Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১৩ সফর ১৪৪৪ হিজরী।। ১০ সেপ্টেম্বর, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১৩ সফর ১৪৪৪ হিজরী।। ১০ সেপ্টেম্বর, ২০২২ ঈসায়ী।

    দশজন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করলো মিয়ানমার জান্তা বাহিনী



    ক্রমেই কঠিন হয়ে উঠেছে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গা মুসলিমদের জীবন। বর্তমানে মিয়ানমারে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সামরিক জান্তা বাহিনীর সংঘাত বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে রোহিঙ্গা মুসলিমদের জীবন এখন সামরিক জান্তা ও আরাকান আর্মির যুদ্ধের মাঝে চরম হুমকিতে পড়েছে।

    অন্যদিকে, মিয়ানমার জান্তা বাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর বিধিনিষেধ আগের থেকে আরও বেশি কঠোর করার খবর পাওয়া যাচ্ছে। রোহিঙ্গাদের শিবির ও এলাকাগুলো থেকে বের হওয়া একদম নিষিদ্ধ করে রেখেছে জান্তা বাহিনী। ফলে যারাই কোন কারণে এলাকা থেকে বের হচ্ছেন, তাদেরকেই গ্রেফতার এমনকি খুন করছে জান্তা বাহিনী। এখন পর্যন্ত অসংখ্য রোহিঙ্গা মুসলিমকে গ্রেফতার করেছে মিয়ানমার জান্তা বাহিনী।



    গত ৬ সেপ্টেম্বরও নিজেদের শিবির থেকে বের হবার কারণে ১০ জন রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছিল মিয়ানমার বাহিনী।

    অনেকেই গবেষক বলছেন যে, জান্তা বাহিনী বিদ্রোহী গোষ্ঠীর হামলা থেকে বাঁচতে রোহিঙ্গা মুসলিমদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এজন্যই রোহিঙ্গাদের এলাকা ত্যাগে কঠোরতা আরোপ করছে মিয়ানমার।

    তবে বরাবরের মতোই মুসলিমদের ক্ষেত্রে কথিত বিশ্ব সম্প্রদায় নিরব থাকছে। এবং কেউই রোহিঙ্গাদের জীবন বাঁচতে এগিয়ে আসবে না। এজন্য রোহিঙ্গা মুসলিমদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ মুসলিমদেরকেই নিতে হবে বলে মনে করছেন ইসলামি চিন্তাবিদগণ। তবে সেটি অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে বলে জানিয়েছেন তাঁরা।



    তথ্যসূত্র:
    ——-
    1. 10 Rohingya teenagers were arrested by a joint team with the Burmese military near of Kyet Kwa in Magway Region Min Don Township on September 6.
    https://tinyurl.com/ymy7x6ye

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    ‘জিরো কোভিড পলিসি’ : উইঘুরদের গণহত্যায় চীনের এক নতুন নীতি


    সম্প্রতি চীনের কমিউনিস্ট সরকার করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ‘জিরো কোভিড পলিসি’ গ্রহণ করেছে। কিন্তু এই নীতিটি যতটা না তারা করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করছে, তার চেয়ে বেশি ব্যবহার করছে উইঘুরদের বিরুদ্ধে।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অসংখ্য ভিডিও থেকে জানা গেছে যে, চীনের কমিউনিস্ট সরকার দখলকৃত পূর্ব তুর্কিস্তানে কড়া লকডাউন শুধুমাত্র উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করছে। এতে করে চরম বিপদে পড়েছে নিরীহ উইঘুর মুসলিমরা। কড়া লকডাউনের কারণে উইঘুররা তাঁদের প্রয়োজনমাফিক বাজার পর্যন্ত করতে পারছেন না। যার কারণে এখন অনাহারে দিন কাটাচ্ছে তারা।

