Announcement

Collapse
No announcement yet.

গত দুই মাসেই বিপুল খরচে ভরদ্বাজ মুনির মূর্তিসহ ৬টি মূর্তি বসতে চলেছে !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • গত দুই মাসেই বিপুল খরচে ভরদ্বাজ মুনির মূর্তিসহ ৬টি মূর্তি বসতে চলেছে !

    গত দুই মাসেই বিপুল খরচে ভরদ্বাজ মুনির মূর্তিসহ ৬টি মূর্তি বসতে চলেছে !


    একে রামে রক্ষা নেই, যোগীরাজ্যে এবার ভরদ্বাজ মুনির মূর্তি! ভারতের এলাহাবাদে এবার ৩০ ফিট উঁচু ভরদ্বাজ মুনির মূর্তি বসাতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। গত দুই মাসে সরকারি খরচে এই নিয়ে মোট ৬টি মূর্তি বসতে চলেছে উত্তরপ্রদেশে।

    রাজনীতিতে প্রতীকের গুরুত্ব বিচারে পূর্বসূরি মায়াবতী ও অখিলেশ যাদবকেও ছাড়িয়ে যাওয়ার পথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গত শুক্রবার যোগী আদিত্যনাথ ঘোষণা করেছে, আগামী ১৭ জানুয়ারি এলাহাবাদে বেদ বর্ণিত ভরদ্বাজ মুনির শ্বেতপাথরের মূর্তির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এর আগে অযোধ্যায় ২২১ মিটার উঁচু রামচন্দ্রের মূর্তি এবং লখনৌতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারি বাজপেয়ীর ২৫ ফিট উঁচু মূর্তি বসানোর ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার।

    প্রস্তাবিত ভরদ্বাজ মুনির মূর্তি নির্মাণের জন্য এলাহাবাদ উন্নয়ন নিগমের কর্তাদের অবিলম্বে ৬০ লক্ষ টাকা অনুদান মঞ্জুরের নির্দেশ দিয়েছে যোগী। শহরের বালাসন জংশনে দশ ফিট উঁচু বেদির উপর বসতে চলা এই মূর্তি উচ্চতায় আশপাশে থাকা দীনদয়াল উপাধ্যায়, জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীর মূর্তিকে ছাপিয়ে যাবে।

    এদিন কুম্ভমেলার চৌহদ্দিতে থাকা আকবর ফোর্টের ভিতরে থাকা শতাব্দীপ্রাচীন অক্ষয়বট, সরস্বতী মূর্তি এবং সরস্বতী কূপের উদ্বোধন করতে এসে এলাহাবাদে ভরদ্বাজ মুনির মূর্তি বসানোর ঘোষণা করে মুখ্যমন্ত্রী।

    নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য অর্থ দফতরে কর্মরত এক আইএএস আধিকারিক জানিয়েছে, 'এর আগে বিভিন্ন মূর্তি ও স্মৃতিসৌধ তৈরি করতে প্রায় ৭০০০ কোটি টাকা খরচ করেছে বসপা ও সপা সরকার। এবার আঞ্চলিক দলগুলির মতো বিজেপিও রাজ্যের অর্থভাণ্ডার সাফ করার উদ্যোগ নিয়েছে।'

    উল্লেখ্য, এর আগে রাজভবন চত্বরে স্বামী বিবেকানন্দের মূর্তি, গোরক্ষপুর জেলায় মহন্ত দিগ্বিজয় নাথ ও মহন্ত অদ্বৈতনাথের মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছে যোগী সরকার। গাজিপুরে কিংবদন্তী বর্ণিত নৃপতি সুহেলদেব রাজভরের নামে একটি স্মৃতিমন্দির গড়ার পরিকল্পনাও করেছে বিজেপি।

  • #2
    এদের মুখ থেকে সর্বদায় দুর্গন্ধ ছড়ায়!!!
    ولو ارادوا الخروج لاعدواله عدةولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القعدین.

    Comment


    • #3
      এই লোকটা ইসলাম ও মুসলিম চরম বিদ্বেষী । তার ঘাড়ে চাপাতির আঘাত জরুরী ।

      Comment

      Working...
      X