Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০৬ রবিউস সানী ১৪৪৪ হিজরী।। ০২ নভেম্বর, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০৬ রবিউস সানী ১৪৪৪ হিজরী।। ০২ নভেম্বর, ২০২২ ঈসায়ী।

    বিহারে উগ্র হিন্দুত্ববাদীদের গণপিটুনিতে এক মুসলিম কিশোর খুন



    হিন্দুত্ববাদী ভারতের বিহার প্রদেশের মুজাফফরপুরে উগ্র হিন্দু সন্ত্রাসীরা দুই মুসলিম কিশোরকে নৃশংসভাবে পিটিয়েছে। এতে একজন ঘটনা স্থলেই প্রাণ হারান এবং অপর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক।

    নিহত নেহাল ওরফে আয়ানের বয়স ১৯। বন্ধু ফাইজানের সাথে সে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় কাঁথির মহারথা গ্রামের ছট ঘাটে বেড়াতে গিয়েছিল।

    সেখানে তারা এক মেয়েকে উত্যক্ত করেছে এই অভিযোগে ওই মেয়ের পরিবার আরও লোকজন নিয়ে ঐ দুই মুসলিম কিশোরকে বেদম মারধর করে। এতে আয়ান ঘটনাস্থলেই মারা যায়। আর ফাইজানকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় উগ্র হিন্দু জনতা।

    এদিকে, ঘটনার পর থেকে মেয়ের পরিবারের লোকজন পলাতক রয়েছে। আর এই নির্মম সহিংসতার শিকার আয়ান ও ফাইজানের পরিবারের সদস্যরা তীব্র ক্ষোভ জানিয়েছেন।

    আয়ানের মা শামীমা খাতুন জানিয়েছেন, ছট ঘাটে উপস্থিত পুলিশ সদস্যরা হিংস্র হিন্দু জনতাকে থামানোর কোন চেষ্টাই করে নি। আয়ান মারা গেলে কাঁথি থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

    হিন্দুত্ববাদীদের নোংরা হাত প্রতিনিয়ত মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে। কেউ কোন অপরাধ করুক বা না করুক, কেবল মাত্র মুসলিম হওয়ার অপরাধে হিন্দুত্ববাদী ভারতে মুসলিমরা আজ নিরাপত্তা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত।
    তথ্যসূত্র:
    ——-

    1.मुजफ्फरपुर: छठ घाट पर घूमने गए दो मुस्लिम लड़कों को हिंदू भीड़ ने बेरहमी से पीटा, एक की मौत – https://tinyurl.com/5563rd99

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    আরাকানে নৌকাডুবিঃ নিরাপদ আশ্রয়ের আশায় সাগরে নিখোঁজ ২৩ রোহিঙ্গা



    মিয়ানমারের আগ্রাসী জান্তা সরকারের হাত থেকে রেহাই পেতে সমুদ্র পথে দেশ ত্যাগের সময় ৮৩ জন রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। গত ৩০ অক্টোবর ঘটনাটি ঘটে রাখাইনের আয়েয়ারওয়াদি এলাকায়।

    এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করেছে মিয়ানমার পুলিশ। বাকি ২৩ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। এমন কঠিন পরিস্থিতিতেও জীবিত উদ্ধারকৃতদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে সন্ত্রাসী জান্তা বাহিনী।

    মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা চতুর্মুখী বিপদের মধ্যে দিনানিপাত করছেন। একদিকে জান্তা বাহিনীর গুলি, গুলি থেকে বাঁচতে দেশ ত্যাগ করতে গিয়ে বন্দীত্ব, আরেক দিকে সাগরে মৃত্যুর হাতছানি। কোন রকমে প্রতিবেশী ভারতে পৌঁছাতে পারলেও, সেখানে ডিটেনশন সেন্টার আরেক করুণ উপাখ্যান।

    এমন মানবিক বিপর্যয়ের পরেও মানব জাতি আজ দর্শকের ভূমিকা পালন করছে। মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সন্ত্রাসী জান্তা সরকারকে অস্ত্র ও অন্যান্য আসবাব দিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহায়তা করছে।



    তথ্যসূত্র:
    ——–
    1. A boat sinks, and 20 Rohingya are missing
    https://tinyurl.com/zazpppwh

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X