মসজিদে ঢোকার চেষ্টা হাজারো উগ্র হিন্দুর: মুসলিমদের উপর হিন্দু ছাত্র সংগঠনের হামলা
গত রবিবার (৪ ডিসেম্বর)কর্ণাটকের শ্রীরাঙ্গাপাটানায় জামিয়া মসজিদে প্রবেশের চেষ্টা করে হাজার হাজার হিন্দু কর্মী এবং উগ্র হনুমান ভক্তরা।
গেরুয়া পোষাক পরিহিত হাজার হাজার পুরুষ ও মহিলা, যারা হনুমান মন্দির থেকে একটি সংকীর্তন যাত্রা করে, তারা উত্তেজক, বিদ্বেষমূলক স্লোগান দিতে থাকে “অযোধ্যায় রাম মন্দির, শ্রীরঙ্গপাটানায় হনুমান মন্দির।”
মসজিদের কাছে হিন্দুদের বিশাল জমায়েত ব্যারিকেড ভেঙ্গে জামিয়া মসজিদে প্রবেশের চেষ্টা করে। তাদেরকে মসজিদের পবিত্রতা নষ্ট করতে বাধা দেওয়ার প্রতিবাদে উগ্র হিন্দুরা মসজিদের সামনে জড়ো হয়ে মুসলিম বিরোধী স্লোগান দেয়।
এই যাত্রার আয়োজন করেছিল হিন্দুত্ববাদী দল হিন্দু জাগরণ বেদিক। বেদিক এবং এর সদস্যরা রাজ্য জুড়ে মুসলিম বিরোধী সহিংসতার সাথে জড়িত।
সোস্যাল মিডিয়া প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, র্যালির উগ্র হিন্দু সদস্যরা জোরপূর্বক মুসলিমদের বাড়ি থেকে সবুজ পতাকা সরিয়ে একটি জাফরান রংয়ের গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে।
কর্ণাটকের মন্ত্রী কেসি নারায়ণ গৌড়া, জেলা বিজেপি সভাপতি উমেশ এবং অন্যান্য হিন্দু নেতারা সমাবেশে অংশ নেয়। মুসলিম বিদ্বেষের যত ঘটনা ঘটছে সবগুলোর নেতৃত্ব দিচ্ছে হিন্দুত্ববাদী উগ্র নেতারা।
এদিকে, দিল্লিতে মুসলিম ছাত্র ও অ্যাক্টিভিস্টদের উপর হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন এবিভিপি। প্রায় ৩৬ টি সংগঠনের যৌথ ফ্রন্ট ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট রিপ্রেশন’-এর সদস্যরা জানিয়েছেন, যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রচারণা চালানোর সময় তারা অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ (ABVP) – রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখার সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রচারণার পাঁচজন সদস্য সহিংসতায় গুরুতর আহত হয়েছেন। মুসলিম নেতাকর্মীরা জানান, তাদের ওপর পাথর, লাঠিসোঁটা ও রড দিয়ে হামলা করা হয়েছে।
ভগত সিং ছাত্র একতা মঞ্চের (বিসিইএম) ছাত্র কর্মী জানায়, প্রতিবাদকারী ১৫ জন ব্যক্তিকে আক্রমণ করা হয়।
“আমরা প্রচারণা চালাচ্ছিলাম, মরিস নগর থানার কাছে প্রথম দিকে দুজন লোককে আসতে দেখেছিলাম, তারপরে তারা মোবাইল দিয়ে কল দেয় এবং প্রায় ৬০-৭০ জনের একটি দল জড়ো করে। এতে কিছু মহিলাও ছিল।”
‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট রিপ্রেশন’ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “কিছুক্ষণ পর এবিভিপি গুন্ডাদের সঙ্গে তিনটি গাড়ি দেখা যায়। আম আদমি পার্টির পতাকা দিয়ে তাঁরা মুখ ঢেকে রেখেছে। আমরা বিপদ টের পেয়ে ক্যাম্পাসের দিকে হাঁটা শুরু করলাম। তারা আমাদের ওপর পাথর ও টমেটো ছুড়তে থাকে। আমরা যখন প্যাটেল চেস্ট ইনস্টিটিউটে পৌঁছলাম, তারা বেল্ট, রড এবং লাঠি দিয়ে আমাদের আক্রমণ করতে শুরু করে।”
বিসিইএম-এর ছাত্র কর্মী বাদলের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে, অন্যদিকে আইনজীবী এহেনস্ট অ্যাট্রোসিটিসের এহতামাম তার কানে আঘাত পেয়েছেন। আঘাতপ্রাপ্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর এবিভিপি সদস্যরা হাসপাতাল ঘেরাও করে হুমকি দিতে থাকে।
তথ্যসূত্র:
——-
1. Karnataka: Thousands in Hindu rally tried to enter mosque stopped by cops
– https://tinyurl.com/mr2cpufd
2. video link:
– https://tinyurl.com/ya4v8syw
3. video link:
– https://tinyurl.com/cp897en8
4. Delhi: Student, Activists Campaigning for G.N. Saibaba’s Release Allegedly Attacked by ABVP Members – https://tinyurl.com/v3h2nz9
