ভারতীয় মুসলমানদের নিয়ে আবারও বিষোদগার করল বিজেপি’র মন্ত্রী
ভারতীয় মুসলমানদের নিয়ে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির বিষোদগার যেন থামছেই না। গত বুধবার বিহারের পুর্নিয়ায় এক সভায় বিজেপির মন্ত্রী গিরিরাজ সিং বিষোদগার করে বলেছে, ভারতের সব মুসলিমদেরই ১৯৪৭ সালে পাকিস্তান পাঠিয়ে দেয়া উচিত ছিল। সেটা না করায় আজ পূর্বসূরীদের সেই ‘ভুলের’ খেসারত দিতে হচ্ছে আমাদের।
সে আরও বলেছে, আমাদের সময় এসেছে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার। ১৯৪৭ সালের আগে (মোহাম্মদ আলী) জিন্নাহ একটি মুসলিম রাষ্ট্রের চেষ্টা করেছিলেন। সেটা ছিল আমাদের পূর্বসূরীদের বড় ভুল, আজ আমরা সেই ভুলের মাসুল দিচ্ছি।
‘তখন যদি মুসলিমদের ওখানে (পাকিস্তান) পাঠানো এবং হিন্দুদের এখানে (ভারত) নিয়ে আসা হতো, তাহলে আজ আর এই পরিস্থিতিতে থাকতাম না। ভারতবাসী যদি এখানে আশ্রয় না পায় তো আর কোথায় যাবে?’
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতায় চলমান আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়েই এসব কথা বলেছে এই বিজেপির গুণ্ডা।
এই আইনে ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া শুধু অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।
সূত্র: https://alfirdaws.org/2020/02/22/33346/
ভারতীয় মুসলমানদের নিয়ে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির বিষোদগার যেন থামছেই না। গত বুধবার বিহারের পুর্নিয়ায় এক সভায় বিজেপির মন্ত্রী গিরিরাজ সিং বিষোদগার করে বলেছে, ভারতের সব মুসলিমদেরই ১৯৪৭ সালে পাকিস্তান পাঠিয়ে দেয়া উচিত ছিল। সেটা না করায় আজ পূর্বসূরীদের সেই ‘ভুলের’ খেসারত দিতে হচ্ছে আমাদের।
সে আরও বলেছে, আমাদের সময় এসেছে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার। ১৯৪৭ সালের আগে (মোহাম্মদ আলী) জিন্নাহ একটি মুসলিম রাষ্ট্রের চেষ্টা করেছিলেন। সেটা ছিল আমাদের পূর্বসূরীদের বড় ভুল, আজ আমরা সেই ভুলের মাসুল দিচ্ছি।
‘তখন যদি মুসলিমদের ওখানে (পাকিস্তান) পাঠানো এবং হিন্দুদের এখানে (ভারত) নিয়ে আসা হতো, তাহলে আজ আর এই পরিস্থিতিতে থাকতাম না। ভারতবাসী যদি এখানে আশ্রয় না পায় তো আর কোথায় যাবে?’
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতায় চলমান আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়েই এসব কথা বলেছে এই বিজেপির গুণ্ডা।
এই আইনে ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া শুধু অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।
সূত্র: https://alfirdaws.org/2020/02/22/33346/
Comment