Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ্ নিউজ # ১৮ই শাবান, ১৪৪১ হিজরী # ১৩ই এপ্রিল, ২০২০ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ্ নিউজ # ১৮ই শাবান, ১৪৪১ হিজরী # ১৩ই এপ্রিল, ২০২০ ঈসায়ী।

    খোরাসান | মুরতাদ বাহিনীর নিকট আইএস প্রধানের আত্মসমর্পণ!



    মিথ্যার উপর প্রতিষ্ঠিত তথাকথিত আইএসের খেলাফত একে একে বিলুপ্ত হয়ে তা সীমাবদ্ধ হয়ে আসে তাদের মিথ্যার দেয়ালে ঢাকা মিডিয়াতে। গত কয়েক সপ্তাহ আগে আফগান ত্বাগুত সরকার দাবী করে যে, তারা ISKP (আইএস আফগান শাখা) এর প্রধান আসলাম ফারুকীকে বন্দী করেছে। কিন্তু তখন তালেবানদের পক্ষহতে স্পস্ট বলা হয়েছিল যে, তাকে গ্রেফতার করা হয়নি বরং সে ও তার বাহিনী তালেবানদের হামলা হতে বাঁচতে আফগান মুরতাদ সরকারের কাছে আত্মসমর্পণের মাধ্যমে আশ্রয় নিয়েছে।

    আর এর সত্যতা মিল আইএস প্রধান আসলাম ফারুকীর বক্তব্যে। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে সে বলেছিল যে, তালেবান আফগানিস্তানের আইএস গ্রুপের ৯০ শতাংশকে ইতিমধ্যে হত্যা ও বন্দী করে নিয়েছে।

    সাংবাদিক শিশির গুপ্ত হিন্দুস্তান টাইমসে লিখেছে, তালেবানদের হাত থেকে বেছে যাওয়া বাকি আইএস সদস্যরা নানগাহার প্রদেশের “আচিন” জেলায় আশ্রয় নিয়েছিল। কিন্তু উক্ত জেলাটিও তালেবান খুব দ্রুতই অবরুদ্ধ করে নেয় এবং সেখানে নিজেদের নিয়ন্ত্রান প্রতিষ্ঠা করতে শুরু করে। এসময় কোন উপায় না পেয়ে আইএসের কাপুরুষ যোদ্ধারা ইসলামের দিকে ফিরে না এসে মুরতাদ কাবুল প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে।

    উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া অফিসিয়ালভাবে গত কয়েকমাস পূর্বে তাদের সকল যোদ্ধাদের নির্দেশ দিয়েছিল যে, যাতে তারা আইএসের বিরুদ্ধে পরিচালিত কোন অভিযানের নিউজ প্রচার না করে। কেননা এতে ক্রুসেডার আমেরিকা ও আফগান মুরতাদ বাহিনী সতর্ক হয়ে যেত এবং আইএসদের সহায়তায় তারা এগিয়ে আসত। আলহামদুলিল্লাহ, তালেবান মুজাহিদগণ তাদের এই যুদ্ধ কৌশলে সফলতা লাভ করেন এবং খোরাসানের মাটিতে আইএসকে লাঞ্চনাকর পরাজয় উপহার দেন।


    সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36155/
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    তারাবির নামাজ স্থগিত করল সৌদি!



    মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে আসন্ন পবিত্র রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ হবে না। এ করোনাভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত মসজিদে তারাবির নামাজ স্থগিত থাকবে। রবিবার দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানায়।

    সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আসছে রমজান মাসে তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করা হবে না। করোনাভাইরাসের প্রকোপ কমে না আসা পর্যন্ত মসজিদে সবরকম জমায়েত স্থগিতের নির্দেশ অব্যাহত থাকবে।

    এছাড়া কারো জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণজমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

    প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। ৫৯ জন মারা গেছেন।


    সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36012/
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      অমানবিক অস্ট্রেলিয়ার সরকার, মানবেতর জীবন কাটাচ্ছে শিক্ষার্থীরা



      অমানবিক অস্ট্রেলিয়ার সরকার, মানবেতর জীবন কাটাচ্ছে শিক্ষার্থীরা করোনাভাইরাস সমস্যার কারণে অস্ট্রেলিয়ায় অস্থায়ী বাংলাদেশিরা চরম বিপাকে পরেছে। এর মধ্যে সেখানে অবস্থান করা শিক্ষার্থীরা বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছে। পিরোজপুর জেলার কয়েকজন শিক্ষার্থী ফোনে তাদের দুরাবস্থার কথা জানিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে।

