বিসমিল্লাহির রাহমানির রাহীম।
পদ্মা সেতু নির্মাণে নিয়জিত কর্মীদের নেজ্জ পাওয়া দেওয়া হচ্ছে না। কর্মীদের ভাষ্যমতে প্রতিমাসে ১২হাজার টাকা করে দিবে এটি প্রধানমন্ত্রীর ওয়াদা ছিলো, কিন্তু এখন দেওয়া হচ্ছে কাওকে ৮০০০/ কাওকে ৯০০০/। এ হলো বেতনের দিক। ধর্মীয় দিক থেকে তাদের হে নাস্তা করা হচ্ছে। ঈদের ছুটি দিতে চাই না। নামাযের ছুটি দিতে চায় না। কেও নামাজ পড়তে চাইলে চাইনিজ অফিসাররা বলে no namaz, no Eid। তারপরও ৩১দিন কাজ করলে ধরা হয় ৩০দিন। মাসে একদিন বন্ধ করলে বেতন দেওয়া হয় ২৯দিনের। আধা বেলা কাজ করলে টাকা দেওয়া হয় না। তারপর নামাযের কথা বললে চাইনিজ অফিসাররা গালিগালাজ করে!!! ভাইদের অনুরোধ করবো এব্যাপারে আরো বিস্তারিত জেনে আরেকটি পোস্ট করার।
পদ্মা সেতু নির্মাণে নিয়জিত কর্মীদের নেজ্জ পাওয়া দেওয়া হচ্ছে না। কর্মীদের ভাষ্যমতে প্রতিমাসে ১২হাজার টাকা করে দিবে এটি প্রধানমন্ত্রীর ওয়াদা ছিলো, কিন্তু এখন দেওয়া হচ্ছে কাওকে ৮০০০/ কাওকে ৯০০০/। এ হলো বেতনের দিক। ধর্মীয় দিক থেকে তাদের হে নাস্তা করা হচ্ছে। ঈদের ছুটি দিতে চাই না। নামাযের ছুটি দিতে চায় না। কেও নামাজ পড়তে চাইলে চাইনিজ অফিসাররা বলে no namaz, no Eid। তারপরও ৩১দিন কাজ করলে ধরা হয় ৩০দিন। মাসে একদিন বন্ধ করলে বেতন দেওয়া হয় ২৯দিনের। আধা বেলা কাজ করলে টাকা দেওয়া হয় না। তারপর নামাযের কথা বললে চাইনিজ অফিসাররা গালিগালাজ করে!!! ভাইদের অনুরোধ করবো এব্যাপারে আরো বিস্তারিত জেনে আরেকটি পোস্ট করার।
Comment