Announcement

Collapse
No announcement yet.

আভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নেতার বাবাকে কুপিয়ে হত্যা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নেতার বাবাকে কুপিয়ে হত্যা

    আভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নেতার বাবাকে কুপিয়ে হত্যা

    কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতার বাবা মইনুদ্দিন বিশ্বাস (৬০) নিহত হয়।
    স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঙ্গে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে আগেও কয়েকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
    ৬ জানুয়ারির সকালে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। সকাল ছয়টার দিকে গোলাম মোস্তাফার লোকজন আলী হায়দারের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত হন মইনুদ্দিন।
    তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ডাক্তারা বলে হাসপাতালে আনার আগেই সে মৃত ছিল।
    মইনুদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা জুয়েল রানা বলে, ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাঁদের আত্মীয়। তাঁরা বাবা চেয়ারম্যানের পক্ষের লোক। সংঘর্ষের একপর্যায়ে তাঁর বাবা গ্রামের বটতলা এলাকায় একা হয়ে পড়েন। প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করে।
    সেই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করতে হয়।


    ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCeG...4I0H4EIleIty4Q



  • #2
    ভাই,এই সমস্ত সংবাদ তো পত্রিকাতেই পাওয়া যায়।
    এখানে এই সমস্ত সংবাদ না দিয়ে, ঐ সমস্ত সংবাদগুলো দিলে ভালো হবে,যেগুলো পত্রিকায় প্রকাশ হয় না।

    এটা আমার মত,কোন কিছু মনে করবেন না ভাই..
    বিবেক দিয়ে কোরআনকে নয়,
    কোরআন দিয়ে বিবেক চালাতে চাই।

    Comment


    • #3
      Originally posted by কালো পতাকাবাহী View Post
      ভাই,এই সমস্ত সংবাদ তো পত্রিকাতেই পাওয়া যায়।
      এখানে এই সমস্ত সংবাদ না দিয়ে, ঐ সমস্ত সংবাদগুলো দিলে ভালো হবে,যেগুলো পত্রিকায় প্রকাশ হয় না।

      এটা আমার মত,কোন কিছু মনে করবেন না ভাই..
      না, ভাই। এখানে দেয়া তো নিষেধ নয়। তবে একটিমাত্র থ্রেডে দিলে ভালো হয়। নিউজগুলো যা ছায় বা ছায় করে দিলে ভালো হবে।
      والیتلطف ولا یشعرن بکم احدا٠انهم ان یظهروا علیکم یرجموکم او یعیدو کم فی ملتهم ولن تفلحو اذا ابدا

      Comment

      Working...
      X