মাদরাসার নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে ছহির উদ্দীন (৭৫) নামের এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টার দিকে সাহেবনগর এতিমখানা-গোরস্তানসংলগ্ন স্থান থেকে ছহির উদ্দীনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ছহির উদ্দীন সাহেবনগর গ্রামের মৃত নায়েব উদ্দীন মন্ডলের ছেলে। তিনি সাহেবনগর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন।
নিহত ছহির উদ্দীনের স্ত্রী হানুফা খাতুন জানান, আমার স্বামী ছহির উদ্দীন মাদরাসায় পাহারা দিয়ে থাকেন। বুধবার সকালে মাদরাসার শিক্ষক-ছাত্ররা মাদরাসায় ছিলেন না। এ সুযোগে সন্ত্রাসীরা তাকে একা পেয়ে এতিমখানার পাশে গোরস্তানের নিকটে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। তার সাথে কারোর কোনো বিরোধ ছিল না।
কালের কন্ঠ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে ছহির উদ্দীন (৭৫) নামের এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টার দিকে সাহেবনগর এতিমখানা-গোরস্তানসংলগ্ন স্থান থেকে ছহির উদ্দীনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ছহির উদ্দীন সাহেবনগর গ্রামের মৃত নায়েব উদ্দীন মন্ডলের ছেলে। তিনি সাহেবনগর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন।
নিহত ছহির উদ্দীনের স্ত্রী হানুফা খাতুন জানান, আমার স্বামী ছহির উদ্দীন মাদরাসায় পাহারা দিয়ে থাকেন। বুধবার সকালে মাদরাসার শিক্ষক-ছাত্ররা মাদরাসায় ছিলেন না। এ সুযোগে সন্ত্রাসীরা তাকে একা পেয়ে এতিমখানার পাশে গোরস্তানের নিকটে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। তার সাথে কারোর কোনো বিরোধ ছিল না।
কালের কন্ঠ
Comment