে যে, ৮.৪ মিলিয়ন ইয়েমেনীরা অনাহারের মুখোমুখী, যাদেরকে কোনো সাহায্য করা হচ্ছে না। টুইটার ব্যবহারকারী আহমাদ আলগোহবারী বিবৃত করেছেন যে, যখন আপনি খাবার না পেয়ে অপেক্ষায় থাকেন, আপনার কী রকম কষ্ট লাগবে!!! আমরা তো একবেলা খাবার খেতে না পারলে মাথা ঘুরে যায়, আমরা ঠিকই খেয়ে-দেয়ে আরামে জীবনযাপন করছি, অথচ ইয়েমেনের মুসলিমদের যদি জিজ্ঞাসা করেন তাদের ভবিষ্যত পরিকল্পনা কি? তারা বলবে, খাবার!!! কল্পনা করুন, যখন আপনি রাতে বিছানায় ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই ভেবে দুঃখ অনুভব করছেন যে, আপনার পরবর্তী খাবার কী হবে ও তা কোথা থেকে আসবে! আর আমাদের এই নির্যাতিত মুসলিম ভাইদের অবস্থা তার চেয়েও অনেক বেশী করুণ। ক্ষুধার্তদের ক্ষুধা মেটানোর জন্য শুধু খাবার দরকার,খাবার!! ইয়েমেনের মুসলিমদের অনেকে গাছের পাতা খেয়ে জীবনধারণ করছেন!
টুইটার সূত্রে জানা গেছে, ইয়েমেনের মুসলিমদের উপর ৩ বছর যাবৎ সৌদি নেতৃত্বাধীন জোটের বোমাবর্ষণের ফলে, প্রায় ৫ মিলিয়ন(৫০ লক্ষ) শিশু ক্ষুধার্তের ঝুঁকিতে আছে, ৩ মিলিয়ন লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং আরো ১ মিলিয়ন কলেরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে!
দুর্ভিক্ষের কবলে ইয়েমেনের ভিডিও দেখুন :
https://archive.org/details/Yemen_201809
আমেরিকার সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতিনিয়ত বোমা হামলার ফলে ইয়েমেনের মুসলিমদের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটেই চলেছে। কেবল হতাহতই নয়, চরম দুর্ভিক্ষের শিকার আজ দেশটির মুসলিম সম্প্রদায়। শিশুরাসহ সকল স্তরের মানুষ খাদ্য সংকটে ভুগছে। প্রায় ৮ মিলিয়ন(৮০ লক্ষ) ইয়েমেনী এ দুর্ভিক্ষের শিকার। এর মধ্যে প্রায় ৫ মিলিয়ন(৫০ লক্ষ)-ই শিশু। খাদ্যের অভাবে তাদের দেহগুলো মৃতপ্রায় হাড্ডিসার দেহে পরিণত হয়েছে। প্রতিটি মুহূর্তে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। ইউএন ফুড এজেন্সি(জাতিসংঘ খাদ্যসংস্থা)বিবৃত করেছে যে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চরম বিধ্বংসী দুর্ভিক্ষ চলছে। জাতিসংঘ পরিসংখ্যান দেখিয়েছে যে, ৮.৪ মিলিয়ন ইয়েমেনীরা অনাহারের মুখোমুখী, যাদেরকে কোনো সাহায্য করা হচ্ছে না। টুইটার ব্যবহারকারী আহমাদ আলগোহবারী বিবৃত করেছেন যে, যখন আপনি খাবার না পেয়ে অপেক্ষায় থাকেন, আপনার কী রকম কষ্ট লাগবে!!! আমরা তো একবেলা খাবার খেতে না পারলে মাথা ঘুরে যায়, আমরা ঠিকই খেয়ে-দেয়ে আরামে জীবনযাপন করছি, অথচ ইয়েমেনের মুসলিমদের যদি জিজ্ঞাসা করেন তাদের ভবিষ্যত পরিকল্পনা কি? তারা বলবে, খাবার!!! কল্পনা করুন, যখন আপনি রাতে বিছানায় ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই ভেবে দুঃখ অনুভব করছেন যে, আপনার পরবর্তী খাবার কী হবে ও তা কোথা থেকে আসবে! আর আমাদের এই নির্যাতিত মুসলিম ভাইদের অবস্থা তার চেয়েও অনেক বেশী করুণ। ক্ষুধার্তদের ক্ষুধা মেটানোর জন্য শুধু খাবার দরকার,খাবার!! ইয়েমেনের মুসলিমদের অনেকে গাছের পাতা খেয়ে জীবনধারণ করছেন!
টুইটার সূত্রে জানা গেছে, ইয়েমেনের মুসলিমদের উপর ৩ বছর যাবৎ সৌদি নেতৃত্বাধীন জোটের বোমাবর্ষণের ফলে, প্রায় ৫ মিলিয়ন(৫০ লক্ষ) শিশু ক্ষুধার্তের ঝুঁকিতে আছে, ৩ মিলিয়ন লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং আরো ১ মিলিয়ন কলেরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে!
দুর্ভিক্ষের কবলে ইয়েমেনের ভিডিও দেখুন :
https://archive.org/details/Yemen_201809
Comment