    অন্যদিকে পূর্ব তুর্কিস্তানে অবৈধভাবে অবস্থানরত হান চাইনিজদের প্রতি চীন সরকার ঠিকই নমনীয় আচরণ প্রদর্শন করছে। এই কড়া লকডাউনেও তাদের ঘরে ঘরে ঠিকই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে এবং এমনকি তাদের বাইরে যাবারও অনুমতি দিচ্ছে।

    অথচ হান চাইনিজদের পাশেই অবস্থানরত উইঘুর মুসলিমদের উপর তারা কড়া লকডাউন নীতি আরোপ করছে। না তারা উইঘুরদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে আর না তাদের ঘরের বাইরে বের হতে দিচ্ছে। এমতাবস্থায় হাজার হাজার উইঘুর শিশু অনাহারে দিন কাটাচ্ছে। ক্ষুধার তাড়নায় তারা এখন মৃতপ্রায়। ইতোমধ্যেই বেশ কিছু উইঘুর মুসলিম অনাহারের কারণে মারাও গিয়েছে।



    চীনের এমন নিষ্ঠুর আর দ্বিমুখী আচরণের কারণে খুব অল্পসংখ্যক উইঘুর মুসলিম রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। যদিও তাদের এই প্রতিবাদ মিছিল খুব একটা ফলপ্রসূ হবে না বলেই ধারণা করছেন মুসলিম বিশেষজ্ঞরা। তবে এরই মধ্যে এই অল্পসংখ্যক উইঘুরদের প্রতিবাদের সব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিচ্ছে চীনের প্রশাসন।

    উইঘুরদের এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ‘জিরো কোভিড নীতি’ আসলে চীন সরকারের উইঘুর মুসলিমদের গণহত্যা করার পরিকল্পনারই একটি অংশ। মূলত নিজেদের অপরাধকে বৈধ করতেই এই নীতিটি এখন ব্যবহার করছে তারা। তাই উম্মাহের করণীয় হল চীন সরকারের এই বর্বর রূপ সকলের সামনে, বিশেষ করে মুসলিমদের সামনে উন্মোচন করে দেওয়া; মুসলিমদেরকে এ ব্যপারে সচেতন করে তোলা। এবং আন্তর্জাতিকভাবে চীনের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি ব্যক্তিগতভাবেও চীনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থার ফিকির করা।



    তথ্যসূত্রঃ
    ———
    1. StolenUyghurKids are in a Chinese boarding school in Kashgar…
    https://tinyurl.com/mu9tn7f8
    2. Video: An Uyghur kid detention center in Uyghur homeland…
    https://tinyurl.com/fy6rb9ek
    3. Video: In some places of the #Uyghur homeland, Hans’ homes were not locked down &…
    https://tinyurl.com/v8af4jbf
    4. Uyghur man dies due to starvation because of China’s ‘Genocide through starvation’ policy…
    https://tinyurl.com/2m3y7h3s
    5. Video: #UyghurTears—This Uyghur kid is asking to go outside…
    https://tinyurl.com/2y6cbpdh
    6. Uyghur kids who are dying of starvation due to CCP rulers’ “lockdown”…
    https://tinyurl.com/52h3t9u2

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      মুসলিম অধ্যাপকের এফআইআর বাতিলে অস্বীকৃতি : অপরাধ কাশ্মীরের বাস্তব চিত্র উন্মোচন করা



      কাশ্মীরের হিন্দুত্ববাদী হাইকোর্ট সম্প্রতি একটি সরকারি কলেজে কর্মরত সহকারী অধ্যাপক আব্দুল বারি নায়েকের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করতে অস্বীকৃতি জানিয়েছে। জনাব নায়েকের উপর দখলদার সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে সাধারণ কাশ্মীরি মুসলিমদের উদ্বুদ্ধ করার অভিযোগ আছে।

      হিন্দুত্ববাদী আদালত উল্লেখ করেছে, তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী অধ্যাপক নায়েক কাশ্মীরকে স্বাধীন করতে সাধারণ কাশ্মীরি মুসলিমদের অনুপ্রাণিত করেছেন। এবং দখলদার পুলিশ ও কথিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের বিরুদ্ধেও মুসলিমদের রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।

