কাশ্মীরে ভারতের আগ্রাসনঃ এক মাসে ১৯৫ অভিযান, ১৪ মুসলিম খুন

দখলকৃত কাশ্মীরে গত অক্টোবর মাসে ১৪ জন মুসলিমকে খুন করেছে হিন্দুত্ববাদী ভারতের সন্ত্রাসী বাহিনী বিএসএফ। কাশ্মীর মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ৩১ অক্টোবরেই ছয়জন মুসলিমকে ভুয়া এনকাউন্টারে খুন করেছে দখলদার বাহিনী।
জানা যায়, গত মাসে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা প্রায় ১৯৫টি অভিযান চালিয়েছে দখলকৃত কাশ্মীরে। ১৪ জনকে খুন করার পাশাপাশি ৪৭ জন কাশ্মীরিকে বিভিন্ন অজুহাতে গ্রেপ্তারও করেছে হিন্দুত্ববাদীরা। অক্টোবর মাসের ‘খুন উৎসবের’ কারণে দু’জন মুসলিম নারী বিধবা হয়েছেন এবং সাত শিশু এতিম হয়েছে। এছাড়াও একজন মুসলিমের বাড়িও ধ্বংস করেছে দখলদাররা।
উল্লেখ্য যে, বিগত প্রায় ৩০ বছরে দখলদার সেনারা কমপক্ষে ৯৬ হাজার কাশ্মীরি মুসলিমকে খুন করেছে। বাস্তবে এর সংখ্যা আরও বেশি হতে পারে। এর মধ্যে পুলিশি হেফাজতে খুন হয়েছেন ৭ হাজার ২৭০ জন, গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩০৭ জন, বিধবা হয়েছেন ২২ হাজার ৯৫১ জন, এতিম হয়েছে ১ লাখ ৭ হাজার ৮৮৭ শিশু, আর গণধর্ষিত হয়েছেন ১১ হাজার ২৫৬ জন।
এত তথ্য উপাত্ত ও প্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমা বিশ্ব ও তাদের দালাল জাতিসংঘ ভারতের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না। অথচ কোন কাফের জাতির একজন খুন হলেও ওরা গলাবাজিতে ব্যস্ত হয়ে যায়। অথচ বিশ্বের মুসলিমরা এখনও ব্যক্তিগত স্বার্থ ও ফুরুয়ী ইখতিলাফ নিয়ে ব্যস্ত।
লেখক: আবু-উবায়দা
তথ্যসূত্রঃ
——————————
Indian troops martyr 14 Kashmiris in October – https://tinyurl.com/37jk24h8
 
							
						
					
দখলকৃত কাশ্মীরে গত অক্টোবর মাসে ১৪ জন মুসলিমকে খুন করেছে হিন্দুত্ববাদী ভারতের সন্ত্রাসী বাহিনী বিএসএফ। কাশ্মীর মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ৩১ অক্টোবরেই ছয়জন মুসলিমকে ভুয়া এনকাউন্টারে খুন করেছে দখলদার বাহিনী।
জানা যায়, গত মাসে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা প্রায় ১৯৫টি অভিযান চালিয়েছে দখলকৃত কাশ্মীরে। ১৪ জনকে খুন করার পাশাপাশি ৪৭ জন কাশ্মীরিকে বিভিন্ন অজুহাতে গ্রেপ্তারও করেছে হিন্দুত্ববাদীরা। অক্টোবর মাসের ‘খুন উৎসবের’ কারণে দু’জন মুসলিম নারী বিধবা হয়েছেন এবং সাত শিশু এতিম হয়েছে। এছাড়াও একজন মুসলিমের বাড়িও ধ্বংস করেছে দখলদাররা।
উল্লেখ্য যে, বিগত প্রায় ৩০ বছরে দখলদার সেনারা কমপক্ষে ৯৬ হাজার কাশ্মীরি মুসলিমকে খুন করেছে। বাস্তবে এর সংখ্যা আরও বেশি হতে পারে। এর মধ্যে পুলিশি হেফাজতে খুন হয়েছেন ৭ হাজার ২৭০ জন, গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩০৭ জন, বিধবা হয়েছেন ২২ হাজার ৯৫১ জন, এতিম হয়েছে ১ লাখ ৭ হাজার ৮৮৭ শিশু, আর গণধর্ষিত হয়েছেন ১১ হাজার ২৫৬ জন।
এত তথ্য উপাত্ত ও প্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমা বিশ্ব ও তাদের দালাল জাতিসংঘ ভারতের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না। অথচ কোন কাফের জাতির একজন খুন হলেও ওরা গলাবাজিতে ব্যস্ত হয়ে যায়। অথচ বিশ্বের মুসলিমরা এখনও ব্যক্তিগত স্বার্থ ও ফুরুয়ী ইখতিলাফ নিয়ে ব্যস্ত।
লেখক: আবু-উবায়দা
তথ্যসূত্রঃ
——————————
Indian troops martyr 14 Kashmiris in October – https://tinyurl.com/37jk24h8
 

Comment