Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ# | ৩০শে জামাদিউল আউয়াল, ১৪৪৩ হিজরি।। ০৪ঠা জানুয়ারী, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ# | ৩০শে জামাদিউল আউয়াল, ১৪৪৩ হিজরি।। ০৪ঠা জানুয়ারী, ২০২২ ঈসায়ী।

    দেশে দেশে ইসলাম বিদ্বেষ | নন ভেজিটাবেল খাবার সাথে থাকায় বাস থেকে নামিয়ে দিল উগ্র হিন্দু স্টাফ


    ভারতে দিল্লি শিব মন্দিরের সামনে ইমরান নামে এক মুসলিম ব্যক্তিকে অপমান করে ডিটিসি বাস থেকে নামতে বাধ্য করা হয়। কারণ সে তার সাথে নন-ভেজ খাবার নিয়ে যাচ্ছিল। বাড়িতে পরিবার নিয়ে খাওয়ার জন্য।

    ইমরান বলেন, আমি বাড়ি যাওয়ার সময় বাসে আমার কাছে কন্ট্রাক্টর এসে জিজ্ঞাসা করে এটাতে কি আছে? আমি বললাম চিকেন কুরমা, চিকেন বার্গার, রুটিসহ আরো কিছু খাবার। একথা বলার পর আমাকে বাস থেকে নেমে যেতে বলে। কারণ জিজ্ঞাসা করলে বলে, এতে নন ভেজিটেবল রয়েছে। আরে এই বাসে নন ভেজিটেবল বা প্রানিজ আমিষ জাতীয় খাবার পরিবহন নিষিদ্ধ।

    ভারতে গরুর গোস্ত খাওয়া, পরিবহন করা মুসলিমদের জন্য অনেক আগেই অঘোষিত নিষেধ। গরুর গোস্ত খাওয়া, পরিবহন করার কারণে বহু মুসলিকে পিটিয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। তবে এবার গরু ছাড়া অন্য আমিষ খাবার রাখার প্রতিও বিদ্বেষ প্রকাশ করছে হিন্দুত্ববাদীরা।
    এথেকেই প্রমাণিত হয় যে, উগ্র হিন্দুদের বিদ্বেষ মূলত তাদের কথিত দেবতার মাংস খাওয়া বা অন্য প্রাণীজ আমিষ খাবার নিয়ে নয়, তাদের মূল বিদ্বেষ ইসলাম ও মুসলিমদের প্রতি।

    যুগ যুগ ধরে মুখসধারি হিন্দুরা ভারতীয় মুসলিমদেরকে অসাম্প্রদায়িকতা বা দেশভক্তির মিথ্যা গাল-গল্পে ভুলিয়ে রেখেছে। এভাবে তারা গোটা একটা প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়েছে, আর মুসলিমদের মাঝে অনৈক্যের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। এই সুযোগে উগ্র হিন্দুরা তাদের মুসলিম বিদ্বেষী আচরণের সকল সীমা পাড় করে ফেলছে। আর এখন তো তারা মুসলিম গণহত্যার দিনক্ষণ ঘোষণা করছে।

    এই পরিস্থিতি থেকে বাচঁতে হলে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে – এমনটাই মনে করছেন ইসলামি চিন্তাবীদগণ।

    তথ্যসূত্র:
    —-
    ১। A Muslim man named Imran alleges that he was forced to get off DTC bus because he was carrying Non Veg food with him.
    https://tinyurl.com/2p98326s
    https://tinyurl.com/yp5hdbkz
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    কর্ণাটকে গভর্নমেন্ট মহিলা কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব নিষিদ্ধ : হিজাবহীন ছবি দিয়ে নারীদের বিক্রি করা হচ্ছে ওয়েবসাইটে

    ভারতের কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট পি.ইউ মহিলা কলেজে মুসলিম ছাত্রীদের ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করেছে ইসলাম বিদ্বেষী কর্তৃপক্ষ

