Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ্ নিউজ # ৪ঠা রমাদান, ১৪৪১ হিজরী # ২৮শে এপ্রিল, ২০২০ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ্ নিউজ # ৪ঠা রমাদান, ১৪৪১ হিজরী # ২৮শে এপ্রিল, ২০২০ঈসায়ী।

    ইসরাইলের পশ্চিম তীর দখল: জরুরি বৈঠক আরব লীগের



    ইহুদীবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরকে নিজেদের সাথে অবৈধ সংযুক্তিতে কি পদক্ষেপ নেওয়া হবে এব্যাপারে বৈঠকে বসছেন আরব রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা।

    ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল পশ্চিম তীর বা এর কিছু অংশকে নিজেদের অবৈধ ভূখণ্ডে সংযুক্ত করলে আরব রাষ্ট্রগুলি কী কী পদক্ষেপ নিতে পারে এবং কী কী পদক্ষেপ এক্ষেত্রে ফলপ্রসূ হবে তা নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আরব পররাষ্ট্রমন্ত্রীগণ জরুরী বৈঠকে বসতে যাচ্ছেন।

    রবিবার(২৭ এপ্রিল) কায়রোতে এক বিবৃতিতে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন,”ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে ইসরাইলি পরিকল্পনা মোকাবেলায় ফিলিস্তিনি নেতৃত্বকে রাজনৈতিক, আইনী ও আর্থিক সহায়তা প্রদানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হবে”।

    শুধু তাই নয়,”করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতির সম্মুখীন হওয়া ফিলিস্তিন সরকার কিভাবে ক্ষতি থেকে মুক্তি পেতে পারে এবং ইসরাইলের আক্রমণাত্মক সিদ্ধান্ত ফিলিস্তিনের ট্যাক্স রাজস্ব হস্তান্তরের ব্যাপারে ইসরাইলের নিয়ন্ত্রণ থেকে উত্তরণের উপায় কি” তা নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

    জাকি আরও যোগ করেছেন যে সেক্রেটারি-জেনারেল আহমেদ আবুল গাইত গত কয়েকদিন ধরে বিশেষ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে যোগাযোগ করেছেন।

    আবুল গাইত ইসরাইলী কর্তৃপক্ষকে “কোভিড-১৯ নামক নতুন মহামারী মোকাবিলার ক্ষেত্রে ‘বিশ্বব্যাপী উদ্বেগকে’ ব্যবহার করার বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন” এবং অধিষ্ঠিত ফিলিস্তিনি অঞ্চলগুলিকে একত্রিত করে তাদের উপরে ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সার্বভৌমত্ব ঘোষণা করার জন্য অবৈধ রাষ্ট্র ইসরাইলের এই অপতৎপরতাকে বৈশ্বিক উদ্বেগ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

    আবুল গাইত এসময় জাতিসংঘকে তার নিজ দায়িত্ব সততার সাথে পালনের আহ্বান জানিয়েছেন এবং অবৈধ রাষ্ট্র ইসরাইলের ইসরাইলী সরকার সমগ্র অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা ও সুরক্ষার জন্য কী করতে চায় তা গুরুত্বের সাথে পর্যবেক্ষণে রাখার আহ্বান জানিয়েছেন।

    উল্লেখ্য, আরবলীগ এখন পর্যন্ত ফিলিস্তিনের ভাগ্য উন্নয়নে কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। অনেক আরব রাষ্ট্রের সাথে বর্তমানে ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাইলের যোগসাজশ রয়েছে। জাতিসংঘ মুখে শান্তির কথা বললেও ইসরাইলের বিরুদ্ধে সর্বপ্রকার কার্যকরী পদক্ষেপ নিতে এখনও পর্যন্ত প্রচেষ্টা চালায়নি।

    সুত্র : ইনসাফ টুয়েন্টিফোর ডটকম।


    সূত্র: https://alfirdaws.org/2020/04/28/37100/
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    পশ্চিম তীর দখলে আমেরিকার পূর্ণ সহযোগিতায় আত্মবিশ্বাসী নেতানিয়াহু



    ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকা পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার অনুমোদন দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

    ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা তাকে আশ্বাস দিয়েছে যে “ফিলিস্তিন অধিষ্ঠিত পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডের সাথে সংযুক্ত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ইসরাইলকে দুই মাসের মধ্যে অনুমোদন দেবে।