      জানা যায়, অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কয়েক হাজার মানুষ বসবাস করে। এর মধ্যে বড় একটি অংশ শিক্ষার্থী। এর মধ্যে পিরোজপুর জেলারও রয়েছে। এসব শিক্ষার্থীরা সেখানে খন্ডকালীন কাজ করে তাদের লেখাপড়াসহ অন্যান্য খরচ মেটায়। এছাড়াও রয়েছে স্থায়ী ও অস্থায়ী ভিসার নাগরিক। অস্থায়ী ভিসায় রয়েছে অনেক দর্শনার্থী। এসব দশনার্থীরা স্বল্প তহবিল নিয়ে সেখানে গিয়েছিল। খবরঃ বিডি প্রতিদিন

      অস্ট্রেলিয়ায় অবস্থান করা পিরোজপুরের শিক্ষার্থী তৌকির মুজিব ফোনে জানায়, করোনাভাইরাসের প্রকোপ শুরু হারার পরই তারা দেশে ফেরার জন্য হাইকমিশনে যোগাযোগ করে। তারা হাইকমিশনের পরামর্শ মতো বানিজ্যিক এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে। এরপর তাদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তারা সকলে সুস্থ আছে বলে জানা যায়। কিন্তু এর মধ্যে একের পর এক এয়ারলাইন্স তাদের যাত্রা স্থগিত করে।
      অস্ট্রেলিয়ায় প্রবাসী শিক্ষার্থীরা আরও জানায়, সেখানে তাদের প্রায় সকলের খন্ডকালীন কাজ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি হাইকমিশন থেকে তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে। এ পর্যায় তারা এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে জানতে পারে অস্ট্রেলিয়া থেকে বিমান ছেড়ে আসতে পারলেও বাংলাদেশের মাটিতে বিমান অবতরন করার অনুমতি নেই। ফলে তারা এখন অস্ট্রেলিয়ার বিভিন্ন গাড়ির গ্যারেজ, ষ্টোর রুমে বসবাস করেছে। তাদের কাছে টাকা পয়সা নেই বললেই চলে। এর মধ্যে অনেকে অনাহারেও দিন কাটাচ্ছে।

      অন্যদিকে, এক শিক্ষার্থীর বাবা দেশে ক্যন্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দিন গুনছে। শেষ মুহূর্তে অসুস্থ বাবাকে একবার দেখতে না পারার কষ্টে অনেকটাই দিশেহারা ওই শিক্ষার্থী।

      এসব শিক্ষার্থীরা বাংলাদেশ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে বলেন, তারা বর্তমানে সুস্থ আছেন। যেহেতু তাই তাদের দেশে ফিরিয়ে নেওয়া হোক। বর্তমানে তাদের দুরাবস্থার শেষ নেই। বিশেষ করে পারিবারিক ভাবে যে সকল শিক্ষার্থীরা বেশি স্বচ্ছল না, তাদের অবস্থা শোচনীয়।


      সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36013/
      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে আবার ট্রাম্পের বোকামী



        মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে মূর্খতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। করোনাকে ‘খুবই ব্রিলিয়ান্ট’ এবং ‘জিনিয়াস’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, “অ্যান্টিবায়োটিক দিয়ে এ স্মার্ট ভাইরাসকে প্রতিরোধ করা যাচ্ছে না।”

        গতকাল (রোববার) ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট প্রশ্ন তুলেছে- অ্যান্টিবায়োটিক দিয়ে কি ভাইরাস প্রতিহত করা যায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকরী।

        আর কোভিড-১৯ একটি ভাইরাসজনিত রোগ। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, কিভাবে করোনা ছড়াচ্ছে এবং কিভাবে এর চিকিৎসা হবে আমার জানা নেই।

        আমেরিকাজুড়ে করোনার পরীক্ষা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটি সত্যি খুবই ব্রিলিয়ান্ট শত্রু। আমরা ইতোমধ্যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছি। আপনারাও তা দেখেছেন। প্রত্যেক সমস্যার সমাধান করে অ্যান্টিবায়োটিক। বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় শত্রু এ ভাইরাস এতটাই ব্রিলিয়ান্ট যে অ্যান্টিবায়োটিকে কোনো কাজ হচ্ছে না।”

