Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১৮ সফর ১৪৪৪ হিজরী।। ১৫ সেপ্টেম্বর, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১৮ সফর ১৪৪৪ হিজরী।। ১৫ সেপ্টেম্বর, ২০২২ ঈসায়ী।

    কর্ণাটে গণেশ বিসর্জন শোভাযাত্রা থেকে মসজিদে চপ্পল নিক্ষেপ



    কর্ণাটকের বালারির সিরগুপ্পায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল ‘হিন্দু মহাসভা গণেশ বিসর্জন কমিটি’র ব্যানারে একটি গণেশ বিসর্জন শোভাযাত্রার আয়জন করে। সেখানে বিপুল সংখ্যক উগ্র হিন্দু ভক্ত অংশ নিয়েছিল।

    গত ১৩ সেপ্টেম্বর অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলটি সিরগুপ্পার মুসলিম অধ্যুষিত এলাকায় অবস্থিত সওদাগর সুন্নি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। তখন দেখা যায়, বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যরা মসজিদের দিকে চপ্পল নিক্ষেপ করছে, মসজিদ প্রাঙ্গণে মুৃসলিম বিদ্বেষী স্লোগান দিচ্ছে, উচ্চ আওয়াজে গান বাজিয়ে নাচানাচি করছে।

    তাদের এসব কর্মকাণ্ড পবিত্র স্থান মসজিদ অবমানার শামিল, যা তারা প্রকাশ্যেি করে বেড়াচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখার পর থেকেই মুসলিমদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে।

    স্থানীয় মুসলিমররা জানিয়েছেন, মসজিদ অবমাননার কাজে নেতৃত্ব প্রধানকারী হিন্দুত্ববাদী দল ভিএইচপির অন্যতম নেতা নীতীশ কুমার এবং তার সঙ্গীরা মিলে এমন জঘন্য কাজ করেছে।

    মিছিলের পর ক্ষোভ:

    সওদাগর সুন্নি মসজিদের সভাপতি মেহবুব বাশা গণমাধ্যম সিয়াসত ডটকমের সাথে কথা বলার সময় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “এর আগেও বেশ কিছু মিছিল হয়েছে এ ধরনের ঘৃণার কাজ ছাড়াই। এবার বজরং দল এবং ভিএইচপি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে মুসলিমদের উসকানি দিয়ে শহরে অশান্তি তৈরি করেছে।”
    “মসজিদে চপ্পল ছুঁড়ে মারার ঘটনায় এলাকার তরুণ মুসলমানরা ক্ষুব্ধ। যাইহোক, আমরা তাদের শান্ত হতে বলেছি এবং আইনের দ্বারস্থ হয়ে ধৈর্যের সাথে এটি মোকাবেলা করতে বলেছি।”

    সিরগুপ্পার আরেক বাসিন্দা হাবিব বলেছেন যে, অভিযুক্ত কুমারের বেশ কয়েকজন সিনিয়র বজরং দল এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতাদের সাথে যোগাযোগ রয়েছে।

    জনাব হাবীব আরও বলেছেন, “বজরং দলের নেতৃত্বে গণেশ মিছিলটি মসজিদের কাছাকাছি আসার সাথে সাথে তারা জয় শ্রী রামের স্লোগান দেয় এবং “মন্দির বানায়েঙ্গে” গানটি উচ্চ আওয়াজে বাজায় (বাবরি মসজিদ ধ্বংস এবং একটি মন্দির নির্মাণের খুশিতে হিন্দু সন্ত্রাসীদের একটি জনপ্রিয় গান)।

    হিন্দুত্ববাদীরা নানাভাবে মুসলিমদের উসকানি দিয়ে মাঠে নামিয়ে মুসলিম গণহত্যার পথ সুগম করতে চাইছে। যেন গণহত্যার দায় মুসলিমদের উপর চাপানো যায়। পশ্চিমা বিশেষজ্ঞরা পর্যন্ত হিন্দুদের দ্বারা মুসলিম গণহত্যা হওয়ার সতর্কতা জারি করেছেন। ইসলামি বিশ্লেষকরা বলছেন, হিন্দুত্ববাদের সাথে ইসলামের সংঘাত এখন অনিবার্য পরিনতির দিকে এগিয়ে যাচ্ছে। মুসলিমদেরকেও তাই অনিবার্য এই সংঘাত মোকাবেলায় নববী মানহাজ অনুযায়ী প্রস্তুতি নিতে বলেছেন তাঁরা।



    তথ্যসূত্র:
    ——–
    1. Karnataka: VHP cadre flings slipper at mosque during Ganesh rally
    https://tinyurl.com/ysj9p6cm
    2. Video link
    https://tinyurl.com/y2erf4t8

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    আধুনিক দাসত্ব : নিপিরনের শিকার কোটি কোটি মানুষ




    সারা বিশ্বে আধুনিক দাসত্বের শিকার কোটি কোটির বেশি মানুষ। আর বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাষ্ট্রের এই সংখ্যা চার লাখের বেশি। মহাদেশ হিসেবে এশিয়ায় সবচেয়ে বেশি মানুষ আধুনিক দাসত্বের কবলে রয়েছেন। সবচেয়ে বেশি উত্তর কোরিয়ায়। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে সবচেয়ে বেশি মানুষ এই আধুনিক দাস-প্রথার শিকার।

    ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯২ নম্বরে। বাংলাদেশে প্রায় ৫ লাখ ৯২ হাজার মানুষ আধুনিক দাসত্বের কবলে রয়েছেন। গত বৃহস্পতিবার ‘দ্য গ্লোবাল স্লেভ ইনডেক্স’ বা বৈশ্বিক দাসত্ব সূচক নিয়ে প্রকাশিত রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়েছে।

    দাসপ্রথার বিরুদ্ধে কাজ করা সংগঠন ওয়াক ফ্রি ফাউন্ডেশন প্রতি বছর এ সূচক রিপোর্ট তৈরি করে। বিশ্বের ১৬৭ দেশে গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে চার লাখেরও বেশি মানুষ রাষ্ট্রের চাপিয়ে দেয়া শ্রম, যৌন নিগ্রহের শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রে সংখ্যার চেয়ে সারা বিশ্বে এই সংখ্যা প্রায় ১০০ গুণ বেশি। তাদের হিসেবে বিশ্বে ৪ কোটি ৩ লাখ এই দাসত্বের শিকার।

    ওয়াক ফ্রি ফাউন্ডেশন জানায়, আধুনিক দাসত্ব বিষয়টি অনেক জটিল। সীমানা পেরিয়ে এই অপরাধের পরিধি বিস্তৃত। এই সূচক তৈরিতে জাতীয় পরিসংখ্যান, জাতিসঙ্ঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার মতো সংগঠনেরও তথ্য যুক্ত করেছে ওয়াক ফ্রি ফাউন্ডেশন। তবে যারা এই জোরপূর্বক শ্রমের শিকার শুধু তাদেরই আধুনিক দাসত্বের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সংগঠনটি।

    সংগঠনটির প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু ফরেস্ট বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম উন্নত দেশ। আর এখানেই ৪ লাখ মানুষ দাসের মতো জীবনযাপন করছেন। জোরপূর্বক বিয়ে ও শ্রম চাপিয়ে দেয়া হচ্ছে। এখান থেকেই বোঝা যায় সারা বিশ্বের পরিস্থিতি কতটা ভয়াবহ।’ রিপোর্টে দাবি করা হয়, এশিয়া মহাদেশে এই আধুনিক দাসপ্রথা সবচেয়ে বেশি।

    ইসলামি চিন্তাবিদরা বলছেন, ওয়াক ফ্রি ফাউন্ডেশন যে রিপোর্ট প্রকাশ করেছে এটি বর্তমান পুঁজিবাদী ও গণতান্ত্রিক বিশ্বব্যবস্থায় সত্যিকার দাসত্বের চিত্রকে তুলে ধরেনি। বরং পশ্চিমা সন্ত্রাসীদের চাপিয়ে দেয়া জুলুমের সিস্টেম বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতেই এসব রিপোর্ট প্রকাশ করেছে। এজন্য এসব ধোঁকা থেকে সচেতন হয়ে জুলুমের সিস্টেম পরিবর্তনের জন্য নববী সুন্নাতকে আঁকড়ে ধরার পরমার্শ দিয়েছেন তাঁরা।



    তথ্যসূত্র :
    ——–
    ১। আধুনিক দাসত্বের শিকার বিশ্বের ৪ কোটি মানুষ
    https://tinyurl.com/yut4zb68

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      আবারও দুই ফিলিস্তিনি মুসলিমকে খুন করলো সন্ত্রাসী ইসরাইল


      কোনভাবেই থামছেনা বর্বর ইহুদিদের আগ্রাসন। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরের গতকালও গুলি করে দুই ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরাইলি সেনারা।পশ্চিমতীরের জেনিন শহরে একটি চেকপোস্টের কাছে গতকাল সকালে (১৪ সেপ্টেম্বর) আহমেদ আবেদ (২৩) ও আব্দুল রহমান আবেদ (২২) নামে দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা।

      সম্প্রতি ইসরাইলি সেনারা পশ্চিমতীরে বর্বরতার মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তল্লাশিসহ নানা ধরনের অত্যাচারের কারণে পশ্চিমতীরজুড়ে ফিলিস্তিনদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।ইহুদিরা বরাবরের মতোই খুনের ঘটনাকে বৈধতা দিতে মিথ্যা অযুহাত দাঁড় করিয়েছে।

      তারা দাবি করেছে খুন হওয়া ফিলিস্তিনিরা ইহুদি সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। অথচ গুলি করার প্রমাণ দেখাতে পারেনি ইসরাইল।বিনা কারণে ফিলিস্তিনিদের খুন করার মতো অমানবিক কাজ করলেও এর জন্য কারো কাছে কৈফিয়ত দিতে হয়না সন্ত্রাসী ইসরাইলের। এ ঘটনা নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৫১ ফিলিস্তিনিকে খুন করেছে সন্ত্রাসী ইসরাইলের সেনাবাহিনী।


      তথ্যসূত্র:
      ——–
      1. The two Palestinian young men were shot dead by Israeli occupation gunfire near the Al-Jalama checkpoint, north of Jenin
      https://tinyurl.com/2p9bjmxd

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X