    মুসলিম শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ভেতরে মুসলিম শিক্ষার্থীদের উর্দুতে কথা বলা বা সালাম দেওয়াও নিষিদ্ধ। কলেজের অধ্যক্ষ রুদ্র গৌড় অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতেও রাজি হয়নি। শিক্ষার্থীরা জানান, গত তিন দিন ধরে তাদের হাজিরা দেওয়া হচ্ছে না।

    কথিত গণতন্ত্রের পূজারীরা ব্যক্তি স্বাধীনতার নামে যা ইচ্ছে তাই করতে পারবে। তাদের খুশিমত পোশাক পড়তে পারবে। কিন্তু যখনই কোন মুসলিম মহিলা ইসলামের বিধান ও ব্যক্তি স্বাধীনতার কথা বলে হিজাব পড়বে, তখনই তারা বাঁধা হয়ে দাড়াবে। আসলে তারা ব্যক্তি স্বাধীনতার শ্লোগানের আড়ালে অন্তরে ইসলাম বিদ্বেষ ও মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে।

    ভারতীয় মুসলিম নারীরা এখন পড়েছেন দ্বিমুখী সমস্যায়। একদিকে হিজাব নিষিদ্ধ, আর অন্যদিকে হিজাব ছাড়া বের হলে গোপনে ছবি তুলে শত শত মুসলিম নারীকে বিক্রির জন্য তোলা হয়েছে ‘নিলামে’। বিনা অনুমতিতে ছবি ব্যবহার করে বুল্লি বাই নামে একটি অনলাইন অ্যাপে মুসলিম নারী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। চলতি বছরে দ্বিতীয়বারের মতো অ্যাপের মাধ্যমে মুসলিম নারীর বিক্রির এই বিজ্ঞাপন সামনে এসছে।

    ‘শালি ডিলস’ নামে একটি অ্যাপে গত বছরের জুলাইতে অন্তত ৮৩ জন মুসলিম নারীর ছবি দিয়ে তাদের ‘বিক্রির আয়োজন’ করা করা হয়। ওই অ্যাপে ও ওয়েবসাইটে নারীদের বিশেষায়িত করা হয়েছিল ‘ডিলস অফ দ্য ডে’ বলে।

    যদিও এখানে নারীদের বেচাকেনা মূল উদ্দেশ্য ছিল না। ওই অ্যাপের মাধ্যমে হিন্দুত্ববাদীদের উদ্দেশ হল- মুসলিম নারীদের হেয় করা, অপমান করা এবং হয়রানি করা।
    ‘শালি ডিলস’ অ্যাপের মতো ঠিক একইভাবে ‘বুল্লি বাই’ অ্যাপ কাজ করে। অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে মুসলিম নারীদের ছবি একের পর এক সামনে আসে।

    যুগ যুগ ধরে মুখোশধারী হিন্দুদের অসাম্প্রদায়িকতার মিথ্যা বুলিতে প্রতারিত হয়ে অধিকাংশ মুসলিম নিজেদের দ্বীনে ছাড় দিয়ে চলেছে; অনৈক্য আর অনাস্থায় নিজেদেরকে করেছে শক্তিহীন, দুর্বল। আর এখন হিন্দুত্ববাদীরা যখন প্রবল শক্তিতে ইসলাম ও মুসলিমের নাম-নিশানা মিতিয়ে দিতে চাইছে, অসহায় মুসিমরা তখন দ্বিধাগ্রস্তের মতো নির্জীব হয়য়ে আছে।

    এই অবস্থা থেকে উত্তরণে মুসলিমদের জেগে উঠা ও প্রতিরোধ গড়ে তোলার কোন বিকল্প নেই বলে বহুদিন থেকেই মত প্রকাশ করে আসছেন হকপন্থী উলামাগণ।

    তথ্যসূত্র:
    —–
    ১। The Government P.U College for Girls in Karnataka’s Udupi has banned Muslim female students from wearing the Hijab inside its classrooms


    ২। ভিডিও লিঙ্ক:


    ৩। ভারতে ফের শত শত মুসলিম নারী বিক্রির জন্য ‘নিলামে’



    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X