এবার নেপালে মসজিদে হামলা করলো হিন্দুরা, লাগালো গেরুয়া পতাকা

ভারতের উগ্র হিন্দুরা মসজিদে হামলা চালিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়ার অনেক ঘটনা ঘটিয়ে চলেছে।এবার নেপালের মহোত্তারি জেলার একটি মসজিদে হিন্দুদের হামলার খবর প্রকাশিত হয়েছে।
সেখানে হিন্দু সন্ত্রাসীরা ২৬ অক্টোবর মিছিলের সময় মসজিদের সামনে থামে এবং ‘ডিজে গান’ বাজায়। শুধু তাই নয়, মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মসজিদে হিন্দুত্ববাদের প্রতীক জাফরান পতাকা লাগায় তারা। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হিন্দু সন্ত্রাসীরা মুসলিমদের উপর গুলি চালালে অন্তত ৫জন মুসলিম আহত হয়েছেন বলে জানা যায়।
ঘটনার সাথে সম্পর্কিত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কীভাবে হিন্দু সংগঠনের সাথে যুক্ত উগ্র লোকেরা একটি মিছিল বের করে মসজিদের সামনে ‘ডিজে গান’ বাজিয়েছে, এবং মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।
তথ্যসূত্র:
—–
1.नेपाल : शोभायात्रा के दौरान हिंदू संगठन से जुड़े लोगों ने किया मस्जिदों पर हमला, लगाया भगवा झंडा
–https://tinyurl.com/235z47fj
2.video link: https://tinyurl.com/49bydknu

ভারতের উগ্র হিন্দুরা মসজিদে হামলা চালিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়ার অনেক ঘটনা ঘটিয়ে চলেছে।এবার নেপালের মহোত্তারি জেলার একটি মসজিদে হিন্দুদের হামলার খবর প্রকাশিত হয়েছে।
সেখানে হিন্দু সন্ত্রাসীরা ২৬ অক্টোবর মিছিলের সময় মসজিদের সামনে থামে এবং ‘ডিজে গান’ বাজায়। শুধু তাই নয়, মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মসজিদে হিন্দুত্ববাদের প্রতীক জাফরান পতাকা লাগায় তারা। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হিন্দু সন্ত্রাসীরা মুসলিমদের উপর গুলি চালালে অন্তত ৫জন মুসলিম আহত হয়েছেন বলে জানা যায়।
ঘটনার সাথে সম্পর্কিত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কীভাবে হিন্দু সংগঠনের সাথে যুক্ত উগ্র লোকেরা একটি মিছিল বের করে মসজিদের সামনে ‘ডিজে গান’ বাজিয়েছে, এবং মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।
তথ্যসূত্র:
—–
1.नेपाल : शोभायात्रा के दौरान हिंदू संगठन से जुड़े लोगों ने किया मस्जिदों पर हमला, लगाया भगवा झंडा
–https://tinyurl.com/235z47fj
2.video link: https://tinyurl.com/49bydknu

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান তার সমস্ত ক্ষমতা ব্যয় করছে পবিত্র ভুমি সৌদি আরবের ভূমিতে পশ্চিমা সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে। এরই ধারাবাহিকতায় জনসাধারণকে এসব বিজাতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে বাস্তবায়ন করছে নানামুখি কর্মসূচি। এ লক্ষ্যে হ্যালোইন ছাড়াও নিয়মিত আয়োজন করা হচ্ছে গানের কনসার্ট। দেশটিকে পুরোপুরি পশ্চিমা সংস্কৃতিতে সাজাতে দালাল সৌদি সরকার হাতে নিয়েছে ভিশন-২০৩০।
Comment