Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ# | ২০শে জামাদিউস সানী, ১৪৪৩ হিজরি।। ২৪শে জানুয়ারী, ২০২২

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ# | ২০শে জামাদিউস সানী, ১৪৪৩ হিজরি।। ২৪শে জানুয়ারী, ২০২২

    মুসলিমদের বাড়িঘর এবং অটোরিক্সায় আগুন দিল সন্ত্রাসী হিন্দুত্ববাদী দল ভিএইচপি


    ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় গত (২০/০১/২২) বৃহস্পতিবার রাতে দুটি মুসলিম পরিবারের বাড়ি ও একটি অটোরিকশায় হিন্দুত্ববাদী সন্ত্রাসী দল ভিএইচপি আগুন লাগিয়ে দিয়েছে।

    ঘটনার একদিন আগে স্থানীয় এক হিন্দু ব্যক্তি - 'ইয়ে হিন্দুও কা কলোনি হ্যায়, ইয়াহা মুসলিম নেহি চাহিয়ে' (এটি হিন্দুদের কলোনি, আমরা এখানে মুসলমান চাই না) বলে মুসলিম বিদ্বেষী হুমকি দিচ্ছিল। আর এর পরদিনই হিন্দুত্ববাদী দল ভিএইচপি’র সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দিল।

    খান্ডোয়া পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, বৃহস্পতিবার রাতে দলটি কয়েকটি পরিবারের সম্পত্তির উপর আক্রমণ করে। যাতে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

    আগুন লাগনোর ঘটনার কিছুদিন আগেই আরেকটি উল্লেখযোগ্য মুসলিম বিদ্বেষী ঘটনা ঘটেছে।
    মধ্যপ্রদেশের উজ্জাইন রেলওয়ে স্টেশনে একজন মুসলিম ব্যক্তিকে তার সাথে থাকা হিন্দু ভ্রমণ সঙ্গীর কারণে 'লাভ জিহাদ'-এর অভিযোগ তুলে বজরং ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এর গুণ্ডারা। পরে আজমীরগামী ট্রেন থেকে মুসলিম যুবককে টেনে হিঁছড়ে নামিয়ে মারধর করে। পরে তাদের পুলিশের কাছে নিয়ে যায়।

    সরকারি রেলওয়ে পুলিশের সুপার নিবেদিতা গুপ্ত আইএএনএসকে বলেছে যে, শেখ এবং মহিলাটি পারিবারিক বন্ধু এবং বহু বছর ধরে একে অপরকে চেনেন।
    "লাভ জিহাদের অভিযোগকারী বজরং দলের লোকেরা তাদের থানায় আনার পরে, আমরা তাদের বিবৃতি রেকর্ড করেছি এবং যেহেতু তারা উভয়ই প্রাপ্তবয়স্ক এবং কোন অপরাধ ছিল না, তাই তাদের যেতে দেওয়া হয়।

    বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় সন্ত্রাসী নেতা কুন্দন চন্দ্রাবত আইএএনএসকে বলেছে, তারা নাকি তথ্য পেয়েছিল যে একজন মুসলিম পুরুষ একজন হিন্দু মহিলাকে তার সাথে নিয়ে ভ্রমনে যাচ্ছে। আর এতেই উগ্র হিন্দু দলটির কর্মীরা তাদেরকে আটক করে।

    ওই মুসলিম যুবক ছোট একটি ইলেকট্রনিক দোকানের মালিক, আসিফ শেখ নামে পরিচিত তিনি। আর হিন্দু মহিলাটি একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা।

    মহিলাটি উগ্র হিন্দুদের বলছিল “তোমাদের একটা ভুল বোঝাবুঝি আমার জীবন নষ্ট করে দিতে পারে। আমি একজন প্রাপ্তবয়স্ক এবং একটি স্কুলে শিক্ষক হিসাবে কাজ করি, আমি বাচ্চাদের পড়াই।”

    রেল পুলিশ জানিয়েছে, তারা বজরং দলের সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি। অথচ, উগ্র হিন্দুরা মুসলিম যুবককে হয়রানী, গালাগাল, টানা হেঁছড়া ও মারধর করেছে। তারা এমনকি সুযোগ পেলে ঐ মুসলিমকে খুন পর্যন্ত করে দিত। কেননা লাভ জিহাদের অভিযোগে পূর্বেও বহু মুসলিমকে হিন্দু সন্ত্রাসীরা হতাহত করেছে। তবু হিন্দুত্ববাদী প্রশাসন উগ্র হিন্দুদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করেনি।