        ব্রিটিশ দার্শনিক ও লেখক এসি গ্রাইলিং নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ‘ট্রাম্প জানেন না যে, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে টার্গেট করে, ভাইরাসকে নয়। কোভিড-১৯ একটি ভাইরাস। ট্রাম্প একটা গর্দভ। তিনি একজন মারাত্মক আহাম্মক।’

        এর দু’সপ্তাহ আগে মার্কিনপ্রেসিডেন্ট ম্যালেরিয়া রোগের ওষুধ দিয়ে করোনাভাইরাসের চিকিৎসা করা যাবে বলে উল্লেখ করেছিলেন।

        সূত্র: পার্সটুডে


        সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36027/
        আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

        Comment


        • #5
          ভারতে অপরিকল্পিত লকডাউন : অনাহারে ৫ সন্তানকে গঙ্গায় ফেলে দিলেন মা



          করোনার প্রাদুর্ভাবে ভারতজুড়ে চলছে মালাউন মোদি সরকারের অপরিকল্পিত লকডাউন। এতে নিম্ন আয়ের অনেক মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। লকডাউনের ফলে গত কয়েকদিন ধরে শিশু সন্তানদের নিয়ে অনাহারে দিন কাটছিল এক অসহায় মায়ের। খাবার জোগাড় করতে না পেরে অবশেষে পাঁচ সন্তানকে গঙ্গায় ফেলে দিয়েছেন তিনি।

          ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত রোববার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়।

          খবরে বলা হয়, গত কয়েকদিন ধরে চলা লকডাউনের কারণে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। ঘরে যেটুকু খাবার সঞ্চিত ছিল এই কদিনে তাও ফুরিয়ে গিয়েছিল। খাবারের জোগাড় করতে না পেরে পাঁচ সন্তানকে গঙ্গায় ফেলে দেন ওই নারী।

          তবে সূত্রের বরাতে খবরে বলা হয়, অভিযুক্ত নারী একজন দিন আনা দিন খাওয়া শ্রমিক। লকডাউনের ফলে উপার্জন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তার। যেটুকু সঞ্চিত অর্থ ও খাবার ছিল তাও শেষ হয়ে যায়।

          ফলে তার ও সন্তানদের অনাহারে দিন কাটছিল। ক্ষুধার্ত সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরেই তিনি তাদের গঙ্গায় ফেলে দেন বলে ওই নারী স্থানীয়দের জানিয়েছেন।

          জানা গেছে, করোনা লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতের গরিব মানুষ। তাদের একটা বড় অংশের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। খাবারে অভাবে ঘরে ঘরে তীব্র হাহাকার চলছে।

          লকডাউনের কারণে রাজ্যের একজনও মানুষ অভুক্ত থাকবে না বলে ঢাকঢোল পিটিয়ে প্রচার করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। কিন্তু ভাদোহি জেলার ঘটনা রাজ্যের প্রান্তিক মানুষের বিপন্নতার ছবি আরও প্রকট করে তুলেছে।

          প্রসঙ্গত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৯০৯ জন। মৃত ৩৪ জন। এ নিয়ে মোট মৃত ২৭৩ জনে দাঁড়িয়েছে।


          সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36042/
          আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

          Comment


          • #6
            ত্রাণের চাল খোলাবাজারে নিয়ে ধরা খেলো দুর্নীতিবাজ ২ যুবলীগ নেতা



            নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ত্রাণের চাল খোলাবাজারে বিক্রির করে ধরা খেয়েছে ২ যুবলীগ নেতা। আজ রোববার দুপুরে উপজেলার উত্তর বাখরনগর বাজার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের নেতৃত্বে তাঁদের আটক করা হয়। রিপোর্টঃ প্রথম আলো

            আটক দুজন হলেন খাদ্যবান্ধব কর্মসূচির স্থানীয় পরিবেশক (ডিলার) রফিকুল ইসলাম ও বাজারের চালের দোকানদার হালিম মিয়া। তাঁদের মধ্যে রফিকুল ইসলাম উত্তর বাখরনগর ইউনিয়ন সন্ত্রাসী যুবলীগের সাধারণ সম্পাদক।

            খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর বাখরনগর বাজারে ত্রাণের চাল খোলাবাজারে বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম সেখানে অভিযান চালান। এ সময় ডিলার রফিকুল ইসলামের গুদামে মজুত করা চালের পরিমাণে ১৪ বস্তা ঘাটতি থাকায় তাঁকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের অভিযোগে হালিম মিয়ার দোকান থেকে ৩ বস্তা সরকারি সিলসহ চালের বস্তা উদ্ধার হওয়ার ঘটনায় তাঁকেও আটক করা হয়।


            সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36020/
            আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

            Comment


            • #7
              ৬ ডাক্তার বরখাস্তের প্রতিবাদ জানালেন কর্ম কমিশনের সদস্য আব্দুল জব্বার খান



              পিএসসি সদস্য আব্দুল জব্বার খান আজ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি ৬ ডাক্তার বরখাস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। পাঠকের জন্য সেটা হুবহু তুলে ধরা হলঃ

              “এই দুর্যোগের সময় আর কেউই চাকরি হারালো না, হারালো ছয়জন চিকিৎসক!
              সব সময় ভেবেছেন দেশের স্বাস্থ্যখাতকে উন্নত করার কোনো দরকার নেই। আমার কিছু হলে বিদেশে গিয়ে ট্রীটমেন্ট নিয়ে আসবো। রথ দেখা কলা বেচা দুটোই হবে। সামান্য সর্দিকাশি হলেও Thorough Check up করতে বিদেশে উড়াল দিয়েছেন। বাই দ্যা ওয়ে, এই thorough check up জিনিসটাও কিন্তু আপনারই পরিভাষা। মেডিকেল সায়ন্সে এই ভাষা এখনো অনুপস্থিত।

              এদেশের মানুষের ট্যাক্সের টাকায় কি শুধু ডাক্তার-এঞ্জিনিয়াররা পড়ে? বাংলা, ইংরেজি, ইতিহাস, আইনের ছাত্ররা পড়ে না? গায়ে লাগলো? ইউজিসির কাছ থেকে মাথাপিছু খরচের হিসাবটা দেখে নিবেন। জ্বী, কারিগরি বিশ্ববিদ্যালয়ের খরচ জেনারেল বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম। তারপরও ছড়ি ঘোরাবার সময় মনে হয় এরা দেশের মানুষের টাকা চুষেচুষে খেয়েছে, এদের শায়েস্তা করতে হবে।

              আপনার অফিসটাকে ঝকঝকে তকতকে রাখার জন্য পিয়ন আবদালি সবই রেখেছেন। চাকরি জীবনের মাঝ বয়সে এসে গাড়ি, ড্রাইভার সব পাবার জন্য নিয়ম বানিয়ে নিচ্ছেন। আহা! আপনার সেবাটাই শুধু জনগণের জন্য গুরুত্বপূর্ণ আর ডাক্তারের সেবা, শিক্ষকের সেবা?

              আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে নিজের অফিস রুমে বসে এসিটা ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। আর আপনার সরকারি ডাক্তার সে দৌড়াতে দৌড়াতে শুধু রোগীই দেখবে! আপনার দেশের ডাক্তারের রুমে শেষ কবে গিয়েছেন? এই ডাক্তার তার শিক্ষাজীবনের কোন স্তরে আপনার চেয়ে পিছিয়ে পড়া ছাত্র ছিল? আপনাদের কত পারসেন্ট এই ডাক্তারের চেয়ে বেশি মেধার স্বাক্ষর রাখতে পেরেছেন?

              ক্যাডার সার্ভিসের মধ্যে এই আকাশপাতাল বৈষম্য সৃষ্টি করেছে কে? একজন গাঁটের পয়সা খরচ করে গাড়ি, ড্রাইভার, এসি পাবে আরেকজন চলবে জনগণের পয়সায়! ওয়াও!!

              আজকে স্বাস্থ্যখাতের যে করুণ অবস্থা দৃশ্যমান হয়েছে সেজন্য দায়ী কে, কারা? তাদের কয়জনের চাকরি গেছে? নাকি তারা untouchable সম্প্রদায়ের?

