বিজেপি দিলীপ ঘোষের মুসলিম বিদ্বেষ“ক্ষমতায় এলে বাংলাদেশী মুসলিমদের গলা ধাক্কা দিয়ে খেদাব”-
ক্ষমতায় আসলে বাংলা থেকে বাংলাদেশী মুসলিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপির রাজ*্য সভাপতি দিলীপ ঘোষ।
বেঙ্গল বেকিং নিউজে ৩রা জানুয়ারীতে প্রকাশিত সংবাদে জানা যায়, মুসলিম বিদ্বেষী বিজিপি একের পর এক চক্রান্ত করছে মুসলিমদের বিরুদ্ধে। এখনও ক্ষমতায় আসেইনি। তার আগেই বাংলা থেকে বাংলাদেশী মুসলিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপির রাজ*্য সভাপতি দিলীপ ঘোষ।পূর্ব বর্ধমানের জৌগ্রামের সভায় সে এ মন্তব্য করে।
এর আগেও অনেক বিজিপি নেতা মুসলিমদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছে। তার মধ্যে বিজিপি নেতা অমিত শাহ অন্যতম। সে মুসলিমদের উইপোকার সাথে তুলনা করেছিল।
হিন্দুত্ববাদী বিজিপি নেতারা বাঙালি মুসলিমদের খেদানোর কথা বললেও ওপার বাংলা থেকে আসা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেয়া হবে বলে জানিয়েছে।
সকল কাফের এক জাতি।[আল হাদিস]
(সংগৃহিত)
Comment