    তবে যদি মুসলিমরা কোন হিন্দুকে বিনা অপরাধে এমন হয়রানী, মারধর করার শুধু উদ্যোগও নিতো তাহলে প্রশাসন, হলুদ মিডিয়া, দালাল বুদ্ধিজীবীরা কেমন উচ্চবাচ্য করতো- তা সহজেই অনুমান করা যায়।

    তাই মিডিয়া ও কথিত সুশীল এবং এই ধোঁকাপূর্ণ বিশ্বব্যবস্থার ধোঁকা বুঝে মুসলিমদেরকে তা থেকে বেড়িয়ে এসে নিজেদের বুদ্ধিবৃত্তিক ও সামষ্টিক অবস্থানকে সুসংহত করার কথা বলা হচ্ছে বিশ্লেষক মহল থেকে।

    তথ্যসূত্র:
    -----

    ১। MP: A Week After VHP Men Dragged Muslim Man From Train, House and Auto-rickshaw of Muslims Burnt in Khandwa, FIR Lodged

    ২। ভিডিও লিংক -


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    শাম | শরনার্থী শিবিরে শীতে জমে শিশুর করুণ মৃত্যু

    সিরিয়ায় আলেপ্পো শহরের একটি শরনার্থী কেম্পে তীব্র শীতে রক্ত জমাট বেধে মুহাম্মদ জুনায়েদ নামে এক ছোট্ট সিরায়ান শিশু মারা গেছে। এর আগেও অনেক সিরিয়ান শিশু শীতে জমে মারা গেছে।

    সিরিয়ায় শীতের তীব্রতায় এখন এমন যে পানি জমে যায়। বাস্তুচ্যুত সিরিয়ান মুসলিমরা এখানে পলিথিন দিয়ে গাদাগাদি করে বসবাস করছেন। এই শীতে নিজেদের উষ্ণ রাখতে ব্যর্থ হচ্ছে তারা। কারণ, এখন সিরিয়ায় তুষারপাত হচ্ছে। শীত-তুষার সব মিলিয়া চরম মানবেতর জীবন-যাবন করছে তারা।

    ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এক দফায় সবচেয়ে বেশি সংখ্যার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আলেপ্পো ও ইদলিব থেকে। এ সংখ্যাটি অন্তত ৯ লাখেরও বেশি। উপরন্তু, রাশিয়া-ইরান ও সিরিয়ান সরকার কসাই বাশার আল আসাদের বাহিনী বেসামরিকদের ওপর নির্বিচারে গোলাবর্ষণের ফলে খোলা আকাশের নিচে- গাছের নিচে, তুষারে ভরা মাঠে- ঠাঁই গাড়তে বাধ্য হয়েছেন হাজার হাজার মুসলিম।

    বাস্তুচ্যুত এসব মুসলিমদের ৮০ শতাংশই নারী ও শিশু। সবচেয়ে বেশি কষ্ট তাদেরই সহ্য করতে হচ্ছে। মানুষে মৌলিক ৫টি অধিকারের সবগুলোই এখানে উপেক্ষিত।



    কথিত নারীবাদী, সুশীল সমাজ, জাতিসংঘ নারী অধিকারের মুখরোচক স্লোগান দিলেও, সিরিয়ার মুসলিমদের পক্ষে ঠুনকো বিবৃতি দেওয়া ছাড়া কোন কার্যকর কোন পদক্ষেপ নেয়নি তারা। আর আরেক মানবতার ফেরিওালা সন্ত্রাসী রাষ্ট্র অ্যামেরিকা তার প্রক্সি বাহিনীকে সাহায্য করার নামে মুসলিমদের তেল সম্পদ চুরি ও পাচার করছে; সেই সাথে বোমা মেরে বেসামরিক মুসলিম হত্যাও তারা সমানতালে চলিয়ে যাচ্ছে।

    বিশেষজ্ঞদের অভিমত, তথাকথিত এইসব মানবতাবাদী, সুশীল সমাজ এবং জাতিসংঘ মুসলিমদের পক্ষে কোন পদক্ষেপ না নেওয়াটা অবাক করার কোন বিষয় নয়। বরং এসব সংস্থাগুলো আগ্রাসী ক্রুসেডারদের একে পরের পরিপূরক হিসেবে কাজ করএ থাকে। তাদের কেউ অংশ নিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সামরিক লড়াইয়ে আর অন্যরা অংশ নিচ্ছে মনস্তাত্ত্বিক লাড়াইয়ে।

    এজন্য এসব এসব কথিত মানবতাবাদীদেরকে ও জাতিসংঘেকে বন্ধু নয়, বরং শত্রুজ্ঞান করে তাদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা।

    তথ্যসূত্র:
    -----
    ১। Little Mohammed Junaid died due to severe cold in Zughra camp in the countryside of Jarablus, north of Aleppo, Syria.
    - https://tinyurl.com/3uxmm7f9
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X