Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০২ রবিউস সানী ১৪৪৪ হিজরী।। ২৯ অক্টোবর, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০২ রবিউস সানী ১৪৪৪ হিজরী।। ২৯ অক্টোবর, ২০২২ ঈসায়ী।

    আবারও হালাল বিয়েতে দালাল প্রশাসনের বাঁধা




    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করায় বর এবং তার এক আত্মিয়কে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৬ অক্টোবর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    বিবরণ অনুযায়ী, বিয়ের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উগ্র হিন্দু দীপক কুমার দেব শর্মা রাত ৯টায় পুলিশকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শরিয়াহ মোতাবেক বিয়ে সম্পন্ন হয়ে যায়। এরপরও মালাউন দীপক কুমার তাদের নানাভাবে হয়রানি করে। বর ইসমাঈল হোসেন ও তার এক আত্মীয়কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে।

    দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। স্কুল-কলেজসহ গোটা দেশেই বেহায়াপনা আজ সয়লাব। ধর্ষণ, গণ ধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ – এধরনের হিংস্র অপরাধ করেও অনেক ক্ষেত্রেই অপরাধীদের শাস্তি হচ্ছেনা।

    হিন্দুত্ববাদের দালাল প্রশাসন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয় না। কিন্তু ইসলামি শরিয়াহ মোতাবেক পবিত্র বিয়েতে বারবারই নগ্ন হস্তক্ষেপ করছে তারা। সেক্যুলার ও ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের বিরুদ্ধে মুসলিমরা প্রতিবাদ করলেই দালাল প্রশাসন বাকস্বাধীনতার বুলি আওড়ায়। অথচ ইসলামের বিরুদ্ধে আরোপ করা হচ্ছে শত বিধিনিষেধ।তথ্যসূত্র:
    ——
    ১। বাল্যবিয়ে করতে গিয়ে নানা-নাতির জেল-
    https://tinyurl.com/3nh7cn2b






    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    পূর্ব তুর্কীস্তান: কংগ্রেসের নিরাপত্তার অজুহাতে উইঘুরদের ব্যাপক ধরপাকড়


    মুসলিমকে বন্দী করেছে।মূলত পার্টি কংগ্রেস চলাকালীন সময়ে উইঘুররা যেন কোন প্রকার ‘সমস্যা সৃষ্টি করতে না পারে’ সেজন্যই এই ধরপাকড় অভিযান শুরু করেছে তারা। তবে এই গ্রেপ্তারের ঢেউ শুরু হয় পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কয়েক মাস আগে জুলাই মাস থেকেই।উল্লেখ্য যে, এবারেও চীনের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে উইঘুর মুসলিমদের উপর দমন-নিপীড়ন চালানোর প্রধান কারিগর শি জিনপিং।অক্টোবরের প্রথম দিকে দেয়া হয় ভ্রমণ নিষেধাজ্ঞা। এরপর আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে ‘কঠোর আবাসিক লকডাউন’। এর মাধ্যমে মূলত উইঘুর এবং অন্যান্য তুর্কি সংখ্যালঘুদেরকে নিজেদেরই ঘরে বন্দী করে রাখে দখলদার চীন। এতে অপুষ্টি ও চিকিৎসার অভাবে মারা যায় শত শত মুসলিম।নাম প্রকাশে অনিচ্ছুক এক উইঘুর মুসলিম জানান, যাদের বয়স ১৮ হয়েছে, যারা সাম্প্রতিক সময়ে দখলদারদের বন্দী শিবির থেকে মুক্তি পেয়েছে এবং যারা সাম্প্রতিক সময়ে দখলদারদের নজরদারি এড়িয়ে চলতে সক্ষম হয়েছিল, তাদেরকেই বেশি গ্রেপ্তার করেছে চীনা সন্ত্রাসীরা।তিনি আরও বলেন, কংগ্রেস চলাকালীন সময়ে উইঘুর মুসলিমদের ভয় দেখাতে ও হয়রানি করতে প্রায়ই দখলদারদের পুলিশ বাহিনী শহর ও গ্রামাঞ্চলে সাইরেন বাজিয়ে টহল দিয়েছে।হোতান শহরের ‘SWAT লিডার’ এলিজান ওবুলহেসেনের বাড়িতে ফোন দিয়েছিল রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)। ওবুলহেসেনকে না পেয়ে তার মায়ের সাথে কথোপকথন হয় তাদের। ওবুলহেসেনের মা আরএফএ-কে জানায় যে তার ছেলে উইঘুরদের ধরপাকড়ে খুব ব্যস্ত আছেন। তার ছেলে অফিসেই খাওয়া দাওয়া করে ও ঘুমায়।কতজন উইঘুরকে আটক করা হয়েছে এ ব্যাপারে ওবুলহেসেন কিছু বলেছে কিনা জানতে চাইলে, ঐ মহিলা অনুমান করে বলেন, ‘কমপক্ষে এক থেকে দুই হাজার উইঘুরকে আটক করা হয়েছে।’এদিকে ঘুলজা শহরের এক কর্মকর্তা আরএফএ-কে বলেছে, সাম্প্রতিক ধরপাকড়ের সময় পুলিশ ১২৫ জন উইঘুরকে আটক করেছে।অবস্থাদৃষ্টে এটা প্রতীয়মান হয় যে, মুসলিমদের দমন-পীড়ন ও গ্রেপ্তারের জন্য কোন যৌক্তিক কারণ দরকার হয় না। দখলদার চীনা প্রশাসন যেকোন অজুহাতেই তাদের বন্দী করতে পারে, জেল, জুলুম, নির্যাতন করতে পারে। সন্ত্রাসী চীনের হাত থেকে উইঘুর মুসলিমদের বাঁচানোর জন্য প্রয়োজন সকল মুসলিমের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।


    প্রতিবেদক : আবু-উবায়দা



    তথ্যসূত্র:
    ——–
    1. Authorities in Xinjiang increased detentions of Uyghurs before party congress
    https://tinyurl.com/4suu94x3







    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X