Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ২৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী।। ২৫ অক্টোবর, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ২৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী।। ২৫ অক্টোবর, ২০২২ ঈসায়ী।

    ইউপিতে মুসলিম কিশোরী ধর্ষিত; উগ্র হিন্দুরা ব্যস্ত ভিডিও করায়



    ভারতের উত্তর প্রদেশে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ১৩ বছরের এক মুসলিম কিশোরী। অসহায় সেই কিশোরীকে সাহায্য করার পরিবর্তে উপস্থিত উগ্র হিন্দু জনতা ব্যস্ত ছিল ভিডিও করায়।

    গত ২৩ অক্টোবর রবিবার কনৌজের এক সরকারি অতিথিশালার সামনে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঐ কিশোরীর আর্তনাদ শুনেও আশপাশের বর্বর হিন্দুরা তাকে সাহায্য করেনি। বরং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে ব্যস্ত হয়ে পড়ে।

    সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অসহায় সেই কিশোরী বার বার হাত বাড়িয়ে দিলেও কেউ তাকে সাহায্য করেনি। তাকে উঠে দাঁড়াতে হাত বাড়িয়ে দেয়নি। পুলিশ আসা পর্যন্ত কেউ তাকে কোন সাহায্য করেনি।

    এদিকে, ঘটনাস্থলের নিকটবর্তী এক সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে, ওই কিশোরীর হাতে ধরে এক ব্যক্তি হাঁটছে। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি ইউপি পুলিশ।



    তথ্যসূত্র
    ——-
    1. After Teen UP Girl Found Bleeding And Bruised, What CCTV Shows
    https://tinyurl.com/24cjma2b
    2. UP: Bleeding girl begs for help, crowd films until policeman rescues her
    https://tinyurl.com/2p8f6nwm
    3. video link:
    https://tinyurl.com/2v3xhbxw

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    উইঘুর বন্দীশিবির নির্মাতা কোম্পানীকে দিয়ে বিশ্বকাপ স্টেডিয়াম বানাচ্ছে গাদ্দার কাতার


    দখলদার চীনের জিনজিয়ান প্রদেশের হোতানের নিকটবর্তী এক রি-এডুকেশন ক্যাম্পের ওয়াচ টাওয়ার। ধারণা করা হয় এখানে সংখ্যালঘুদের বন্দী করে রাখা হয়। ছবিঃ এএফপি


    এবারের ফুটবল বিশ্বকাপ ফাইনালের জন্য কাতারে নির্মিত স্টেডিয়ামটি একটি চীনা কোম্পানী নির্মাণ করেছে। অভিযোগ উঠেছে, এই একই কোম্পানী উইঘুর মুসলিমদের জন্য ব্যবহৃত বন্দীশিবিরগুলো নির্মাণ করেছে।সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক পত্রিকা দ্যা টাইমস। তাদের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত কোম্পানিটির নাম হচ্ছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (সিআরসিসি)।উইঘুরদের বিরুদ্ধে দখলদার চীন গত কয়েক বছর যাবৎ অমানবিক দমন-নিপীড়ন চালাচ্ছে।

    এরকম সময়ে কাতার তাদের দেশে স্টেডিয়াম নির্মাণের কাজ ঐ চীনা কোম্পানীকে দিয়ে করেছে। এর মাধ্যমে কাতার চীনের সাথে সম্পর্ক আরও জোরদার করেছে।কাতারের মতো সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুদান, সেনেগাল, পাকিস্তান ইত্যাদি মুসলিম দেশগুলোও উইঘুরদের উপর চীনের নির্যাতন নিয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থেকেছে। শুধু তাই নয়, এই দেশগুলো চীনের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রতিও মনোনিবেশ করেছে।অন্যদিকে মধ্য প্রাচ্যের প্রথম দেশ হিসেবে কাতার এই সপ্তাহে চীন থেকে উপহার হিসেবে দুটি পান্ডা গ্রহণ করেছে।