    ১৯৬৭ সালের যুদ্ধে জমি অধিগ্রহণ করা ভূখণ্ডে তারা যে ভবিষ্যত রাষ্ট্রের সন্ধান করছে এবং তার জমি আরও দখল করতে চাওয়ার ইসরাইলের এই পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।

    জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলকে পশ্চিম তীরের সংযোজনের বিরুদ্ধে বাহ্যিকভাবে সতর্ক করেছে।

    আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, দখলকৃত পশ্চিম তীরটি শেষ পর্যন্ত ইসরাইলের সাথে যুক্ত হতে যাচ্ছে। পশ্চিম তীর নিজেদের সাথে যুক্ত করাটা ইসরাইলের সিদ্ধান্ত। আমরা তাদের সাথে কাজ করছি। তবে আমরা সুক্ষ্মভাবে অগ্রসর হবো।

    গত ২০ এপ্রিল ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি তাদের প্রধান বিরোধী দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গ্যান্টের সাথে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।

    তারপরই ফিলিস্তিনের অধীনস্ত পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয় সদ্য গঠিত হওয়া ইহুদিবাদী ইসরাইলের নতুন সন্ত্রাসী জোট সরকার।

    সুত্র : ইনসাফ টুয়েন্টিফোর ডটকম।


    সূত্র: https://alfirdaws.org/2020/04/28/37095/
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      মালাউন যোগী সরকারের বিরুদ্ধে এক কীটে একাধিক ব্যক্তির নমুনা টেস্ট করার অভিযোগ



      একটি কীটে একাধিক জনের টেস্ট। মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে উত্তরপ্রদেশে মালাউন যোগী সরকার। গতকাল শনিবার টুইটে যোগী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

      তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশে করোনা টেস্টিং নিয়ে চিন্তিত সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞরা। করোনা লড়াইয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একত্রিত হয়ে মাঠে নামলে তবেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। গোটা বিশ্ব ইতোমধ্যেই মেনে নিয়েছে যত বেশি টেস্ট হবে তত তাড়াতাড়ি করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু যোগী সরকার গত দুদিন ধরে টেস্টের সংখ্যা জানানো বন্ধ করে দিয়েছে। এটা বিপজ্জনক। পুল টেস্টিং করার নামে একাধিক ব্যক্তিকে একটি কিটেই টেস্ট করছে সরকার। এই পদ্ধতি বিপজ্জনক। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ম মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি। এদিন কোয়ারেন্টিন সেন্টার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা সঠিকভাবে পালন করার আহ্বানও জানিয়েছেন তিনি।


      সূত্র: https://alfirdaws.org/2020/04/28/37076/
      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        আক্রান্ত না হলেও ১০ ইন্দোনেশীয় মুসল্লিকে গ্রেফতার করলো ভারত



        কোয়ারেন্টিন থেকে ইন্দোনেশিয়ার তাবলিগ জামাতের ১০ সদস্যকে গতকাল সোমবার গ্রেফতার করেছে মালাউন সন্ত্রাসী মুম্বাই পুলিশ।

        ট্যুরিস্ট ভিসার নিয়ম লঙ্ঘন করে গত মার্চে দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগ দেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ।

        ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেফতারকৃতরা ২০ দিন কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার পরই ওই বিদেশি মুসলিম নাগরিকদের গ্রেফতার করা হয়।

        খবরে এক সূত্রের বরাতে বলা হয়, ২৩ এপ্রিল তাদের গ্রেফতার দেখিয়েছে মুম্বাই পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু হয়। এর পর আদালতে হাজির করা হলে গ্রেফতারকৃতদের মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।

        মালাউন সন্ত্রাসী মুম্বাই পুলিশের মুখপাত্র প্রণয়া অশোক জানান, ইন্দোনেশিয়া থেকে ভারতে আসা ১২ জনের একটি দল দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিল। ১ এপ্রিল এই বিদেশিদের চিহ্নিত করে মুম্বাই পুলিশ। এরপর নমুনা টেস্ট করতে পাঠানো হলে দুজনের রিপোর্ট পজিটিভ আসে। বাকি ১০ জনের নেগেটিভ। খবর: যুগান্তর

