Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ২২শে শাওয়াল, ১৪৪৩ হিজরি।। ২৪শে মে, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ২২শে শাওয়াল, ১৪৪৩ হিজরি।। ২৪শে মে, ২০২২ ঈসায়ী।

    কোরআন শিক্ষা দেওয়ায় চীনে খুন এক উইঘুর শিক্ষক

    পৃথিবীর সর্ববৃহৎ কারাগার পূর্ব তুর্কিস্তানে চলছেই দখলদার চীন সরকারের বর্বর নির্যাতন। প্রতিদিনই আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছে উইঘুর মা-বোনদের অশ্রুসিক্ত নয়নে। তবু প্রতিবাদ করছে না কেউ।

    এবার চীন সরকারের নির্যাতনে আরও একজন উইঘুর শিক্ষকের মৃত্যু হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। তাঁর নাম আব্দুহেলি হাসিম।

    পারিবারিক বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা ডোম (ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিম)। জানা যায় ২০১৭ সালে নিজ সন্তানকে কোরআন শিক্ষা দেয়ার অভিযোগে গ্রেফতার করে কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রেরণ করে নাস্তিক্যবাদী চীন সরকার। পরে ১৯ বছরের কারাদণ্ড প্রদান করে এ শিক্ষককে। চরম নির্যাতনে গত বছর ২০২১ সালের মে মাসে তিনি কারাগারে মারা যান।

    তথ্যসূত্র:
    ______
    Uyghur Muslim Serving 19-Year Prison Sentence Dies-

    pic-https://ia902509.us.archive.org/24/items/fb-img-1653312955124/FB_IMG_1653312955124.jpg
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    সোমালিয়ায় দখলদার বাহিনী কর্তৃক ৮ শিশু অপহরণ


    দখলদার বিদেশী সামরিক ইউনিট সোমালিয়ার কেন্দ্রীয় অংশে অন্তত ৮ শিশুকে অপহরণ করেছে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দখলদার আফ্রিকান ইউনিয়ন সোমালিয়া ট্রানজিশন মিশন’ (এটিএমআইএস) এর বুরুন্ডিয়ান সামরিক বাহিনী ৮ শিশুকে অপহরণ করেছে।

    আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে যে, ৮ শিশুকে প্রচন্ড মারধর করার পর অপহরণ করা হয়। এই ঘটনার সময় শিশুদের জোরপূর্বক সামরিক ইউনিফর্ম এবং অস্ত্র পরিয়ে ছবি তোলা হয়। ধারণা করা হচ্ছে, আশ-শাবাব সদস্য হিসেবে দেখানোর জন্য শিশুদের এভাবে ছবি তোলা হয়েছে।

    এই ঘটনার পর স্থানীয় লোকজন শহরগুলোতে বিক্ষোভ করেছেন। পাশাপাশি তারা দেশটি থেকে দখলদারিত্বের অবসানের আওয়াজ তুলেছেন।

    উল্লেখ্য যে, মে মাসের শুরুতে, দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে সবচাইতে শক্তিশালী ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়ায় একটি বড়ধরণের সামরিক অপারেশন পরিচালনা করে। যা দেশটির ‘আইল বারাফ’ অঞ্চলে অবস্থিত দখলদার বুরুন্ডিয়ান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করে চালানো হয়। এতে প্রায় ২০০ বুরুন্ডিয়ান সেনা নিহত হয় এবং আরও কয়েক ডজন সৈন্য আহত হয়।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X