    সমালোচকরা একে “পান্ডা কূটনীতি” নামে অভিহিত করেছেন।উইঘুর বুদ্ধিজীবীরা বলছেন, পূর্ব তুর্কীস্তানের নৃশংসতা থেকে বিশ্বকে বিভ্রান্ত করার জন্যই মূলত এমন পদক্ষেপ নিয়েছে দখলদার চীন।আরেক উইঘুর বুদ্ধিজীবী আইদিন আনোয়ার মিডল ইস্ট আইকে (এমইই) বলেন, “চীন মূলত অন্যান্য দেশের সামনে (এসবের মাধ্যমে) ভালো সাজার চেষ্টা করছে।”

    তিনি আরও বলেন, “কাতার এমন একটি দেশ যারা উইঘুরদের প্রতি চীনের নীতিকে সমর্থন করেছে। তাই কাতারে চীনের পান্ডা পাঠানোর বিষয়টি নিয়ে অবাক হওয়ার কিছুই নেই।”দখলদার চীন পূর্ব তুর্কীস্তানের উইঘুর মুসলিমদের উপর এত জুলুম-নির্যাতন চালানোর পরেও চীনের প্রতি বিশ্বের বিভিন্ন নামধারী মুসলিম দেশগুলোর দৃষ্টিভঙ্গি এক বিন্দুও পরিবর্তন হয় নি। এই কথিত মুসলিম শাসকদের দুমুখো নীতির বিরুদ্ধে এবং উইঘুর তথা পুরো বিশ্বের নির্যাতিত মুসলিমদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।


    তথ্যসূত্রঃ
    ——–
    1. Qatar World Cup stadium company ‘built Uyghur internment camp’
    https://tinyurl.com/y67euj6p






    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ইতালির ক্ষমতাসীন দলের ইসলাম বিদ্বেষ: আরবী খুতবা বন্ধের দাবি




      ইতালির প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কট্টর ডানপন্থী ‘ব্রাদার্স অব ইতালি’ পার্টির নেতা জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সে ইতালির সবচেয়ে কট্টর সরকার প্রধান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।ইতোমধ্যে তার দলের উগ্র নেতা-কর্মীরা তাদের এজেন্ডা সমূহ প্রকাশ্যে ঘোষণা করেছে।

      ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্সট মুসলিম এর সূত্র মতে, ইতালির উম্ব্রিয়াতে একটি নতুন মসজিদ নির্মাণে বাঁধা প্রদান করেছে দলটির নেতা কর্মীরা।দলটির ইসলাম বিদ্বেষী নেতা-কর্মীরা বলছে, “নাগরিক নিরাপত্তা আইন না হওয়া পর্যন্ত ইতালিতে নতুন মসজিদ নির্মাণ করা যাবে না। এসব মসজিদ নির্মাণের বেশিরভাগ ফান্ডিং হয় মৌলবাদী দেশ কাতার ও সৌদি আরব থেকে।“সেসব দেশে ধর্ম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড, সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড, ব্যাভিচারের শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ড, নারীদের কোন অধিকার নেই সেখানে।

      তাই ইতালিতে মসজিদে এসব মৌলবাদী উপদেশ প্রদান করা হোক আমারা তা চাই না।“এখানে ইমামদের অবশ্যই নিবন্ধিত হতে হবে। মসজিদে আরবি ভাষায় কোন খুতবা দেয়া যাবে না। আমাদের অফিসিয়াল ভাষায় খুতবা দিতে হবে যেন সবাই বুঝতে পারে কী বলা হচ্ছে।”নতুন কট্টর ডানপন্থী এই সরকারের মুসলিম-বিরোধী মনোভাবের পাশাপাশি কঠোর অভিবাসন নীতিমালার পক্ষপাতী বলেও মনে করেন অনেকে। মেলোনি ইতোমধ্যেই একাধিকবার ইতালিতে মুসলিম অভিবাসীদের আগমনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। চাকরি নিয়ে শঙ্কার পাশাপাশি মুসলিম হবার কারণেও সরকারের বিরাগভাজন হতে পারেন মুসলিমরা।


      তথ্যসূত্র:
      ——–
      1.
      https://tinyurl.com/2s3ze4at






      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X