Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ৩০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী।। ২৭ অক্টোবর, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ৩০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী।। ২৭ অক্টোবর, ২০২২ ঈসায়ী।

    উইঘুর | কুরআনের উপর মলত্যাগে বাধ্য করছে দখলদার চীনারা



    সম্প্রতি উইঘুর ট্রাইবুনালে এক উইঘুর মুসলিম নারীর সাক্ষ্যতে একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে। গুলজির আলউকানকিজ নামের ঐ নারী জানিয়েছেন যে, বন্দীশিবিরে মুসলিমদের জোরপূর্বক কুরআনের উপর মলত্যাগে বাধ্য করছে চীনা দখলদাররা।

    গুলজির বলেন, “২০১৮ সালে আমরা একটি বন্দীশিবিরে ছিলাম। সেখানে কারারক্ষীরা টয়লেটের জন্য আমাদেরকে একটি ছোট বালতি দিয়েছিলো। ঐ কারাগারে প্রতিটি বন্দী কক্ষে একটি করে ছোট গর্ত ছিলো। ঐ গর্ত দিয়ে তারা আমাদের খাবার সরবরাহ করতো। তারা আমাদেরকে কুরআনও দিয়েছিল। সেই কুরআন ঐ বালতিতে ফেলে সেটার উপরেই আমাদের মলত্যাগ করতে বাধ্য করতো।”

    তুর্কীস্তানের বন্দীশিবির সহ পুরো অঞ্চল জুড়েই উইঘুর মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে দখলদার চীনারা। খুন, ধর্ষণ, অঙ্গ অপসারণ, জোরপূর্বক শ্রম, মুসলিম নারীদের জোরপূর্বক বন্ধ্যা বানানো, উইঘুরদের ভাষা ও সংস্কৃতি নিশ্চিহ্ন করা, বাচ্চাদেরকে তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন করে বোর্ডিং স্কুলে পাঠদান, মুসলিম নারীদের সাথে হান চীনাদের জোরপূর্বক বিবাহ, পর পুরুষদের সাথে মুসলিম নারীদের যেতে বাধ্য করা, দাঁড়ি-টুপি পরিধানে বাঁধা, মসজিদ ধ্বংস করা – উইঘুরদের উপর চালানো বর্বরতা জংলী মানবদের রূপকথাকেও হার মানায়।

    সারা বিশ্বের কাছেই তুর্কীস্তানের মুসলিমদের উপর সন্ত্রাসী চীনের নির্যাতনের বিষয়টি এখন স্পষ্ট। দখলদার চীন স্পষ্টভাবেই সকল প্রকার মানবাধিকার লঙ্ঘন করেছে। তবুও মুসলিম বিশ্বের দেশগুলো এ বিষয়ে সামান্য প্রতিবাদ করতে নারাজ। মুসলিম উম্মাহর তাই উচিত মুসলিম বিশ্বের কথিত শাসকদের জন্য অপেক্ষা না করে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা।



    তথ্যসূত্রঃ
    ——–
    1. Horrific testimony of Uyghur Muslim, Gulzire Alwuqanqiz
    https://tinyurl.com/23wn3r44

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    বছরের শুরু থেকে দখলদার ইসরাইলের হাতে ১৮৩ মুসলিম খুন



    নিরাপরাধ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলের আগ্রাসন ক্রমাগত বেড়েই চলেছে। চলতি ২০২২ সালেই এখন পর্যন্ত অভিশপ্ত ইসরাইলের সন্ত্রাসী বাহিনী ১৮৩ ফিলিস্তিনি মুসলিমকে খুন করেছে।

    এ বিষয়ে রামাল্লায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৫ অক্টোবর একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতির তথ্য মতে, পশ্চিম তীরে ১৩২ জন এবং গাজা উপত্যকায় ৫১ জন ফিলিস্তিনিকে খুন করেছে দখলদার ইসরাইল। নিহতদের মধ্যে ৩৫ জনই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    তবে স্থানীয়দের মতে, এমন অনেক হত্যাকাণ্ড ঘটে যেগুলোর হিসাব রাখা সম্ভব হয় না; সেগুলো মিলে নিহত মোট মুসলিমের সংখ্যাটা নিঃসন্দেহে আরো অনেক বেশি।