গত রবিবার (৪ ডিসেম্বর)কর্ণাটকের শ্রীরাঙ্গাপাটানায় জামিয়া মসজিদে প্রবেশের চেষ্টা করে হাজার হাজার হিন্দু কর্মী এবং উগ্র হনুমান ভক্তরা।
গেরুয়া পোষাক পরিহিত হাজার হাজার পুরুষ ও মহিলা, যারা হনুমান মন্দির থেকে একটি সংকীর্তন যাত্রা করে, তারা উত্তেজক, বিদ্বেষমূলক স্লোগান দিতে থাকে “অযোধ্যায় রাম মন্দির, শ্রীরঙ্গপাটানায় হনুমান মন্দির।”
মসজিদের কাছে হিন্দুদের বিশাল জমায়েত ব্যারিকেড ভেঙ্গে জামিয়া মসজিদে প্রবেশের চেষ্টা করে। তাদেরকে মসজিদের পবিত্রতা নষ্ট করতে বাধা দেওয়ার প্রতিবাদে উগ্র হিন্দুরা মসজিদের সামনে জড়ো হয়ে মুসলিম বিরোধী স্লোগান দেয়।
এই যাত্রার আয়োজন করেছিল হিন্দুত্ববাদী দল হিন্দু জাগরণ বেদিক। বেদিক এবং এর সদস্যরা রাজ্য জুড়ে মুসলিম বিরোধী সহিংসতার সাথে জড়িত।
সোস্যাল মিডিয়া প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, র্যালির উগ্র হিন্দু সদস্যরা জোরপূর্বক মুসলিমদের বাড়ি থেকে সবুজ পতাকা সরিয়ে একটি জাফরান রংয়ের গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে।
কর্ণাটকের মন্ত্রী কেসি নারায়ণ গৌড়া, জেলা বিজেপি সভাপতি উমেশ এবং অন্যান্য হিন্দু নেতারা সমাবেশে অংশ নেয়। মুসলিম বিদ্বেষের যত ঘটনা ঘটছে সবগুলোর নেতৃত্ব দিচ্ছে হিন্দুত্ববাদী উগ্র নেতারা।
এদিকে, দিল্লিতে মুসলিম ছাত্র ও অ্যাক্টিভিস্টদের উপর হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন এবিভিপি। প্রায় ৩৬ টি সংগঠনের যৌথ ফ্রন্ট ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট রিপ্রেশন’-এর সদস্যরা জানিয়েছেন, যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রচারণা চালানোর সময় তারা অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ (ABVP) – রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখার সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রচারণার পাঁচজন সদস্য সহিংসতায় গুরুতর আহত হয়েছেন। মুসলিম নেতাকর্মীরা জানান, তাদের ওপর পাথর, লাঠিসোঁটা ও রড দিয়ে হামলা করা হয়েছে।
ভগত সিং ছাত্র একতা মঞ্চের (বিসিইএম) ছাত্র কর্মী জানায়, প্রতিবাদকারী ১৫ জন ব্যক্তিকে আক্রমণ করা হয়।
“আমরা প্রচারণা চালাচ্ছিলাম, মরিস নগর থানার কাছে প্রথম দিকে দুজন লোককে আসতে দেখেছিলাম, তারপরে তারা মোবাইল দিয়ে কল দেয় এবং প্রায় ৬০-৭০ জনের একটি দল জড়ো করে। এতে কিছু মহিলাও ছিল।”
‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট রিপ্রেশন’ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “কিছুক্ষণ পর এবিভিপি গুন্ডাদের সঙ্গে তিনটি গাড়ি দেখা যায়। আম আদমি পার্টির পতাকা দিয়ে তাঁরা মুখ ঢেকে রেখেছে। আমরা বিপদ টের পেয়ে ক্যাম্পাসের দিকে হাঁটা শুরু করলাম। তারা আমাদের ওপর পাথর ও টমেটো ছুড়তে থাকে। আমরা যখন প্যাটেল চেস্ট ইনস্টিটিউটে পৌঁছলাম, তারা বেল্ট, রড এবং লাঠি দিয়ে আমাদের আক্রমণ করতে শুরু করে।”
বিসিইএম-এর ছাত্র কর্মী বাদলের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে, অন্যদিকে আইনজীবী এহেনস্ট অ্যাট্রোসিটিসের এহতামাম তার কানে আঘাত পেয়েছেন। আঘাতপ্রাপ্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর এবিভিপি সদস্যরা হাসপাতাল ঘেরাও করে হুমকি দিতে থাকে।
তথ্যসূত্র:
——-
1. Karnataka: Thousands in Hindu rally tried to enter mosque stopped by cops
– https://tinyurl.com/mr2cpufd
2. video link:
– https://tinyurl.com/ya4v8syw
3. video link:
– https://tinyurl.com/cp897en8
4. Delhi: Student, Activists Campaigning for G.N. Saibaba’s Release Allegedly Attacked by ABVP Members – https://tinyurl.com/v3h2nz9
Comment