ফটো রিপোর্ট || শিক্ষকদের জন্য সেমিনারের আয়োজন করেছে আফগানিস্তান ইসলামী ইমারতের শিক্ষা কমিশন
আফগানিস্তান ইসলামী ইমারতের প্রশিক্ষণ, শিক্ষা এবং উচ্চশিক্ষা কমিশন গত ১৪ই মুহাররম ১৪৪১হিজরীতে আফগানিস্তানের মায়দান ওয়ার্দাক প্রদেশের জাগাতো, সায়েদাবাদ, ছাক এবং জালগা জেলায় বিদ্যালয় শিক্ষকদের জন্য সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে বিশেষভাবে প্রশাসনিক এবং শিক্ষাদান পর্যায়ে শিক্ষার গুণগত মান কীভাবে উন্নতি করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
অনুরূপভাবে, আসন্ন (২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে) নির্বাচন সম্পর্কেও সেমিনারে শিক্ষকদেরকে জানানো হয়েছে। বুঝানো হয়েছে, এই আমেরিকান প্রজেক্টকে বয়কট ও ব্যর্থ করা কীভাবে প্রত্যেক মুমিন আফগানীর ধর্মীয় ও জাতীয় দায়িত্ব। পরবর্তীতে গতকাল ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ঐ নির্বাচনটি আফগান দৃঢ়চেতা মুজাহিদ মুসলিম জাতি সম্পূর্ণভাবে বয়কট করেছেন এবং দুশমনদের কুচক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ।
নিচে সেমিনারের কিছু পিকচার দেখুন-
সূত্র: https://alfirdaws.org/2019/09/29/27314/
আফগানিস্তান ইসলামী ইমারতের প্রশিক্ষণ, শিক্ষা এবং উচ্চশিক্ষা কমিশন গত ১৪ই মুহাররম ১৪৪১হিজরীতে আফগানিস্তানের মায়দান ওয়ার্দাক প্রদেশের জাগাতো, সায়েদাবাদ, ছাক এবং জালগা জেলায় বিদ্যালয় শিক্ষকদের জন্য সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে বিশেষভাবে প্রশাসনিক এবং শিক্ষাদান পর্যায়ে শিক্ষার গুণগত মান কীভাবে উন্নতি করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
অনুরূপভাবে, আসন্ন (২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে) নির্বাচন সম্পর্কেও সেমিনারে শিক্ষকদেরকে জানানো হয়েছে। বুঝানো হয়েছে, এই আমেরিকান প্রজেক্টকে বয়কট ও ব্যর্থ করা কীভাবে প্রত্যেক মুমিন আফগানীর ধর্মীয় ও জাতীয় দায়িত্ব। পরবর্তীতে গতকাল ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ঐ নির্বাচনটি আফগান দৃঢ়চেতা মুজাহিদ মুসলিম জাতি সম্পূর্ণভাবে বয়কট করেছেন এবং দুশমনদের কুচক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ।
নিচে সেমিনারের কিছু পিকচার দেখুন-
সূত্র: https://alfirdaws.org/2019/09/29/27314/
Comment