        তিনি জানান, করোনা আক্রান্ত বিদেশিদের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তারাও নেগেটিভ। তবে সেরে উঠলেও আগামী ৮ মে পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে কাটাতে হবে। বাকি ১০ জনকে ২০ দিনের জন্য কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়েছিল। সম্প্রতি সেই মেয়াদ শেষের পরই গ্রেফতার করা হয়।


        সূত্র: https://alfirdaws.org/2020/04/28/37103/
        আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

        Comment


        • #5
          ভারত মুসলিম ও সংখ্যালঘুদের ‘স্বর্গরাজ্য’ – দাবি করে বিশ্ব মুসলিমকে বোকা বানানোর অপচেষ্টা



          ভারতীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির দাবি, ভারত মুসলিম ও সংখ্যালঘুদের ‘স্বর্গরাজ্য’। এই মন্তব্যের পর স্বভথিস
          নানা মহলে বিতর্কের সূত্রপাত হয়েছে। সংযুক্ত আরব আমিরতের সমাজকর্মী নুরা আল ঘুরাইর মন্তব্য করেছেন, ‘ভারত মুসলিমদের সঙ্গে যেমন আচরণ করে পশ্চিম এশিয়াতেও সংখ্যালঘুদের (হিন্দু) সঙ্গে তেমন আচরণ করা উচিত। আমাদেরও তাদের জন্য স্বর্গরাজ্য বানিয়ে তোলা উচিত। রাজি?’

          মুনাফিক মন্ত্রী মুখতার আব্বাসের এমন দাবির পরে সোশ্যাল মিডিয়ায় মুসলিম-নির্যাতনের বিভিন্ন ভিডিও শেয়ার করছেন অনেকেই। এছাড়াও এই নিয়ে বিভিন্ন মিডিয়া-রিপোর্টও শেয়ার করছেন সচেতন মহল।

          ফেব্রুয়ারিতে দিল্লি গণহত্যায় মহাম্মদ যুবাইর নামে এক ব্যক্তিকে হিন্দুত্ববাদীরা কীভাবে পিটিয়েছে সেই ভিডিওসহ মসজিদের মিনারে উগ্র হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা টাঙানোর ভিডিও শেয়ার করছেন তারা।

          টুইট করে অনেকে নাকভির এহেন মন্তব্যের কড়া সমালোচনা করছেন। রাজিব কুমা নামে একজন লিখেছেন, ‘নকভি হিন্দুত্ববাদের নির্লজ্জ দাস’।

          আমির আজহার নামে অন্য একজন লিখেন, ‘নকভির মুসলিম নামটিকে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস ব্যবহার করছে মাত্র। তাদের মানবতাবিরোধী অপরাধকে ঢাকা দিতেই তারা এই নামটি ব্যবহার করছে।





          Noora AlGhurair
          @AlGhurair98
          Taking inspiration from what the Union Minister from India has said, I think we in middle east should now start treating our “minorities” ( Hindus) from India the same way Muslims are being treated in India. We should make it ‘ heaven’ for them. Agreed? https://twitter.com/ANI/status/1252496779347705861

          ANI

          @ANI
          India is heaven for minorities and Muslims. Their social, economic & religious rights are secure here. If someone is saying this out of a prejudiced mindset then they must look at the ground reality of this country & accept it: Union Minister Mukhtar Abbas Naqvi on OIC’s remarks

          View image on Twitter
          12.5K
          5:49 PM – Apr 21, 2020
          Twitter Ads info and privacy
          7,240 people are talking about this


          সূত্র: https://alfirdaws.org/2020/04/28/37091/
          আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

          Comment


          • #6
            জবর দখলকৃত কাশ্মিরে শহিদদের লাশ হস্তান্তর করছে না ভারতীয় মালাউন পুলিশ



            জবর দখলকৃত কাশ্মিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় মালাউন পুলিশ শহিদদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করছে না। মালাউন কর্তৃপক্ষ নিহতদের লাশ অনেক দূরে বিরান ভূমিতে গণকবর দিচ্ছে। এসব কবরের কোনো চিহ্ন রাখা হচ্ছে না।

