আমেরিকার প্রায় অর্ধেক নাগরিক মনে করছে, ১৭ বছর আগে আফগনিস্তানে মার্কিন বাহিনী যে অভিযান চালিয়েছে তা ব্যর্থ হয়েছে। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপ রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৪৯ ভাগ মনে করে- মার্কিন সেনারা বেশিরভাগ ক্ষেত্রে অভিযানের লক্ষ্য-উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়েছে। তবে শতকরা ৩৫ ভাগ মানুষকে আশাবাদী দেখা গেছে এবং তারা মনে করে অভিযান সফল হবে।
এর আগে ২০১৪ ও ২০১৫ সালে একই ধরনের জরিপ চালানো হয়েছিল এবং সে জরিপের ফলাফলও এরকম ছিল। কিন্তু ২০০৯ ও ২০১১ সালে পরিচালিত জরিপে ভিন্ন মতামত পাওয়া গিয়েছিল। তখনকার জরিপে সফলতার পক্ষেই বেশি মানুষ মত দিয়েছিল।
আমেরিকার রাজনৈতিক দলগুলোর সমর্থকদের ওপর মতামত জরিপ চালিয়ে দেখা গেছে- ডেমোক্র্যাট দলের চেয়ে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সমর্থকরা আফগানিস্তানে সফল হওয়ার ব্যাপারে বেশি আশাবাদী। ৪৮ ভাগ রিপাবলিকান সমর্থক মনে করে মার্কিনিরা সফল; সেখানে ডেমোক্র্যাট সমর্থকদের শতকরা মাত্র ২৯ ভাগ সফলতার কথা বলছেন।#
Comment