এডওয়ার্ড গালাগার: ইরাক যুদ্ধের পিশাচী, আজ হলো নির্দোষ!
সূত্র:https://alfirdaws.org/2019/07/07/24509/
ইউএস নেভী সীল এডওয়ার্ড গালাগার, যাকে ইরাকের নিরীহ ও নিরস্ত্র মুসলিমদের হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। সম্প্রতি আমেরিকার সামরিক আদালত তাকে নিরপরাধ ঘোষণা দিয়ে শাস্তি থেকে রেহাই দিয়েছে বলে জানায় বিবিসি নামক একটি সংবাদ সংস্থা!
সংবাদ সংস্থাটি জানায়, গালাগার নামক এই নরপশু এক ইরাকী বালককে ছুরি দ্বারা জবাই করে তার মৃতদেহের সাথে গর্বভরে ছবি তুলেছিল।
এছাড়াও নেভী সীলের এই স্নাইপারকে আরও দু’জন নিরস্ত্র ইরাকী মুসলিমকে হত্যা করার কারণে অভিযুক্ত করা হয়েছিল। যাদের মধ্যে একজন ইরাকী বালিকা ও একজন বৃদ্ধ মুসলিম ছিলেন, যিনি টাইগ্রীস নদীর তীরে হাঁটতে বেড়িয়েছিলেন। আর সে সময়েই এই নরপশু তাকে গুলি করে হত্যা করে।
সংবাদ সংস্থাটি জানায়, গালাগার নামক এই নরপশু এক ইরাকী বালককে ছুরি দ্বারা জবাই করে তার মৃতদেহের সাথে গর্বভরে ছবি তুলেছিল।
এছাড়াও নেভী সীলের এই স্নাইপারকে আরও দু’জন নিরস্ত্র ইরাকী মুসলিমকে হত্যা করার কারণে অভিযুক্ত করা হয়েছিল। যাদের মধ্যে একজন ইরাকী বালিকা ও একজন বৃদ্ধ মুসলিম ছিলেন, যিনি টাইগ্রীস নদীর তীরে হাঁটতে বেড়িয়েছিলেন। আর সে সময়েই এই নরপশু তাকে গুলি করে হত্যা করে।
সূত্র:https://alfirdaws.org/2019/07/07/24509/
Comment