            স্থানীয় লোকজন যাতে জানাজা বা দাফন-কাফনে অংশ নিতে না পারে, সেজন্য পুরো বিষয়টি করা হচ্ছে গোপনে। অথচ জানাজা ও দাফন-কাফনে অংশগ্রহণ করাকে স্থানীয় লোকজন একটি সম্মানের ব্যাপার মনে করে।

            গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মিরের সোফিয়ান জেলায় ভারতীয় মালাউন সন্ত্রাসীরা চারজন স্থানীয় তরুণকে অন্যায়ভাবে হত্যা করে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়, এই তরুণদের লাশ সরকারি ব্যবস্থাপনায় থাকা সমাহিত করা হয়েছে।

            দাফন অনুষ্ঠানগুলোতে ক্রমবর্ধমান হারে ভারতবিরোধী, স্বাধীনতাপন্থী ও ইসলামপন্থী স্লোগান দেখা যেতে থাকায় মালাউন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ মনে করছে, শহিদ তরুণদের দাফন-কাফন ভারতবিরোধী ভাবাবেগ আরো বাড়িয়ে দেয়। এর ফলে ২০১৬ সালের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে।

            এ কারণে ভারতীয় গোয়েন্দারা কর্তৃপক্ষকে পরামর্শ দিচ্ছে শহিদদের লাশগুলো যাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর না করা হয়।

            Source কাশ্মির মিডিয়া সার্ভিস


            সূত্র: https://alfirdaws.org/2020/04/28/37079/
            আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

            Comment


            • #7
              মুসলিমদের কাছে থেকে সবজি কিনবেন না আহ্বান সন্ত্রাসী বিজেপি বিধায়কের



              মুসলিমদের কাছে সবজি কিনবেন না। এমনই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বরহজ কেন্দ্রের সন্ত্রাসী দল বিজেপি বিধায়ক মালাউন সুরেশ তিওয়ারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই বিধায়কের মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও তার এই মন্তব্যের জন্য ক্ষমা তো নয়ই বরং গেয়েছেন সাফাই।

              উল্লেখ্য, সম্প্রতি নিজের বিধানসভা এলাকার মানুষকে উপদেশ দিচ্ছিলেন বিধায়ক সুরেশ তিওয়ারি। ১৪ সেকেন্ডের এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়,

              “আমি আপনাদের খোলাখুলি একটা কথা বলছি। মাথায় গেঁথে নিন। মুসলিমদের কাছ থেকে সবজি কেনার কোনও দরকার নেই।” বিষয়টি ভাইরাল হতেই সোমবার সংবাদমাধ্যমকে সুরেশ তিওয়ারি বলেন, “১৭-১৮ তারিখ নাগাদ আমার কেন্দ্রে গিয়েছিলাম। একটা জায়গায় ১০-১২ জন লোক আমায় তাদের সমস্যার কথা বলছিলেন। তারা আমাকে জানায়, মুসলমান সবজি বিক্রেতারা থুথু ছিটিয়ে তারপর বিক্রি করছে। তারপরেই আমি তাদের বলি, আমি কিছু করতে পারবো না তবে একটা পরামর্শ দিচ্ছি ওদের কাছ থেকে সবজি কিনবেন না। সবজি না কিনলে করোনা থেকে বাঁচবেন। তারপরেই তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, এতে আমি কী ভুল বলেছি বলুন? এটাকে নিয়ে বড় করে দেখিয়ে বেশি হট্টগোল পাকানো হচ্ছে। তার দাবি, দেশে অনগ্রসর শ্রেণির হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে তার বিচার হচ্ছে না কিন্তু আমি শুধু সবজি না কেনার পরামর্শ দিয়েছি তাতেই এত কিছু!

              উল্লেখ্য, ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার করোনা ইস্যুকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। ভারতভূমে করোনা কেবলমাত্র মুসলিমরা ছড়ায় এমন একটি বায়বীয় গুজব ছড়িয়ে দেয়া হয়েছে *।


              সূত্র: https://alfirdaws.org/2020/04/28/37092/
              আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

              Comment


              • #8
                আল্লাহ তা‘আলা আল-ফিরদাউস নিউজ টিমের সকল খেদমাতকে কবুল করুন ও তাদের কাজে বারাকাহ দান করুন। আমীন
                “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

                Comment

                Working...
                X