কথিত বন্ধুদেশ ভারতের রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম বাড়ছেই!
দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা করে। দুইদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতো।
বর্তমানে তা একশ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশীয় পেয়াঁজ বিক্রি হচ্ছে একশ ৪০ টাকায়।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আতাউর রহমান বলেন, প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা মনিটরিং না থাকায় আমার মতো সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে। সরকার দাম কমানোর কথা বললেও তা কার্যকর হচ্ছে না।
পেঁয়াজ ব্যবসায়ী আহম্মেদ আলী বলেন, এক সপ্তাহ আগে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। এখন সেটা বেড়ে একশ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের চাহিদা বেশি থাকায় বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করছি।
পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, পেঁয়াজ সংকট ও মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে ২৯ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। বন্ধের আগে খোলা এলসিতে এক হাজার টন পেঁয়াজ রপ্তানি করে ভারত। বাকি পেঁয়াজ দুর্গাপূজার ছুটি শেষে রপ্তানির কথা বললেও শুধু তার নামের ৫১ টন পেঁয়াজ রপ্তানি করে। হিলি বন্দর দিয়ে বর্তমানে পেঁয়াজ আমদানি একেবারে বন্ধ রয়েছে।
খবর: কালের কন্ঠ
খবর: কালের কন্ঠ
Comment