আফগানিস্তানে তীব্রমাত্রার ভূমিকম্পে নিহত ১১০০ জন
![](https://alfirdaws.org/wp-content/uploads/2022/06/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%AC%E0%A7%A8%E0%A7%A8_%E0%A7%A7%E0%A7%AE%E0%A7%A6%E0%A7%AF%E0%A7%A9%E0%A7%AD-696x522.jpg)
ইমারাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তীব্র মাত্রার ভূমিকম্পে ১১০০ জন মারা গেছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও ১৫ শতাধিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর ও স্ট্রেচারে আহত ব্যক্তিদের নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়।
![](https://f.top4top.io/p_2364pgwio2.jpg)
একটি তালিবান সূত্র সন্ধ্যায় (২২ জুন) জানিয়েছে যে, ভূমিকম্পে নিহতদের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১০০ জনে। আহত হয়েছেন আরও ১৫০০ এরও বেশি। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৮টি হেলিকপ্টার, কয়েক শতাধিক গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠায় আফগান সরকার। যেখানে উদ্ধার কাজে যুক্ত হন সামরিক বাহিনীর ৯ শতাধিক সদস্য এবং শত শত উদ্ধারকর্মীরা। এদিকে উদ্ধার কাজে সহায়তা করতে ঘটনাস্থলে উপস্থিত হন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুবও।
![](https://e.top4top.io/p_2364ohngp1.jpg)
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তের রাজধানী শহর খোস্ত থেকে আনুমানিক ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা যাচ্ছে।
আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুযায়ী আজ বুধবার ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১ ও এর গভীরতা ছিল ৫১ কিলোমিটার
আফগান সরকারের মুখপাত্র বিলাল কারিমি আজ (২২জুন) সকালে টুইট করেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গত রাতে পাকতিকা প্রদেশের চার জেলায় ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। সেই সাথে বহু বাড়িঘর ভেঙে পড়েছে।
![](https://h.top4top.io/p_236457e064.jpg)
দেশটির জাতীয় সংবাদ মাধ্যম RTA নিশ্চিত করেছে যে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান সরকার প্রতিটি নিহত পরিবারকে ১ লাখ এবং আহত পরিবারকে ৫০ হাজার আফগানী সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই সাথে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
![](https://k.top4top.io/p_2364pu8c90.jpg)
![](https://alfirdaws.org/wp-content/uploads/2022/06/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%AC%E0%A7%A8%E0%A7%A8_%E0%A7%A7%E0%A7%AE%E0%A7%A6%E0%A7%AF%E0%A7%A9%E0%A7%AD-696x522.jpg)
ইমারাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তীব্র মাত্রার ভূমিকম্পে ১১০০ জন মারা গেছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও ১৫ শতাধিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর ও স্ট্রেচারে আহত ব্যক্তিদের নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়।
![](https://f.top4top.io/p_2364pgwio2.jpg)
একটি তালিবান সূত্র সন্ধ্যায় (২২ জুন) জানিয়েছে যে, ভূমিকম্পে নিহতদের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১০০ জনে। আহত হয়েছেন আরও ১৫০০ এরও বেশি। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৮টি হেলিকপ্টার, কয়েক শতাধিক গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠায় আফগান সরকার। যেখানে উদ্ধার কাজে যুক্ত হন সামরিক বাহিনীর ৯ শতাধিক সদস্য এবং শত শত উদ্ধারকর্মীরা। এদিকে উদ্ধার কাজে সহায়তা করতে ঘটনাস্থলে উপস্থিত হন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুবও।
![](https://e.top4top.io/p_2364ohngp1.jpg)
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তের রাজধানী শহর খোস্ত থেকে আনুমানিক ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা যাচ্ছে।
আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুযায়ী আজ বুধবার ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১ ও এর গভীরতা ছিল ৫১ কিলোমিটার
আফগান সরকারের মুখপাত্র বিলাল কারিমি আজ (২২জুন) সকালে টুইট করেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গত রাতে পাকতিকা প্রদেশের চার জেলায় ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। সেই সাথে বহু বাড়িঘর ভেঙে পড়েছে।
![](https://h.top4top.io/p_236457e064.jpg)
দেশটির জাতীয় সংবাদ মাধ্যম RTA নিশ্চিত করেছে যে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান সরকার প্রতিটি নিহত পরিবারকে ১ লাখ এবং আহত পরিবারকে ৫০ হাজার আফগানী সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই সাথে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
![](https://k.top4top.io/p_2364pu8c90.jpg)
Comment