ইউরোপের বৃহত্তম মার্বেল মসজিদটির আসন্ন উদ্বোধন ঘোষণা করলেন রমজান কাদিরভ!
গত শুক্রবার রাশিয়ার জবরদখলকৃত চেচনিয়ায় “রমজান কাদিরভ” আসন্ন উদ্বোধন ঘোষণা করেন ইউরোপের সর্ববৃহৎ মসজিদ।
প্রায় দেড় হাজার বর্গমিটার আয়তনের এই বৃহত্তম মসজিদটি নির্মাণ করা হয় চেচনিয়ার মূল শহরে। যার নামকরণ করা হয় “প্রাইড অব মুসলিম”। মসজিদেটির প্রতিটি কাতারে ঘরে 3 হাজার এবং একসাথে এক লক্ষাধিক লোক নামায পড়তে পারবেন। মসজিদটিতে ৬৩ মিটার উচ্চতার চারটি দৃষ্টিনন্দনীয় মিনারও নির্মাণ করা হয়েছে, যুক্ত করা হয়েছে ছোট বড় কয়েকটি গম্বুজও, এর মাঝে কেন্দ্রীয় গম্বুজটি ৪০ মিটারেরও বেশি উচু। মনজিদটিতে 12 টি ঝর্ণাও রয়েছে।
এছাড়াও মসজিদ কমপ্লেক্সে থাকার জন্যেও বিশাল আকারের কয়েকটি ভবনও নির্মাণ করা হয়েছে, যাতে এক সাথে ৩০ হাজারেরও অধিক লোক থাকতে পারবেন।
এই মসজিদটিকে বর্তমানের ইসলামী স্থাপত্যের উপহার হিসাবে বিবেচনা করছেন অনেকেই, যার নির্মাণ কাজে সুন্দর নকশা এবং মার্বেল পাথরে ব্যবহৃত হয়েছে।
Comment