    এছাড়াও, চলতি বছরের শুরু থেকে প্রায় ৫,৩০০ ফিলিস্তিনিকে বন্দী করেছে অভিশপ্ত ইহুদি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের বিবৃতি অনুযায়ী, বন্দিদের মধ্যে ৬২০ শিশু এবং ১১১ জন নারী রয়েছেন।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শুধু চলতি অক্টোবর মাসেই অভিশপ্ত ইহুদি সন্ত্রাসীরা ২৬ জন ফিলিস্তিনি মুসলিমকে খুন করেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে এধরনের হামলা বাড়িয়েছে। এতে নিরপরাধ ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিলও লম্বা হচ্ছে।

    সর্বশেষ গত ২৫ অক্টোবর পশ্চিম তীরে ইসরাইলি সন্ত্রাসীদের গুলিতে ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      হিন্দুত্ববাদী ভারতঃ আসামে মুসলিমদের জাদুঘর সিলগালা



      উদ্বোধনের দুই দিনের মাথায় আসামে মিয়া মুসলিমদের জাদুঘর সিল করে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছে, পুলিশ এই জাদুঘরের তহবিলের উৎস তদন্ত করবে।গত ২৩ অক্টোবর গোয়ালপাড়া জেলার লখিপুর এলাকায় আসামে মিয়া মুসলিমদের ঐতিহ্য সম্বলিত জাদুঘরটি উদ্বোধন করা হয়েছিল।

      সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ডিসি গোপালার নির্দেশ অনুসারে মোহর আলীর এই জাদুঘরটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিল করে দেওয়া হয়েছে।”উগ্র হেমন্ত শর্মা বলেছে, এমনিতেই মিয়া মুসলিমদের উত্থান এবং মিয়া স্কুলগুলো গুরুতর উদ্বেগের বিষয়। “মিয়া জাদুঘর” স্থাপনের সাথে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

      এই জাদুঘরের সাথে সংশ্লিষ্টরা উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।উগ্র শর্মা সাংবাদিকদের বলেছে, “তারা এই জাদুঘর স্থাপন করার জন্য কোথা থেকে অর্থ পেয়েছে, তা পুলিশ তদন্ত করবে। এই বিষয়ে একটি মামলা হবে।”শর্মার পাশাপাশি হিন্দুত্ববাদী বিজেপি বিধায়করাও মিয়া মুসলিমদের কমিউনিটি মিউজিয়ামের বিরুদ্ধে প্রোপাগান্ডামূলক প্রচারণা শুরু করেছে।

      এদিকে, আসাম মিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তিনজনকে কথিত সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। আসাম পুলিশের বরাত দিয়ে পিটিআই এ তথ্য জানিয়েছে।আল কায়েদা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) এবং আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সাথে তাদের কাল্পনিক যোগসূত্রের অভিযোগ তুলে তদন্ত করার নামে পুলিশ তাদের হয়রানি করছে।

      গত মঙ্গলবার রাতে, মিয়া পরিষদের সভাপতি এম মোহর আলীকে জাদুঘর থেকে তুলে নেওয়া হয়। সাধারণ সম্পাদক আবদুল বাতেন শেখকে ধুবরি জেলার আলমগঞ্জে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আটক তৃতীয় ব্যক্তি হলেন নাহারকাটিয়া জুনিয়র কলেজের অধ্যাপক তনু ধাধুমিয়া। তিনি জাদুঘরটি উদ্বোধন করেন।বাঙালি বংশোদ্ভূত মুসলিম জনগোষ্ঠীর ঐতিহ্য প্রদর্শন করা জন্য এ জাদুঘরটি নির্মাণ করা হয়েছিল। হিন্দুত্ববাদী আসাম সরকার সেখানকার প্রায় দেড় কোটি মুসলিমের পরিচয় মুছে দিতে চায়। তাই তারা এ জাদুঘরের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে।


      তথ্যসূত্র:
      ——–
      1. Miya museum sealed in Assam within days of inauguration, CM says police will probe funding ( Maktoob Media)
      https://tinyurl.com/yc5ckz43
      2. Assam: Three activists associated with Miya museum detained in UAPA case
      https://tinyurl.com/5xhchmet








      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X