[IMG]https://media.nbcwashington.com/images/144*81/Muslim_Family_Describes_Discrimination_at_Hospital .jpg[/IMG]
'আপনারা দেখতে ভয়ঙ্কর' এক মুসলিম পরিবারকে লক্ষ্য করে!
আমেরিকা এমন একটি দেশ যারা পুরো বিশ্বের মুসলিমদের হত্যা করে যাচ্ছে। তারা পৃথিবী থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে চায়। যেসব মুসলিমরা আমেরিকায় বসবাস করছেন, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারছেন না। শিশুদের আরবি নাম রাখা, মহিলাদের বোরকা পরিধান করা ও পুরুষরা দাড়ি রাখলে নির্মম অত্যাচারের শিকার হতে হয়। একই অবস্থা বিরাজ করছে পূর্ব তুর্কিস্তান ও চীনে।
একটি আমেরিকান মুসলিম পরিবার আমরিকার পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যের উত্তর ভার্জিনিয়ার একটি হাসপাতালে তাদের এক নবজাতক শিশুর জন্মের পর আনন্দে আহ্লাদিত হয়ে তাকে দেখার জন্য গিয়েছিলেন।
তারপর হাসপাতালের কর্মীরা মুসলিম পরিবারটিকে অপদস্থ করে হাসপাতাল থেকে প্রহার করে বের করে দেয়ার হুমকি দিয়েছে। তারা নাকি দেখতে ভয়ঙ্কর।
গত বছরে ডিসেম্বরের প্রথম দিকে জহির পরিবার ভার্জিনিয়া ফেয়ারফ্যাক্সের ইনভো ফেয়ার ওক্স হাসপাতালে আহমেদ জহির তার নবজাতক শিশুকে দেখতে গিয়েছিলেন বলে জানায় "ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্স্ট মুসলিমস" নামক বার্তা সংস্থা।
বার্তা সংস্থাটির বরাতে আরো জানা যায়, নিউজ০৪-এর এক সাক্ষাৎকারে বলা হয়, নবজাতকের বাবা আরওয়া জহর ও তার পরিবার নবজাতক শিশুকে দেখার জন্য যখন তৃতীয় তলায় বার্থিং সেন্টারে গিয়েছিলেন, তখন তারা নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয়ে একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন!
'আপনারা দেখতে ভয়ঙ্কর' এক মুসলিম পরিবারকে লক্ষ্য করে!
আমেরিকা এমন একটি দেশ যারা পুরো বিশ্বের মুসলিমদের হত্যা করে যাচ্ছে। তারা পৃথিবী থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে চায়। যেসব মুসলিমরা আমেরিকায় বসবাস করছেন, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারছেন না। শিশুদের আরবি নাম রাখা, মহিলাদের বোরকা পরিধান করা ও পুরুষরা দাড়ি রাখলে নির্মম অত্যাচারের শিকার হতে হয়। একই অবস্থা বিরাজ করছে পূর্ব তুর্কিস্তান ও চীনে।
একটি আমেরিকান মুসলিম পরিবার আমরিকার পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যের উত্তর ভার্জিনিয়ার একটি হাসপাতালে তাদের এক নবজাতক শিশুর জন্মের পর আনন্দে আহ্লাদিত হয়ে তাকে দেখার জন্য গিয়েছিলেন।
তারপর হাসপাতালের কর্মীরা মুসলিম পরিবারটিকে অপদস্থ করে হাসপাতাল থেকে প্রহার করে বের করে দেয়ার হুমকি দিয়েছে। তারা নাকি দেখতে ভয়ঙ্কর।
গত বছরে ডিসেম্বরের প্রথম দিকে জহির পরিবার ভার্জিনিয়া ফেয়ারফ্যাক্সের ইনভো ফেয়ার ওক্স হাসপাতালে আহমেদ জহির তার নবজাতক শিশুকে দেখতে গিয়েছিলেন বলে জানায় "ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্স্ট মুসলিমস" নামক বার্তা সংস্থা।
বার্তা সংস্থাটির বরাতে আরো জানা যায়, নিউজ০৪-এর এক সাক্ষাৎকারে বলা হয়, নবজাতকের বাবা আরওয়া জহর ও তার পরিবার নবজাতক শিশুকে দেখার জন্য যখন তৃতীয় তলায় বার্থিং সেন্টারে গিয়েছিলেন, তখন তারা নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয়ে একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন!
Comment