              হাসপাতাল ব্যবস্থাপনা কি ডাক্তারদের কাজ? মেডিকেল ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি, লুটপাট চলেছে যুগযুগ ধরে সেটার ভাগতো আপনিও নিয়েছেন। এসব সিন্ডিকেটের খবর আপনার পিয়নও জানে। জানেন না শুধু আপনি?

              ঐ ছয়জনকে বরখাস্ত করার আগে এগুলো একটু ভাবা উচিত ছিল না? একবারো কি আপনারা এই লকডাউনের মধ্যে ডাক্তাররা কি খেয়ে ডিউটি করছেন, নাকি না খেয়ে করছেন, নাকি শুকনো পাউরুটি আর কলা খেয়ে করছেন – সেই খবর রেখেছেন? কী সুব্যবস্থা রেখেছেন তাদের জন্য?

              করোনা ভাইরাস হয়তো আর দুই মাস পর চলে যাবে কিন্তু আপনারা যে কঠিন ভাইরাসে আক্রান্ত হয়ে বসে আছেন সেটা থেকে জাতি কীভাবে রক্ষা পাবে?

              ভাবার সময় পেয়েছেন, ভাববেন। বেঁচে থাকলে ভাইরাসমুক্ত হয়ে ফিরে আসবেন – এই শুভকামনাই রইলো।”


              সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36160/
              আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

              Comment


              • #8
                শাম | ক্রুসেডার রাশিয়ান বাহিনীর পথ অবরুদ্ধ করায় সাধারণ জনতার উপর হামলা চালাল তুর্কি বাহিনী!



                গত ১২ এপ্রিল সিরিয়ার উত্তর-পশ্চিম হালাব (আলেপ্পো) সিটির আন্তর্জাতিক মহাসড়ক হয়ে ভারী যানবাহন নিয়ে অতিক্রম কালে ক্রুসেডার রাশিয়ান বাহিনীর পথ অবরুদ্ধ করেন সাধারণ সিরিয়ান মুসলিমরা।(মহাসড়কটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে)

                এসময় দখলদার তুর্কি ও তাদের গোলাম বিদ্রোহী গ্রুপগুলো ক্রুসেডার রাশিয়ান বাহিনীর জন্য পথ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাধারণ মানুষ হাজারো মুসলিম হত্যাকারী ক্রুসেডারদের জন্য পথ উন্মুক্ত করে দিতে অস্বীকৃতি জানায়।

                পরে তুর্কি বাহিনী তাদের গোলাম বিদ্রোহীদের সহায়তায় দখলদার রাশিয়ার ক্রুসেডারদের এগিয়ে দেওয়ার জন্য সড়কে অবস্থানরত সাধারণ জনতার উপর হামলা চালায়, এতে কয়েক ডজন বেসামরিক নাগরিক হতাহতের শিকার হন।

                এদিকে গাদ্দার তুরষ্ক ইদলিব সিটির মুক্ত এলাকাগুলোতে ক্রুসেডার রাশিয়ার টহলরত দলগুলোর জন্য উন্মুক্ত ও প্রশস্ত পথ তৈরি করতে দফায় দফায় সাধারণ মানুষের সাথে সংঘাতে জড়াচ্ছে। ক্রুসেডার রাশিয়ান বাহানীর টহল চৌকিগুলোকে উত্তেজিত সাধারণ সিরিয়ানদের হামলা থেকে রক্ষা করতে নিয়োগ করা হয়েছে তুর্কি পেটুওয়া পুলিশ ও সেনা বাহিনীকে। সাধারণ জনগণকে মুক্ত অঞ্চল হতে আরো ২০০ মিটার ভিতরে নিয়ে আসাতে এবং ক্রুসেডার রাশিয়ান বাহিনীকে ইদলিব সিটিকে পরিপূর্ণরূপে অবরুদ্ধ করতে সহায়তা করে যাচ্ছে তুর্কি বাহিনি।


                সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36150/
                আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

                Comment


                • #9
                  এরদোগানের তুরস্ক!!! কী আশ্চর্য এ লোকটা! সে এই সময় ইউরোপে চিকিৎসা সামগ্রী পাঠায়! ইসরাঈলে পর্যন্ত চিকিৎসা সামগ্রী পাঠায়!! অথচ তার বাবারা তাকে বিপদের সময় কোন সাহায্য করে না। আবার রাশিয়াকে সাহায্য করার জন্য মুসলিম জনগণের উপর হামলা চালায়!! আশ্চর্য লাগে!! লোকটার কতগুলো কাজে দেখা যায়, সে মুসলিমদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আবার এরকম কাজগুলোও করে। লোকটা চূড়ান্ত ক্ষমতালোভী। লোকটা পৃথিবীর মুসলিমদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে।