      আদালত অধ্যাপক নায়েকের ভিডিও ক্লিপগুলি পর্যবেক্ষণ করে উল্লেখ করেছে যে প্রাথমিকভাবে তিনি কাশ্মীরে বসবাসকারী মানুষ এবং দেশের অন্যান্য অংশে বসবাসকারী মানুষদের মধ্যে শত্রুতা বাড়ানোর চেষ্টা করেছেন।

      মামলার তদন্তের সময় পুলিশের জব্দ করা ভিডিও ক্লিপগুলোতে দেখে গিয়েছে, জনাব নায়েক দর্শকদের বার্তা দিচ্ছেন যে, দেশের অন্যান্য স্থানে কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের হত্যা ও নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। একটি ভিডিও ক্লিপে জনাব নায়েক দখলদার নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীর কর্তৃক কাশ্মীরের শিশুদের নির্যাতিত হওয়ার বিষয়ে বলেছেন। অপর একটি ভিডিও ক্লিপে তিনি দখলদার সেনাবাহিনী কর্তৃক মুসলিম জনগণের চলাচলে বাধা সৃষ্টি এবং শিশুদের স্কুলে যেতে বাধা দেওয়ার বিষয়ে উল্লেখ করেছেন। অন্য আরেকটি ভিডিও ক্লিপে জনাব নায়েককে দখলদার পুলিশি হেফাজতে থাকা একজন মুসলিমের মুক্তির ব্যপারে যুক্তি দিতে দেখা যায়, যাকে হিন্দুত্ববাদী বাহিনী পাথর ছোঁড়া এবং কথিত সন্ত্রাসবাদ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বন্দী করে।

      যদিও জনাব নায়েক কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কোন বাক্য উচ্চারণ করেননি, তিনি শুধু ভারতীয় বাহিনীর জুলুম-নির্যাতনের বাস্তব চিত্রগুলো তুলে ধরেছেন, তবুও তার এতটুকু প্রতিবাদ সহ্য করতে পারেনি হিন্দুত্ববাদীরা। তাঁকে জামিন পর্যন্ত দিচ্ছে না হিন্দুত্ববাদী আদালত।

      অধ্যাপক নায়েকের উকিল বলেছেন যে, তিনি একজন বুদ্ধিজীবী এবং সমাজের দুর্নীতির বিরুদ্ধে তিনি তাঁর ভিডিওগুলোতে কথা বলেন। তিনি যেই কাজ করেছেন সেটি কোনমতেই অপরাধমূলক কর্মকাণ্ডের আওতায় পড়ে না।

      ৪১ বছর বয়সী নায়েককে গত বছরের ৭ই মার্চ গ্রেফতার করা হয়। নায়েকের পরিবার দাবি যে নায়েককে তাঁর জনচেতনতা মূলক কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার করা হয়। তাঁরা আরও বলেন, জনাব নায়েক হিন্দুত্ববাদী সরকারের দুর্নীতির পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন গ্রামে দখলদার ভারতীয় সেনাবাহিনীর মুসলিমদের জমি দখলের বিষয়টি তাঁর ভিডিওতে প্রকাশ করেছেন।

      উলামাগণ বলছেন, কাশ্মীরি মুসলিমদেরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে এবং সেখানে নিজেদের অপরাধকর্ম ঢাকতে হিন্দুত্ববাদী ভারতের ক্ষমতাসীন সরকার অনেকটা চীনের উইঘুর নির্যাতনের নীতি আর ইসরাইলের ফিলিস্তিন দখলের নীতি অনুসরণ করছে। তাই উম্মাহর উচিত কাশ্মীরের পক্ষে আওয়াজ তোলা এবং যার যার সামর্থ্য অনুযায়ী কাশ্মীরের স্বাধীনতাকামীদের সাহায্যে এগিয়ে আসা।



      তথ্যসূত্র:
      ———
      1. Court refuses to quash UAPA against professor, says he spoke against oppression in Kashmir
      https://tinyurl.com/zpak638c

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X