                  এরদোগান যে মুসলিম না, তা সুনিশ্চিত। কিন্তু ইসলামের ভেতরে না থাকলেও বেশ কিছু ক্ষেত্রে মুসলিমদের প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। কিন্তু আবার নিজ কাফের বন্ধুদের সাথেও মিল-মহব্বত রাখতে চায়। লোকটার অবস্থা বিরক্তিকর। আল্লাহ একে যে কোন একদিকে নিয়ে আসুন!!!

                  Comment


                  • #10
                    আইএসকে পরাজিত করা অত্যন্ত খুশির সংবাদ। অনেক কাফেরদের পরাজিত করার চেয়েও এদের ফেতনা নির্মূল হওয়া অধিক আনন্দের বিষয়। কারণ এই ঝামেলাগুলো পিছন দিক থেকে মুসলিমদের পিঠে আঘাত করে, জয়কেও পরাজয়ে রূপান্তর করে দেয়।

                    Comment


                    • #11
                      Originally posted by Al-Firdaws News View Post
                      করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে আবার ট্রাম্পের বোকামী



                      মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে মূর্খতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। করোনাকে ‘খুবই ব্রিলিয়ান্ট’ এবং ‘জিনিয়াস’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, “অ্যান্টিবায়োটিক দিয়ে এ স্মার্ট ভাইরাসকে প্রতিরোধ করা যাচ্ছে না।”

                      গতকাল (রোববার) ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট প্রশ্ন তুলেছে- অ্যান্টিবায়োটিক দিয়ে কি ভাইরাস প্রতিহত করা যায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকরী।

                      আর কোভিড-১৯ একটি ভাইরাসজনিত রোগ। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, কিভাবে করোনা ছড়াচ্ছে এবং কিভাবে এর চিকিৎসা হবে আমার জানা নেই।

                      আমেরিকাজুড়ে করোনার পরীক্ষা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটি সত্যি খুবই ব্রিলিয়ান্ট শত্রু। আমরা ইতোমধ্যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছি। আপনারাও তা দেখেছেন। প্রত্যেক সমস্যার সমাধান করে অ্যান্টিবায়োটিক। বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় শত্রু এ ভাইরাস এতটাই ব্রিলিয়ান্ট যে অ্যান্টিবায়োটিকে কোনো কাজ হচ্ছে না।”

                      ব্রিটিশ দার্শনিক ও লেখক এসি গ্রাইলিং নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ‘ট্রাম্প জানেন না যে, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে টার্গেট করে, ভাইরাসকে নয়। কোভিড-১৯ একটি ভাইরাস। ট্রাম্প একটা গর্দভ। তিনি একজন মারাত্মক আহাম্মক।’

                      এর দু’সপ্তাহ আগে মার্কিনপ্রেসিডেন্ট ম্যালেরিয়া রোগের ওষুধ দিয়ে করোনাভাইরাসের চিকিৎসা করা যাবে বলে উল্লেখ করেছিলেন।

                      সূত্র: পার্সটুডে


                      সূত্র: https://alfirdaws.org/2020/04/13/36027/
                      হায়়়........যদি এ ভাইরাসে মালাউন ট্রাম্প মরতো, কতইনা ভালো হত ৷

                      Comment


                      • #12
                        করোনা প্রতিরোধে মুর্খ ও অযোগ্য মোদি ও যোগি সরকার দেশ ও দেশের মানুষের ভবিষ্যত নিয়ে খেলা করছে,শুধু ইউ পি নয় বরং গোটা দেশ তাদের মুর্খতার মাশুল দিচ্ছে,বাস্তবেই সঠিক ভাবে দেশ পরিচালনা একমাত্র মুসলিমরাই করতে পারে,তাই আল্লাহতালার কাছে দুয়া করি,আল্লাহ যেন পুনরাই মুসলিমদের শাসন ক্ষমতা দান করেন, আমিন।

                        Comment

                        Working...
                        X